ETV Bharat / state

আজ ও আগামীকাল ফের বন্ধ নবান্ন, চলবে স্যানিটাইজ়িংয়ের কাজ

রাজ্যে যেভাবে সংক্রমণ বেড়ে চলেছে তাতে সুরক্ষিত নয় নবান্নও । তাই ফের আজ ও আগামীকাল নবান্নকে জীবাণুমুক্ত করার উদ্যোগ নিয়েছে প্রশাসন ৷

Nabanna
নবান্ন
author img

By

Published : Aug 13, 2020, 3:00 AM IST

কলকাতা, 13 অগাস্ট : আবারও দু’দিন বন্ধ থাকছে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্ন । জীবাণুমুক্ত করার কারণে আজ ও আগামীকাল 14 তলা বিল্ডিং সম্পূর্ণ বন্ধ থাকবে । এর আগেও জীবাণুমুক্ত করার জন্য একই রকম ভাবে দফায় দফায় বন্ধ ছিল নবান্ন । মুখ্যমন্ত্রী, মন্ত্রী, সচিব ও আমলাদের সুরক্ষার জন্য ঘন ঘন স‍্যানিটাইজ় করার উদ্যোগ নিয়ে চলেছে রাজ্য প্রশাসন ।

রাজ্যে যেভাবে সংক্রমণ বেড়ে চলেছে তাতে সুরক্ষিত নয় নবান্নও । বেশ কয়েকদিন আগে বিক্ষিপ্তভাবে নবান্নতেও মিলেছিল সংক্রমণ । আমলাদের গাড়ির চালক, সাফাই কর্মীসহ কয়েকজনের শরীরে সংক্রমণ মেলায় তৈরি হয়েছিল আতঙ্ক । এরপর নবান্নে ঢালাও কোভিড টেস্ট হয় । তৈরি করা হয় আরও সুরক্ষা বলয় ।

প্রসঙ্গত, রাজ্যে প্রথম কোরোনায় আক্রান্ত হয়েছিল নবান্নের এক আমলার ছেলে । তারপর থেকে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছিল । কিছুদিন আগেও এক মহিলা আধিকারিকের শরীরে মিলেছিল সংক্রমণ‌ । ফলে নিরাপদ নয় নবান্ন । মন্ত্রী, সচিব, আমলা, সাংবাদিকদের পাশাপাশি বহু বহিরাগত বিভিন্ন কাজ নিয়ে নবান্নে প্রবেশ করেন । এর ফলে সংক্রমণের ঝুঁকি থেকেই যায়।

যদিও বর্তমানে বেশ আঁটসাটো নিরাপত্তা বেষ্টনী । খুব প্রয়োজন ছাড়া বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে । জানা গেছে, ইতিমধ্যেই বেশ কিছু পরিবর্তন ঘটানো হয়েছে । নবান্নের দুটো VIP লিফটে মুখ্যমন্ত্রী, মন্ত্রীরা ছাড়া অন্য কেউ উঠতে পারবেন না । সচিবদের জন্য থাকছে পৃথক লিফট ‌। এমনকী পাশে নবনির্মিত "উপান্ন" ভবনেও কিছুদিন মুখ্যমন্ত্রী বসতে পারেন বলেই সূত্রের খবর

কলকাতা, 13 অগাস্ট : আবারও দু’দিন বন্ধ থাকছে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্ন । জীবাণুমুক্ত করার কারণে আজ ও আগামীকাল 14 তলা বিল্ডিং সম্পূর্ণ বন্ধ থাকবে । এর আগেও জীবাণুমুক্ত করার জন্য একই রকম ভাবে দফায় দফায় বন্ধ ছিল নবান্ন । মুখ্যমন্ত্রী, মন্ত্রী, সচিব ও আমলাদের সুরক্ষার জন্য ঘন ঘন স‍্যানিটাইজ় করার উদ্যোগ নিয়ে চলেছে রাজ্য প্রশাসন ।

রাজ্যে যেভাবে সংক্রমণ বেড়ে চলেছে তাতে সুরক্ষিত নয় নবান্নও । বেশ কয়েকদিন আগে বিক্ষিপ্তভাবে নবান্নতেও মিলেছিল সংক্রমণ । আমলাদের গাড়ির চালক, সাফাই কর্মীসহ কয়েকজনের শরীরে সংক্রমণ মেলায় তৈরি হয়েছিল আতঙ্ক । এরপর নবান্নে ঢালাও কোভিড টেস্ট হয় । তৈরি করা হয় আরও সুরক্ষা বলয় ।

প্রসঙ্গত, রাজ্যে প্রথম কোরোনায় আক্রান্ত হয়েছিল নবান্নের এক আমলার ছেলে । তারপর থেকে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছিল । কিছুদিন আগেও এক মহিলা আধিকারিকের শরীরে মিলেছিল সংক্রমণ‌ । ফলে নিরাপদ নয় নবান্ন । মন্ত্রী, সচিব, আমলা, সাংবাদিকদের পাশাপাশি বহু বহিরাগত বিভিন্ন কাজ নিয়ে নবান্নে প্রবেশ করেন । এর ফলে সংক্রমণের ঝুঁকি থেকেই যায়।

যদিও বর্তমানে বেশ আঁটসাটো নিরাপত্তা বেষ্টনী । খুব প্রয়োজন ছাড়া বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে । জানা গেছে, ইতিমধ্যেই বেশ কিছু পরিবর্তন ঘটানো হয়েছে । নবান্নের দুটো VIP লিফটে মুখ্যমন্ত্রী, মন্ত্রীরা ছাড়া অন্য কেউ উঠতে পারবেন না । সচিবদের জন্য থাকছে পৃথক লিফট ‌। এমনকী পাশে নবনির্মিত "উপান্ন" ভবনেও কিছুদিন মুখ্যমন্ত্রী বসতে পারেন বলেই সূত্রের খবর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.