ETV Bharat / state

Kolkata Municipal Corporation: বিপদের মুখে পলতা জল প্রকল্প, চলছে গঙ্গার পাড় বাঁধাইয়ের কাজ - চলছে গঙ্গার পাড় বাঁধাইয়ের কাজ

ধীরে ধীরে গঙ্গার গ্রাসে তলিয়ে যাচ্ছে পলতার গঙ্গা পাড়ের জমি ৷ তার জেরেই বিপদের মুখে পলতা জল প্রকল্প । 6000 মেট্রিকটন লোহা দিয়ে পাড় বাঁধাইয়ের কাজ শুরু করেছে পলতা জল প্রকল্প ৷

Kolkata Municipal Corporation
চলছে গঙ্গার পাড় বাঁধাইয়ের কাজ
author img

By

Published : Apr 1, 2023, 11:10 PM IST

কলকাতা, 1 এপ্রিল: গঙ্গার গ্রাসে তলিয়ে যাচ্ছে পলতার গঙ্গা পাড়ের জমি । তার জেরেই বিপদের মুখে পড়েছিল পলতা জল প্রকল্প । বিপর্যয় ঠেকাতে পলতা ইন্দিরা গান্ধি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট লাগোয়া প্রায় দু'কিলোমিটার এলাকা পাড় বাঁধাইয়ের কাজ করছে কলকাতা পৌরনিগম । এই পরিশোধন কেন্দ্রের জলই টালা ট্যাঙ্কের মাধ্যমে কলকাতার বিস্তীর্ণ এলাকায় যায় । এই প্রকল্পে 120 কোটি টাকা বরাদ্দ হয়েছে ৷

ব্রিটিশ আমলে তৈরি পানীয় জল পরিশোধন কেন্দ্র পলতা ইন্দিরা গান্ধি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট গঙ্গার পাড়ে অবস্থিত । তবে বেশ কিছু বছর ধরেই গঙ্গা গিলছে সেই এলাকার পাড়ের জমি । বিপদ প্রায় সম্মুখে এসেছে ৷ ক্ষতি এড়াতে পাড় বাঁধানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কলকাতা পৌরনিগম সূত্রে খবর, পাড় বাঁধানোর এই বিপুল খরচ দিচ্ছে রাজ্য সরকার । ইতিমধ্যে কাজও শুরু হয়ে গিয়েছে । কাজ শেষ হতে সময় লাগবে প্রায় 1 বছর ৷ 2 কিলোমিটার দীর্ঘ গঙ্গা পাড় বাঁধাতে লোহা ও বিশেষ মানের শিট মিশিয়ে গঙ্গার পাড় বাঁধানোর কাজ হচ্ছে । এই ক্ষেত্রে সিমেন্টের ব্যবহার করা হচ্ছে না । সবটাই লোহার বিম আর পাতের কাজ । কমবেশি ছ'হাজার মেট্রিক টন লোহার পাত ব্যবহার করা হচ্ছে এই কর্মকাণ্ডে । ফেলা হচ্ছে বোল্ডারও । তার উপর জল দিয়ে বাঁধাই হচ্ছে গঙ্গার পাড় ।


এক আধিকারিকের কথায়, নদীতে জোয়ার-ভাটার জল ঢোকা ও বেরনো বিষয়টি মাথায় রেখেই পাড় বাঁধাইয়ের কাজ হচ্ছে । যাতে গঙ্গার পাড় মজবুত এবং পলি জমতে পারে সেই দিকে নজর দিতেই বিশেষভাবে বাঁধানো হচ্ছে ইন্দিরা গান্ধি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সংলগ্ন গঙ্গার পাড় । এছড়াও জোয়ার-ভাটার সময় জল যাতে আসতে সেই দিকেও নজর দেওয়া হচ্ছে ৷ আপাতত আগামী 50 বছর ইন্দিরা গান্ধি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সংলগ্ন গঙ্গার পাড়ে ভাঙন দেখা দেবে না বলেই ওই আধিকারিক উল্লেখ করেছেন । তিনি আরও উল্লেখ করেন, এই গঙ্গা পাড় বাঁধাইয়ের জন্য কোনও টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার ৷ তাই বড় বিপর্যয় ঠেকাতে রাজ্যে সরকার 120 কোটি টাকা খরচ করে এই কাজ করছে ৷ এই কাজের জন্য 6000 মেট্রিক টন লোহার পাত লাগছে ।

আরও পড়ুন: জাতীয় সড়ক থেকে তিস্তায় পড়ল সেনার ট্রাক, নিখোঁজ চালক

উল্লেখ্য, সম্প্রতি টালা ট্যাঙ্কের সংস্কার কাজ শেষ হয়েছে । সেই কাজও বিশেষভাবে অর্ডার দিয়ে তৈরি ইস্পাত অনিয়ে করা । বিশেষ অতিবেগুনি রশ্মি প্রতিরোধক রঙ ব্যবহার হয়েছে । আপাতত 100 বছর ওই ট্যাঙ্ক সুরক্ষিত ৷

কলকাতা, 1 এপ্রিল: গঙ্গার গ্রাসে তলিয়ে যাচ্ছে পলতার গঙ্গা পাড়ের জমি । তার জেরেই বিপদের মুখে পড়েছিল পলতা জল প্রকল্প । বিপর্যয় ঠেকাতে পলতা ইন্দিরা গান্ধি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট লাগোয়া প্রায় দু'কিলোমিটার এলাকা পাড় বাঁধাইয়ের কাজ করছে কলকাতা পৌরনিগম । এই পরিশোধন কেন্দ্রের জলই টালা ট্যাঙ্কের মাধ্যমে কলকাতার বিস্তীর্ণ এলাকায় যায় । এই প্রকল্পে 120 কোটি টাকা বরাদ্দ হয়েছে ৷

ব্রিটিশ আমলে তৈরি পানীয় জল পরিশোধন কেন্দ্র পলতা ইন্দিরা গান্ধি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট গঙ্গার পাড়ে অবস্থিত । তবে বেশ কিছু বছর ধরেই গঙ্গা গিলছে সেই এলাকার পাড়ের জমি । বিপদ প্রায় সম্মুখে এসেছে ৷ ক্ষতি এড়াতে পাড় বাঁধানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কলকাতা পৌরনিগম সূত্রে খবর, পাড় বাঁধানোর এই বিপুল খরচ দিচ্ছে রাজ্য সরকার । ইতিমধ্যে কাজও শুরু হয়ে গিয়েছে । কাজ শেষ হতে সময় লাগবে প্রায় 1 বছর ৷ 2 কিলোমিটার দীর্ঘ গঙ্গা পাড় বাঁধাতে লোহা ও বিশেষ মানের শিট মিশিয়ে গঙ্গার পাড় বাঁধানোর কাজ হচ্ছে । এই ক্ষেত্রে সিমেন্টের ব্যবহার করা হচ্ছে না । সবটাই লোহার বিম আর পাতের কাজ । কমবেশি ছ'হাজার মেট্রিক টন লোহার পাত ব্যবহার করা হচ্ছে এই কর্মকাণ্ডে । ফেলা হচ্ছে বোল্ডারও । তার উপর জল দিয়ে বাঁধাই হচ্ছে গঙ্গার পাড় ।


এক আধিকারিকের কথায়, নদীতে জোয়ার-ভাটার জল ঢোকা ও বেরনো বিষয়টি মাথায় রেখেই পাড় বাঁধাইয়ের কাজ হচ্ছে । যাতে গঙ্গার পাড় মজবুত এবং পলি জমতে পারে সেই দিকে নজর দিতেই বিশেষভাবে বাঁধানো হচ্ছে ইন্দিরা গান্ধি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সংলগ্ন গঙ্গার পাড় । এছড়াও জোয়ার-ভাটার সময় জল যাতে আসতে সেই দিকেও নজর দেওয়া হচ্ছে ৷ আপাতত আগামী 50 বছর ইন্দিরা গান্ধি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সংলগ্ন গঙ্গার পাড়ে ভাঙন দেখা দেবে না বলেই ওই আধিকারিক উল্লেখ করেছেন । তিনি আরও উল্লেখ করেন, এই গঙ্গা পাড় বাঁধাইয়ের জন্য কোনও টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার ৷ তাই বড় বিপর্যয় ঠেকাতে রাজ্যে সরকার 120 কোটি টাকা খরচ করে এই কাজ করছে ৷ এই কাজের জন্য 6000 মেট্রিক টন লোহার পাত লাগছে ।

আরও পড়ুন: জাতীয় সড়ক থেকে তিস্তায় পড়ল সেনার ট্রাক, নিখোঁজ চালক

উল্লেখ্য, সম্প্রতি টালা ট্যাঙ্কের সংস্কার কাজ শেষ হয়েছে । সেই কাজও বিশেষভাবে অর্ডার দিয়ে তৈরি ইস্পাত অনিয়ে করা । বিশেষ অতিবেগুনি রশ্মি প্রতিরোধক রঙ ব্যবহার হয়েছে । আপাতত 100 বছর ওই ট্যাঙ্ক সুরক্ষিত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.