কলকাতা, 28 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই চলছে সিসিটিভি বসানোর প্রক্রিয়া। কার্যকরী দিক থেকে সেই প্রক্রিয়া এখনও দেখা না-গেলেও কাগজে-কলমে তা অনেক দূর এগিয়েছে বলেই দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তবে শুধুই সিসিটিভি নয়, এবার আরও বড় পদক্ষেপ নিতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মাদক নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে কেউ ঢুকলেই এবার ধরা পড়বে প্রবেশ দ্বারে। এমন যন্ত্রই বসানোর পরিকল্পনা নিচ্ছেন যাদবপুরের নয়া অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে বর্তমানে একাধিক অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ভিতরে মাদক সেবনের অভিযোগ বারে বারে ফিরে আসছে। এমনকী সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েটি থেকে একাধিক মদের বোতল উদ্ধার হয়েছে। তাহলে কোথায় নিরাপত্তা, সেই প্রশ্নই বারবার উঠছে। তবে এবার নয়া সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বুদ্ধদেব সাউ।
সোমবার বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় তিনি বলেন, "দেশে নারকোটিক্স আইন আছে। সেই আইনের মধ্যে থেকেই আমরা যা ব্যবস্থা করার করব। যে প্রযুক্তি ব্যবহার করা যায়, তা করা হবে।" তবে কি এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব গেটে নারকটিক ডিটেক্টর ও অ্যালকোহল ডিটেক্টর বসানোর চিন্ত ভাবনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ? অন্তত বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের বক্তব্য সেই জল্পনাই উসকে দিয়েছে ৷
আরও পড়ুন: পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলায় সব ফুটেজ দেখবেন বিচারপতি, শনিবার দিন ধার্য করলেন
ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 26টি সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ও হস্টেলের গেটগুলিতে মূলত ক্যামেরা বসানোর পরিকল্পনা করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহিরাগতরা যাতে প্রবেশ করতে না পারে, তার জন্য এক্স সার্ভিসম্যানদের মোতায়ন করা হচ্ছে। প্রত্যেকটি গেটে এবং হস্টেলের গেট গুলিতে এক্স সার্ভিসম্যান মোতায়ন করা হবে। প্রায় 30 জন এক্স সার্ভিসম্যান এক্ষেত্রে নিয়োগ করা হয়েছে। এক্ষেত্রে প্রতিটি শিফটে কাজ করবেন 15 জন করে ৷ এছাড়াও দু'জন থাকবে সুপারভাইজার এমনই জানিয়েছে কর্তৃপক্ষ।