ETV Bharat / state

বাণিজ্য সম্মেলনে লগ্নির শ্বেতপত্র জমা করেনি রাজ্য, টুইটারে দাবি রাজ্যপালের - West bengal governor jagdip dhankar tweeted on Bengal Global Business Summit issue

কিছুদিন আগেই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আর্থিক লগ্নি নিয়ে রাজ্যের কাছে শ্বেতপত্র চেয়ে পাঠিয়েছিলেন রাজ্যপাল ৷ এবার তিনি দাবি করলেন, রাজ্য সরকারের তরফে কোনও শ্বেতপত্র জমা করা হয়নি ৷ আজ এই সংক্রান্ত জোড়া টুইট করেন রাজ্যপাল ৷

West bengal governor jagdip dhankar tweeted on Bengal Global Business Summit issue
বাণিজ্য সম্মেলনের লগ্নির শ্বেতপত্র জমা করেনি রাজ্য, জোড়া টুইট রাজ্যপালের
author img

By

Published : Aug 31, 2020, 4:14 PM IST

কলকাতা, 31 অগাস্ট : অব্যাহত রাজ্য-রাজ্যপাল সংঘাত ৷ কিছুদিন আগেই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আর্থিক লগ্নি নিয়ে রাজ্যের কাছে শ্বেতপত্র চেয়ে পাঠিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এবার তিনি দাবি করলেন, তাঁর উত্তর পাননি তিনি ৷ রাজ্য সরকারের তরফে কোনও শ্বেতপত্র জমা করা হয়নি ৷ তাই আজ ফের একবার তিনি রাজ্যের কাছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আর্থিক লগ্নির শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে জোড়া টুইট করেন ৷

আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে টুইটারে ক্ষোভ উগরে দেন তিনি ৷ প্রথম টুইটে তিনি লেখেন, "বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন নিয়ে মুখ্যমন্ত্রীর নীরবতা অনেক কিছু বলে দিচ্ছে ৷ মুখ্যমন্ত্রী বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে 12.30 লাখ কোটি টাকার বিনিয়োগের যে সাফল্য দাবি করেছিলেন, সেবিষয়ে বিস্তারিত তথ্য তিনি কেন দিচ্ছেন না ? দেওয়ার মতো কি কিছুই নেই ? "

এর মিনিট দশেক পর আরও একটি টুইটে রাজ্যপাল লেখেন, "অর্থহীনভাবে কোটি কোটি টাকা ব্যয়ের জন্য মুখ্যমন্ত্রীর জবাবদিহি অবশ্যই করা উচিত ৷ পক্ষপাতিত্ব ও পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে তদন্তের হওয়া উচিত ৷ আমার সবথেকে বড় ভয় - স্বপ্নের বাণিজ্য সম্মেলন ! না কি শুধুমাত্র জনসাধারণকে দেখানোর জন্য ! মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার অপেক্ষায় ! "

  • Surely there should be accountability of spending crores on ‘futile’ extravaganza @MamataOfficial

    Corruption by way of favoritism and patronage calls for probe.

    My worst fear- was it ‘dream merchant’ affair ! Just a PR exercise ! Awaiting CM response ! (2/2)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কয়েকদিন আগেই বাংলায় কোরোনা মোকাবিলায় জিনিসপত্র কেনার ক্ষেত্রে আর্থিক দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি ৷ তারপর বিগত পাঁচবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের লগ্নি হওয়া টাকার শ্বেতপত্র চেয়ে পাঠান ৷ এই সংক্রান্ত একটি টুইট করেন রাজ্যপাল ৷ টুইটারে তিনি লিখেছিলেন, "বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে এখনও পর্যন্ত প্রস্তাবিত লগ্নির পরিমাণ 12.3 লাখ কোটি টাকারও বেশি । এবার শ্বেতপত্র প্রকাশ করে তার বিস্তারিত জানান । কোন কোন সংস্থা বা উদ্যোগপতি লগ্নি করেছেন বা করছেন, তাঁদের নাম জানান । "

  • WORRISOME (ELOQUENT) SILENCE of otherwise vocal FM @MamataOfficial on details of Bengal Global Business Summit speaks volumes.

    Baffling- Why not give details of claimed ‘resounding success’ investment of over Rs 12.30 lac crores investment!

    Is there nothing to showcase ! (1/2)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 31 অগাস্ট : অব্যাহত রাজ্য-রাজ্যপাল সংঘাত ৷ কিছুদিন আগেই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আর্থিক লগ্নি নিয়ে রাজ্যের কাছে শ্বেতপত্র চেয়ে পাঠিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এবার তিনি দাবি করলেন, তাঁর উত্তর পাননি তিনি ৷ রাজ্য সরকারের তরফে কোনও শ্বেতপত্র জমা করা হয়নি ৷ তাই আজ ফের একবার তিনি রাজ্যের কাছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আর্থিক লগ্নির শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে জোড়া টুইট করেন ৷

আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে টুইটারে ক্ষোভ উগরে দেন তিনি ৷ প্রথম টুইটে তিনি লেখেন, "বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন নিয়ে মুখ্যমন্ত্রীর নীরবতা অনেক কিছু বলে দিচ্ছে ৷ মুখ্যমন্ত্রী বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে 12.30 লাখ কোটি টাকার বিনিয়োগের যে সাফল্য দাবি করেছিলেন, সেবিষয়ে বিস্তারিত তথ্য তিনি কেন দিচ্ছেন না ? দেওয়ার মতো কি কিছুই নেই ? "

এর মিনিট দশেক পর আরও একটি টুইটে রাজ্যপাল লেখেন, "অর্থহীনভাবে কোটি কোটি টাকা ব্যয়ের জন্য মুখ্যমন্ত্রীর জবাবদিহি অবশ্যই করা উচিত ৷ পক্ষপাতিত্ব ও পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে তদন্তের হওয়া উচিত ৷ আমার সবথেকে বড় ভয় - স্বপ্নের বাণিজ্য সম্মেলন ! না কি শুধুমাত্র জনসাধারণকে দেখানোর জন্য ! মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার অপেক্ষায় ! "

  • Surely there should be accountability of spending crores on ‘futile’ extravaganza @MamataOfficial

    Corruption by way of favoritism and patronage calls for probe.

    My worst fear- was it ‘dream merchant’ affair ! Just a PR exercise ! Awaiting CM response ! (2/2)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কয়েকদিন আগেই বাংলায় কোরোনা মোকাবিলায় জিনিসপত্র কেনার ক্ষেত্রে আর্থিক দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি ৷ তারপর বিগত পাঁচবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের লগ্নি হওয়া টাকার শ্বেতপত্র চেয়ে পাঠান ৷ এই সংক্রান্ত একটি টুইট করেন রাজ্যপাল ৷ টুইটারে তিনি লিখেছিলেন, "বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে এখনও পর্যন্ত প্রস্তাবিত লগ্নির পরিমাণ 12.3 লাখ কোটি টাকারও বেশি । এবার শ্বেতপত্র প্রকাশ করে তার বিস্তারিত জানান । কোন কোন সংস্থা বা উদ্যোগপতি লগ্নি করেছেন বা করছেন, তাঁদের নাম জানান । "

  • WORRISOME (ELOQUENT) SILENCE of otherwise vocal FM @MamataOfficial on details of Bengal Global Business Summit speaks volumes.

    Baffling- Why not give details of claimed ‘resounding success’ investment of over Rs 12.30 lac crores investment!

    Is there nothing to showcase ! (1/2)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.