কলকাতা, 5 অক্টোবর : তৃণমূল কংগ্রেসের বিস্তার কর্মসূচিতে অসম, ত্রিপুরা, গোয়ার পাশাপাশি মেঘালয় (Meghalaya) নিয়েও কয়েক ধাপ এগিয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস । প্রস্তুতি পর্ব বেশ ভালোই এগোচ্ছিল । কলকাতায় এসে কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে বৈঠক করে যান মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা । এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে ঠিক ছিল, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন মুকুল ও কংগ্রেসের (Congress) আরও 13 জন নেতা । কিন্তু সোমবার কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর সেই প্রক্রিয়া বড়সড় ধাক্কা খেল বলে খবর । রাজ্য তৃণমূল কংগ্রেসের (TMC expansion) তরফে জানা যাচ্ছে, আরও কিছুটা সময় চেয়েছেন এই প্রবীণ কংগ্রেস নেতা ।
আরও পড়ুন: BJP MLA Ashish Das : বিজেপিতে থেকে 'পাপ', 'প্রায়শ্চিত্ত' করতে ন্যাড়া হলেন ত্রিপুরার বিধায়ক
আর এর ফলেই প্রশ্ন উঠেছে, রাজনৈতিক মহলে মুকুল সাংমা এবং তাঁর অনুগামীদের যে তৃণমূলে যোগ দেওয়ার একটা জল্পনা তৈরি হয়েছিল, তা কি সমূলে বিনাশ হল ? এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবেব সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সংগঠন বিস্তার করা । দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজে পুরো বিষয়টি দেখছেন । বিভিন্ন রাজ্য থেকে অনেক নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাইছেন । কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুন: Anubrata Mondal : "বিশ্বভারতীতে মাদকাসক্তি বাড়ছে, রবীন্দ্রনাথ থাকলে আত্মহত্যা করতেন"
তবে তিনি এটাও স্বীকার করে নিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লক্ষ্য, মেঘালয়, মণিপুর, অসম ও ত্রিপুরার মতো উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সংগঠনকে মজবুত করা ৷ আর সেই পথেই দল এগোচ্ছে ।
আরও পড়ুন: Schools Re-opening: পুজোর পর স্কুল খুলতে তৎপর রাজ্য, মেরামতিতে বরাদ্দ ₹100 কোটি