ETV Bharat / state

Separate Statehood : বিজেপি সাংসদদের বিরুদ্ধে থানায় তৃণমূল ছাত্র পরিষদ - সৌমিত্র খাঁ

আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য অথবা কেন্দ্রশাসিত রাজ্য করার দাবি করেছেন ৷ অন্যদিকে বিষ্ণপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-ও জঙ্গলমহলের জন্য এই একই দাবি করেছেন ৷

সৌমিত্র খাঁ এবং জন বারলা
সৌমিত্র খাঁ এবং জন বারলা
author img

By

Published : Jun 23, 2021, 7:57 AM IST

কলকাতা ও আলিপুরদুয়ার, 23 জুন : মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে বিজেপি সাংসদ জন বারলা এবং সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এই দুই সাংসদের উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলকে আলাদা রাজ্য করার দাবিকে কেন্দ্র করে এই অভিযোগ দায়ের করে তৃণমূল ছাত্র পরিষদ ৷

তৃণমূল ছাত্র পরিষদের আশুতোষ কলেজ ইউনিটের পক্ষ থেকে মঙ্গলবার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ এই নিয়ে বিজেপি সাংসদদের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ দায়ের করা হল ৷

এর আগে আলিপুরদুয়ারের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসেনজিৎ কর এই একই কারণে বিজেপি সাংসদ জন বারলা এবং সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ৷

প্রসঙ্গত, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য অথবা কেন্দ্রশাসিত রাজ্য করার দাবি করেছেন ৷ অন্যদিকে বিষ্ণপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-ও জঙ্গলমহলের জন্য এই একই দাবি করেছেন ৷

কোচবিহারে এক দলীয় বৈঠকে জন বারলা বলেন, "আমি উত্তরবঙ্গকে একটি আলাদা রাজ্য হিসাবে দেখতে চাই ৷ এই বিষয়ে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন করব ৷ সবাই আক্রান্ত হচ্ছে ৷ মানুষ কোথায় যাবে?"

অন্যদিকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে গঠিত রাঢ় অঞ্চলসহ হুগলির কিছু অংশকে আলাদা রাজ্য করার দাবি জানিয়েছেন ৷

সৌমিত্র খাঁ বলেন, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বহিরাগত বলতে পারেন, তাহলে জঙ্গলমহলের মানুষেরা তাঁকে কেন একই কথা বলতে পারবেন না ? এত বছরে জঙ্গলমহল এবং রাঢ় অঞ্চলের বাসিন্দারা কোনও উন্নয়নই দেখেননি ৷ এই কারনেই আমরা আলাদা রাজ্যের দাবি করেছি ৷"

আরও পড়ুন : Dilip Ghosh : সাংসদদের পৃথক রাজ্যের দাবি নাকচ দিলীপের, দলের সিদ্ধান্ত মানার নির্দেশ

এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "বিজেপি সাংসদদের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ কেউই বাংলাকে ভাগ করার দাবি করেননি ৷ স্বাধীনতার পর থেকে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের প্রতি অবহেলা এবং বঞ্চনার যে সাক্ষী মানুষ থেকেছেন, তার প্রেক্ষিতে সাংসদরা শুধুমাত্র তাঁদের উদ্বেগ প্রকাশ করেছেন ৷ এই অঞ্চলগুলির জনপ্রতিনিধি হওয়ায় , তাঁদের বক্তব্যের মধ্যে দিয়ে জনগণের ক্ষোভ প্রকাশিত হয়েছে ৷"

কলকাতা ও আলিপুরদুয়ার, 23 জুন : মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে বিজেপি সাংসদ জন বারলা এবং সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এই দুই সাংসদের উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলকে আলাদা রাজ্য করার দাবিকে কেন্দ্র করে এই অভিযোগ দায়ের করে তৃণমূল ছাত্র পরিষদ ৷

তৃণমূল ছাত্র পরিষদের আশুতোষ কলেজ ইউনিটের পক্ষ থেকে মঙ্গলবার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ এই নিয়ে বিজেপি সাংসদদের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ দায়ের করা হল ৷

এর আগে আলিপুরদুয়ারের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসেনজিৎ কর এই একই কারণে বিজেপি সাংসদ জন বারলা এবং সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ৷

প্রসঙ্গত, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য অথবা কেন্দ্রশাসিত রাজ্য করার দাবি করেছেন ৷ অন্যদিকে বিষ্ণপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-ও জঙ্গলমহলের জন্য এই একই দাবি করেছেন ৷

কোচবিহারে এক দলীয় বৈঠকে জন বারলা বলেন, "আমি উত্তরবঙ্গকে একটি আলাদা রাজ্য হিসাবে দেখতে চাই ৷ এই বিষয়ে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন করব ৷ সবাই আক্রান্ত হচ্ছে ৷ মানুষ কোথায় যাবে?"

অন্যদিকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে গঠিত রাঢ় অঞ্চলসহ হুগলির কিছু অংশকে আলাদা রাজ্য করার দাবি জানিয়েছেন ৷

সৌমিত্র খাঁ বলেন, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বহিরাগত বলতে পারেন, তাহলে জঙ্গলমহলের মানুষেরা তাঁকে কেন একই কথা বলতে পারবেন না ? এত বছরে জঙ্গলমহল এবং রাঢ় অঞ্চলের বাসিন্দারা কোনও উন্নয়নই দেখেননি ৷ এই কারনেই আমরা আলাদা রাজ্যের দাবি করেছি ৷"

আরও পড়ুন : Dilip Ghosh : সাংসদদের পৃথক রাজ্যের দাবি নাকচ দিলীপের, দলের সিদ্ধান্ত মানার নির্দেশ

এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "বিজেপি সাংসদদের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ কেউই বাংলাকে ভাগ করার দাবি করেননি ৷ স্বাধীনতার পর থেকে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের প্রতি অবহেলা এবং বঞ্চনার যে সাক্ষী মানুষ থেকেছেন, তার প্রেক্ষিতে সাংসদরা শুধুমাত্র তাঁদের উদ্বেগ প্রকাশ করেছেন ৷ এই অঞ্চলগুলির জনপ্রতিনিধি হওয়ায় , তাঁদের বক্তব্যের মধ্যে দিয়ে জনগণের ক্ষোভ প্রকাশিত হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.