ETV Bharat / state

TMC Workers agitation: 'লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নষ্ট হয়ে যাচ্ছে গ্যাসের দাম বৃদ্ধিতে', প্রতিবাদ তৃণমূল কর্মীদের - undefined

একুশে জুলাই সমাবেশে যোগ দিতে এসে জ্বালানির মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন মহিলা তৃণমূল কর্মী-সমর্থকরা (TMC workers protest against price hike ) ।

21 july
জ্বালানির মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ
author img

By

Published : Jul 21, 2022, 2:13 PM IST

Updated : Jul 21, 2022, 3:06 PM IST

কলকাতা, 21 জুলাই: দলীয় সমাবেশে যোগ দিতে এসে জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন তৃণমূলের মহিলা কর্মীরা । নদিয়ার শান্তিপুর থেকে সকালে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছন তাঁরা । তারপরেই স্টেশন চত্বরের বাইরে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে পড়েন (TMC supporters protested outside Sealdah Railway Station) ৷ তাতে লেখা ছিল ঠিক কীভাবে গ্যাসের দাম বেড়েছে ৷ পাশাপাশি এই কারণে কী ধরনের সমস্যা হচ্ছে সে কথাও তুলে ধরা হয় ৷ তাছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কীভাবে মহিলাদের কাজে লাগছে সেকথাও তুলে ধরা হয় প্ল্যাকার্ডে ৷

কর্মী-সমর্থকদের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের হাত খরচের টাকা দিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন । কিন্তু সেই টাকার সবটাই খরচ হয়ে যাচ্ছে গ্যাস কিনতে।

জ্বালানির মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ

আরও পড়ুন: তৃণমূল কর্মীদের জন্য ভুরিভোজের ব্যবস্থা সাঁতরাগাছিতে

তাঁদের আরও দাবি বিজেপি সরকার মহিলাদের সুবিধার জন্য কোনও প্রকল্প চালু করেনি। অথচ, মুখ্যমন্ত্রী যে সুযোগ সুবিধা পাইয়ে দিচ্ছিলেন সেটা ধ্বংস করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি । তাঁরা চান আগামীতে রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলান ৷ শুধু রাজ্য নয়, গোটা দেশের মহিলাদের প্রতিনিধিত্ব করুন তিনি। মহিলাদের স্বাবলম্বী করতে লক্ষীর ভাণ্ডারের মতো একাধিক জনমুখী প্রকল্প চালু করুন ।

কলকাতা, 21 জুলাই: দলীয় সমাবেশে যোগ দিতে এসে জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন তৃণমূলের মহিলা কর্মীরা । নদিয়ার শান্তিপুর থেকে সকালে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছন তাঁরা । তারপরেই স্টেশন চত্বরের বাইরে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে পড়েন (TMC supporters protested outside Sealdah Railway Station) ৷ তাতে লেখা ছিল ঠিক কীভাবে গ্যাসের দাম বেড়েছে ৷ পাশাপাশি এই কারণে কী ধরনের সমস্যা হচ্ছে সে কথাও তুলে ধরা হয় ৷ তাছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কীভাবে মহিলাদের কাজে লাগছে সেকথাও তুলে ধরা হয় প্ল্যাকার্ডে ৷

কর্মী-সমর্থকদের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের হাত খরচের টাকা দিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন । কিন্তু সেই টাকার সবটাই খরচ হয়ে যাচ্ছে গ্যাস কিনতে।

জ্বালানির মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ

আরও পড়ুন: তৃণমূল কর্মীদের জন্য ভুরিভোজের ব্যবস্থা সাঁতরাগাছিতে

তাঁদের আরও দাবি বিজেপি সরকার মহিলাদের সুবিধার জন্য কোনও প্রকল্প চালু করেনি। অথচ, মুখ্যমন্ত্রী যে সুযোগ সুবিধা পাইয়ে দিচ্ছিলেন সেটা ধ্বংস করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি । তাঁরা চান আগামীতে রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলান ৷ শুধু রাজ্য নয়, গোটা দেশের মহিলাদের প্রতিনিধিত্ব করুন তিনি। মহিলাদের স্বাবলম্বী করতে লক্ষীর ভাণ্ডারের মতো একাধিক জনমুখী প্রকল্প চালু করুন ।

Last Updated : Jul 21, 2022, 3:06 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.