কলকাতা, 3 মে: কেন্দ্রীয় বঞ্চনা, বিরোধীদের অপপ্রচার এবং কুৎসার বিরুদ্ধে প্রতিবাদে সামিল তৃণমূল মহিলা কংগ্রেস ৷ বুধবার সকাল 10 টা থেকে টানা 32 ঘণ্টার কর্মসূচি শুরু হয়েছে ৷ উত্তরবঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ কর্মসূচি চলছে ৷ এর মধ্যে প্রশাসনিক কাজে বুধবার মালদা যাচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিও উত্তাল ৷ একের পর এক ঘটনায় বিরোধীদের তোপের মুখে পড়তে হচ্ছে তৃণমূলকে ৷ এই অবস্থায় মাঠে নামলেন দলের মহিলা সদস্যরাও ৷
আজ কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে সকাল 10টা থেকে অবস্থান মঞ্চে দেখা গেল রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিল্পমন্ত্রী শশী পাঁজা, লোকসভা সাংসদ মালা রায়, লোকসভা সাংসদ অপরূপা পোদ্দার, বিধান নগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী-সহ রাজ্যের প্রথম সারির নেত্রীদের। কর্মসূচি প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধেই এই কর্মসূচি। রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা, অপপ্রচার চলছে ৷ তার প্রতিবাদেও সামিল হয়েছেন দলের নেত্রীরা ৷ কেন্দ্রীয় সরকারের থেকে 100 দিনের কাজের টাকা, আবাস যোজনা-সহ বিভিন্ন খাতে টাকা বকেয়া রয়েছে ৷ এ নিয়ে প্রতিটি জনসভায় সরব হয়েছেন অভিষেক, বারবার বলছেন মুখ্যমন্ত্রীও ৷ সেই দাবিতেই লাগাতার 32 ঘণ্টা অবস্থান কর্মসূচি ৷
মন্ত্রী শশী পাঁজা জানালেন, বিজেপি সরকার রাজ্যের বিরুদ্ধে একটা অর্থনৈতিক অবরোধ তৈরি করেছে ৷ বাংলার প্রাপ্য অর্থ দিচ্ছে না ৷ গরিব-সাধারণ মানুষ 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না ৷ সাধারণ মানুষকে আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে না ৷ এই দাবিতেই মার্চের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আম্বেদকরের মূর্তির পাদদেশে ধরনা করেছেন ৷ কিন্তু এত কিছু সত্ত্বেও নীরব কেন্দ্রীয় সরকার ৷ প্রসঙ্গত, এদিন গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিতে দলীয় মহিলা কর্মীদের হাতে লেখা প্ল্যাকার্ডে দেখা গেল, '100 দিনের কাজের টাকা দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে' ৷ আবার লেখা, 'ইডি, সিবিআই-এর জমিদারি চলছে' ৷
আরও পড়ুন: হেলিকপ্টার নয়, সরাইঘাট এক্সপ্রেসে মালদা সফরে মমতা; সঙ্গী আধিকারিকরাও