ETV Bharat / state

65-র বেশি বয়স্কদের পোস্টাল ব্যালটের বিরোধিতা, কমিশনে চিঠি তৃণমূলের - নির্বাচন কমিশন

তৃণমূলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সি চিঠিতে লিখেছেন, এই নতুন নিয়ম বিধিবহির্ভূত ও অসাংবিধানিক ।

TMC
ফাইল ছবি
author img

By

Published : Jul 6, 2020, 9:46 PM IST

কলকাতা, 6 জুলাই : 65 বছর বা তার বেশি বয়সি মানুষদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান প্রক্রিয়ায় বিরোধিতা করে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাল তৃণমূল ।

কোরোনা পরিস্থিতির জন্য নির্বাচন প্রক্রিয়ায় কিছুক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে । অনেক পুরোনো নিয়ম বদলে এসেছে নতুন নিয়ম । সেখানে বলা হয়েছে 65 বছর বা তার বেশি বয়সের মানুষদের জন্য চালু হবে পোস্টাল ব্যালট । বিহারের বিধানসভা নির্বাচন থেকেই শুরু হচ্ছে এই নিয়ম । তবে এই নিয়ম বাতিল করার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাল তৃণমূল কংগ্রেস । তৃণমূলের তরফে বলা হয়েছে, নতুন এই নিয়ম বিধিবহির্ভূত ও অসাংবিধানিক ।

নির্বাচন কমিশনকে পাঠানো এক চিঠিতে তৃণমূলের তরফে বলা হয়েছে, "উদ্ভুত কোরোনা পরিস্থিতির মধ্যে গতমাসে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ভারতের গণতন্ত্রের জন্য অশনিসংকেত ।"

TMC
সুব্রত বক্সির পাঠানো চিঠির প্রতিলিপি

তৃণমূলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সি চিঠিতে জানিয়েছেন, "আমরা মনে করি, 65 বছরের বেশি বয়সের মানুষদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বিধিবহির্ভূত, অসাংবিধানিক ও সর্বোপরি ভোটদানে গোপনীয়তার অধিকার, অবাধ ও শান্তিপূর্ণ ভোটের অধিকার ও স্বাস্থ্যের অধিকারের পরিপন্থী ।"

মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল আরোরাকে ওই চিঠিতে আরও বলা হয়েছে, "যে সংশোধনী আনা হয়েছে, তা প্রত্যাহার করার জন্য আমাদের দল নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছে । আশা রাখি, আগামীদিনে নির্বাচন কমিশন নিজেদের কাজে কেন্দ্রের দখলদারি বন্ধ করতে উদ্যোগী হবে ।"

প্রসঙ্গত 2019 সালের অক্টোবরে, আইন মন্ত্রক নির্বাচনীবিধিতে সংশোধন আনে । 80 বছর বা তার বেশি বয়সি মানুষদের লোকসভা ও বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয় ওই সংশোধনীতে । এরপর চলতি বছরের 19 জুন ফের একদফা পরিবর্তন আনা হয় । বলা হয়, 65 বছর বা তার বেশি বয়সি মানুষরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.