ETV Bharat / state

বরাদ্দ বঞ্চনা থেকে মূল্য বৃদ্ধি, প্রতিবাদে রাজপথে তৃণমূলের মিছিল - West Bengal

TMC to rally against BJP Government: বরাদ্দ বঞ্চনা থেকে মূল্য বৃদ্ধি- নিয়ে রাজপথে নামছে তৃণমূল ৷

ETV Bharat
রাজপথে তৃণমূল
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 3:32 PM IST

কলকাতা, 14 জানুয়ারি: বরাদ্দ বঞ্চনা নিয়ে রাজপথে তৃণমূল ৷ গত এক বছরের বেশি সময় ধরে একশো দিনের কাজের টাকা বন্ধ ৷ টাকা দেওয়া হচ্ছে না প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনাতেও ৷ এই পরিস্থিতিতে রাজপথে নামতে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল ৷

রবিবার কেন্দ্রীয় বঞ্চনা, মূল্যবৃদ্ধি এবং কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার-সহ একগুচ্ছ বিষয়ে প্রতিবাদ করতে যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করবে তৃণমূল ৷ এই মিছিলে নেতৃত্ব দেবেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ বিকেল পাঁচটায় যাদবপুরের সুকান্ত সেতু থেকে এই মিছিল শুরু হবে ৷ শেষ হবে গড়িয়াহাটে ৷

গত অক্টোবর মাসে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কখনও দিল্লিতে, কখনও কলকাতায়, কখনও রাজ্যে রাজভবনের পাশে প্রতিবাদ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ পরবর্তী সময়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের একটি দল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ৷ রাজ্যের শাসকদল তৃণমূলের কাছে এই মুহূর্তে কেন্দ্রীয় বঞ্চনাই হল সবচেয়ে বড় হাতিয়ার এবং সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু ৷ নির্বাচনের আগে সেই হাতিয়ারে শান দিতে চাইছে তৃণমূল ৷

এদিকে নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজ্যে ততই বাড়ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির তৎপরতা ৷ তৃণমূলের অভিযোগ, বেছে বেছে তৃণমূলের নেতাদের নিশানা করা হচ্ছে ৷ আর সবটাই হচ্ছে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে ৷ তৃণমূলের এই প্রতিহিংসার রাজনীতিকে সরাসরি মানুষের দরজায় নিয়ে যেতে চায় ৷ তাই এই মিছিলের মাধ্যমে সেই বিষয়গুলিকে তুলে ধরার চিন্তা করছে নিয়েছে রাজ্যের শাসক দল ৷

সবচেয়ে বড় কথা সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষকে সব থেকে বেশি ভুগতে হচ্ছে ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি নিয়ে ৷ যেভাবে প্রতিদিন নিয়ম করে জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের ৷ নির্বাচনের আগে সাধারণ মানুষের সেই অসুবিধের বিষয়টি নিয়েও প্রতিবাদ জানাতে চায় তৃণমূল ৷ তাই এদিনের এই মিছিল থেকে তৃণমূল কী বার্তা দেয়, সেটাই দেখার ৷

আরও পড়ুন:

  1. পুরুলিয়ায় সাধু নিগ্রহের ঘটনা নিয়ে সরব বিজেপি, পালটা জবাব তৃণমূলের
  2. তৃণমূল নেতার বাড়িতে অভিযানে হামলা, রেশন দুর্নীতির তদন্তে রক্তাক্ত ইডি আধিকারিকরা
  3. মমতা বন্দ্যোপাধ্যায় 'মেগালোম্যানিয়াক', মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ সুকান্তর

কলকাতা, 14 জানুয়ারি: বরাদ্দ বঞ্চনা নিয়ে রাজপথে তৃণমূল ৷ গত এক বছরের বেশি সময় ধরে একশো দিনের কাজের টাকা বন্ধ ৷ টাকা দেওয়া হচ্ছে না প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনাতেও ৷ এই পরিস্থিতিতে রাজপথে নামতে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল ৷

রবিবার কেন্দ্রীয় বঞ্চনা, মূল্যবৃদ্ধি এবং কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার-সহ একগুচ্ছ বিষয়ে প্রতিবাদ করতে যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করবে তৃণমূল ৷ এই মিছিলে নেতৃত্ব দেবেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ বিকেল পাঁচটায় যাদবপুরের সুকান্ত সেতু থেকে এই মিছিল শুরু হবে ৷ শেষ হবে গড়িয়াহাটে ৷

গত অক্টোবর মাসে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কখনও দিল্লিতে, কখনও কলকাতায়, কখনও রাজ্যে রাজভবনের পাশে প্রতিবাদ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ পরবর্তী সময়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের একটি দল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ৷ রাজ্যের শাসকদল তৃণমূলের কাছে এই মুহূর্তে কেন্দ্রীয় বঞ্চনাই হল সবচেয়ে বড় হাতিয়ার এবং সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু ৷ নির্বাচনের আগে সেই হাতিয়ারে শান দিতে চাইছে তৃণমূল ৷

এদিকে নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজ্যে ততই বাড়ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির তৎপরতা ৷ তৃণমূলের অভিযোগ, বেছে বেছে তৃণমূলের নেতাদের নিশানা করা হচ্ছে ৷ আর সবটাই হচ্ছে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে ৷ তৃণমূলের এই প্রতিহিংসার রাজনীতিকে সরাসরি মানুষের দরজায় নিয়ে যেতে চায় ৷ তাই এই মিছিলের মাধ্যমে সেই বিষয়গুলিকে তুলে ধরার চিন্তা করছে নিয়েছে রাজ্যের শাসক দল ৷

সবচেয়ে বড় কথা সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষকে সব থেকে বেশি ভুগতে হচ্ছে ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি নিয়ে ৷ যেভাবে প্রতিদিন নিয়ম করে জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের ৷ নির্বাচনের আগে সাধারণ মানুষের সেই অসুবিধের বিষয়টি নিয়েও প্রতিবাদ জানাতে চায় তৃণমূল ৷ তাই এদিনের এই মিছিল থেকে তৃণমূল কী বার্তা দেয়, সেটাই দেখার ৷

আরও পড়ুন:

  1. পুরুলিয়ায় সাধু নিগ্রহের ঘটনা নিয়ে সরব বিজেপি, পালটা জবাব তৃণমূলের
  2. তৃণমূল নেতার বাড়িতে অভিযানে হামলা, রেশন দুর্নীতির তদন্তে রক্তাক্ত ইডি আধিকারিকরা
  3. মমতা বন্দ্যোপাধ্যায় 'মেগালোম্যানিয়াক', মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ সুকান্তর

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.