কলকাতা, 31 জুলাই: অভিষেক বন্দ্যোপাধ্য়ায় আগামী 5 অগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের যে কর্মসূচি গ্রহণ করেছিলেন, তাতে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ তবে আদালতের এই নির্দেশের পরও তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী 5 অগস্ট রাজ্যের সমস্ত ব্লকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, অর্থাৎ সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত কর্মসূচি পালন করবে শাসকদল ৷ তৃণমূল বিধায়ক তাপস রায় জানিয়েছেন, বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে এই কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস ৷
অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের যে কর্মসূচির ডাক দিয়েছিলেন, তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল বিজেপি ৷ সেই মামলার শুনানিতে ওই কর্মসূচিতে স্থগিতাদেশ দিয়েছে আদালত ৷
সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এই কর্মসূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, "কেউ যদি এই ধরনের মন্তব্য করে প্রশাসন কোনও ব্যবস্থা নেবে না ? ধরুন কেউ বলল হাইকোর্ট ঘেরাও করবে । তাহলে প্রশাসন কোনও ব্যবস্থা নেবে না ?" এরপরই তিনি জানিয়ে দেন, "আগামী 5 অগস্ট কোনওরকম ঘেরাও কর্মসূচি করা যাবে না । সাধারণ মানুষের সমস্যা হয় এই ধরনের কোনও কর্মসূচি করা যাবে না ।"
হাইকোর্টের এই নির্দেশের প্রেক্ষিতে দল কী সিদ্ধান্ত নিচ্ছে, সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তৃণমূল বিধায়ক তাপস রায়কে ৷
তিনি এ দিন বলেন, "হাইকোর্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটা বলতে চাই, কারা পিটিশন করেছিলেন এটা জানার দরকার নেই ৷ সেদিনই মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি কর্মসূচি ঘোষণা করেছিলেন ৷ তারপর আমাদের তৃণমূলের সর্বোচ্চ নেত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) সেটিকে সংশোধন করেছেন ৷ আমাদের 100 দিনের টাকা-সহ অন্যান্য টাকা আটকে যে অর্থনৈতিক অবরোধ চলছে, তার প্রেক্ষিতে বাংলার প্রতিটি ব্লকে আমাদের সেই কর্মসূচি হবে ৷ কারও অসুবিধে না করে, দলীয় সংস্কৃতি ও শৃঙ্খলা মেনে আমাদের কর্মীরা বাংলার প্রতিটি ব্লকে বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে, অর্থনৈতিক অবরোধের বিরুদ্ধে আগামী 5 অগস্ট সকাল 10টা থেকে সন্ধে 6টা সেই কর্মসূচি পালন করবে ৷"
তবে, বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ে যেহেতু আদালত স্থগিতাদেশ দিয়েছে, তাই সে দিনের কর্মসূচি কীভাবে পালিত হবে, সে বিষয়টি স্পষ্ট করেননি তৃণমূল বিধায়ক ৷
আরও পড়ুন: হাইকোর্টে ধাক্কা অভিষেকের, বাতিল ‘বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও’ কর্মসূচি
উল্লেখ্য, 21 জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, রাজ্যের প্রতিটি বিজেপি নেতার বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি হবে আগামী 5 অগস্ট ৷ যদিও তাঁর বক্তব্যরে পর ওই মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ব্লকস্তরেই এই কর্মসূচি সীমাবদ্ধ রাখতে বলেন এবং বিজেপি কর্মীদের বাড়ির থেকে 100 মিটার দূরে প্রতীকী কর্মসূচি পালন করার নির্দেশ দেন ৷