ETV Bharat / state

দলত্যাগ ঠেকাতে কালীঘাটের বাড়িতে বৈঠক ডাকলেন মমতা

আগামীকাল ফের কালীঘাটের বাড়িতে বৈঠকের ডাক দিলেন মমতা ব্যানার্জি । দলত্যাগ ঠেকাতে কড়া বার্তা দিতে পারেন বলে সূত্রের খবর ।

ফাইল ফোটো
author img

By

Published : May 30, 2019, 10:34 PM IST

কলকাতা, 30 মে : ফের কালীঘাটের বাড়িতে বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামীকাল দলের কোর কমিটির বৈঠক হবে তাঁর বাড়িতে । এই বৈঠকে শীর্ষ নেতাদের পাশাপাশি জেলা সভাপতি ও পর্যবেক্ষকদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন তিনি । দলছুট ঠেকাতে আগামীকালের বৈঠক থেকে তিনি কড়া বার্তা দিতে পারেন বলে সূত্রের খবর।

নির্বচনী ফল খারাপ হওয়ার পর থেকেই তৃণমূলের অন্দরে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হয়ে গেছে । সেইমতো দলের খারাপ ফলের কারণ খুঁজতে 15 মে কালীঘাটের বাড়িতে বৈঠক করেছিলেন তৃণমূল নেত্রী । সেই বৈঠকে দলীয় নেতাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি দলত্যাগ ঠেকাতে কড়া বার্তা দিয়েছিলেন । কিন্তু, তারপরও BJP-তে যোগ দেন শুভ্রাংশু রায়, মণিরুল ইসলামরা। যোগ দেন কয়েকটি পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলর । এখনও কয়েকজনের BJP-তে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছে ।

এরই মধ্যে দলের ভাঙন রুখতে আগামীকাল 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ফের বৈঠক ডাকলেন মমতা । এই বৈঠকে নেতাদের কড়া দাওয়াই দিতে পারেন তিনি ।

কলকাতা, 30 মে : ফের কালীঘাটের বাড়িতে বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামীকাল দলের কোর কমিটির বৈঠক হবে তাঁর বাড়িতে । এই বৈঠকে শীর্ষ নেতাদের পাশাপাশি জেলা সভাপতি ও পর্যবেক্ষকদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন তিনি । দলছুট ঠেকাতে আগামীকালের বৈঠক থেকে তিনি কড়া বার্তা দিতে পারেন বলে সূত্রের খবর।

নির্বচনী ফল খারাপ হওয়ার পর থেকেই তৃণমূলের অন্দরে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হয়ে গেছে । সেইমতো দলের খারাপ ফলের কারণ খুঁজতে 15 মে কালীঘাটের বাড়িতে বৈঠক করেছিলেন তৃণমূল নেত্রী । সেই বৈঠকে দলীয় নেতাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি দলত্যাগ ঠেকাতে কড়া বার্তা দিয়েছিলেন । কিন্তু, তারপরও BJP-তে যোগ দেন শুভ্রাংশু রায়, মণিরুল ইসলামরা। যোগ দেন কয়েকটি পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলর । এখনও কয়েকজনের BJP-তে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছে ।

এরই মধ্যে দলের ভাঙন রুখতে আগামীকাল 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ফের বৈঠক ডাকলেন মমতা । এই বৈঠকে নেতাদের কড়া দাওয়াই দিতে পারেন তিনি ।

Intro:কলকাতা, ৩০ মে : লোকসভা নির্বাচনে বিপর্যের পর দলীয় নেতাদের সঙ্গে গত শনিবার কালীঘাটের বাড়িতে বৈঠক করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল আবারও কালীঘাটের বাড়িতে বৈঠক ডাকলেন তিনি । দলের কোর কমিটির বৈঠকে শীর্ষ নেতাদের পাশাপাশি জেলা সভাপতি এবং পর্যবেক্ষক দেরও উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন দলনেত্রী। রাজনৈতিক ওয়াকি বহালদের মতে, আগামীকালের বৈঠক থেকে দলছুট ঠেকাতে কড়া বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো ।


Body:নির্বাচনী ফল খারাপ হওয়ার পর থেকেই তৃণমূলের অন্দরে শুরু হয়েছে ঘুরে দাঁড়ানোর লড়াই। জানা গেছে, গত শনিবার কালীঘাটের বৈঠক থেকে দলীয় নেতাদের উদ্দেশ্যে নানান পরামর্শ দেওয়ার পাশাপাশি দল ছুট ঠেকাতে কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু তার পরেও এই কয়েকদিনে শুভ্রাংশু রায়, মনিরুল ইসলাম সহ কয়েকজন বিধয়ক যোগ দিয়েছেন বিজেপিতে । এখনও জল্পনা চলছে বেশ কয়েক জনকে নিয়ে । এমতাবস্থায় আগামীকাল ৩০ বি হরিশ চ‍্যাটার্জি স্ট্রিটে আবারও বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী। দলছুট ঠেকাতে দলের কোর কমিটির বৈঠক থেকে বেশ কিছু কড়া দাওয়াই দিতে পারেন তিনি । এমনকী বিজেপির নেতা-কর্মীদের ভাঙিয়ে দলীয় নেতাদের পাল্টা দিতে তৎপর হওয়ার পরামর্শ দিতে পারেন তৃণমূল নেত্রী। দফায় দফায় বৈঠক ডেকে বুঝিয়ে দিচ্ছেন বাংলায় বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.