কলকাতা, 30 মার্চ: ধরনা মঞ্চের সন্ধ্যায় বিরোধী দলগুলিকে এক হওয়ার ডাক দিলেন মমতা ৷ বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মহাভারত টেনে আনলেন ৷ বুধবার দুপুর 12টা থেকে আজ সন্ধ্যা 7টা পর্যন্ত রেড রোডে অবস্থান বিক্ষোভে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন সন্ধ্যা নাগাদ রেড রোডে ধরনা মঞ্চ থেকে গেরুয়া শিবিরকে আক্রমণ করে মহাভারতের দুই ভিলেন 'দুঃশাসন' ও 'দুর্যোধনের' সঙ্গে তুলনা করলেন নেত্রী ৷ এমনিতেই দুপুরে বিজেপির ওয়াশিং মেশিনে ধোয়াধুয়ি করে দেখিয়েছেন কালো কাপড় কী ভাবে সাদা হয় ৷ সন্ধ্যায় বিজেপি-বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন তৃণমূল সুপ্রিমো ৷
তাঁর বার্তা, 2024 সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে গদিচ্যুত করতে এখন সব বিরোধী দলগুলির জোট বাঁধা উচিত ৷ বিরোধী শিবির জয়ী হলে কে নেতৃত্ব দেবেন, সেই বাছবিচার আপাতত দূরে সরিয়ে এগিয়ে আসুক সবাই (CM cum TMC Supremo Mamata Banerjee urged oppositions to fight unitedly against BJP in 2024 Lok Sabha election) ৷ এর আগে এমন বার্তা একাধিক বিজেপি-বিরোধী দল দিয়েছে ৷ এবার মমতার কণ্ঠেও একই সুর ধ্বনিত হল ৷ এই বার্তা কি বিরোধী জোট গঠনে নতুন কোনও মোড় নিয়ে আসবে ? এর উত্তর খুঁজছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ৷ আরও একটি দিক থেকে মমতা মন্তব্য তাৎপর্যপূর্ণ ৷ এর আগে বহুবার এমন বার্তা দিলেও তৃণমূল সুপ্রিমো বিজেপি-বিরোধী জোট থেকে দূরত্ব রেখে চলছিলেন ৷ তিনি ঘোষণা করেছিলেন, তৃণমূল কংগ্রেস একাই লড়বে ৷ শুধু তাই নয়, দিল্লিতেও সংসদের ভিতরে-বাইরে কংগ্রেস-সহ বিরোধী দলগুলির সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে ছুঁতমার্গ বজায় রাখছিল তৃণমূল ৷ কিন্তু রাহুল গান্ধি ইস্যুতে নিজেদের পুরনো অবস্থান বদল করে তৃণমূল ৷ কংগ্রেস-সহ বাকি বিরোধী দলগুলির সঙ্গে একযোগে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয় ৷ এবার মমতাও বিরোধীদের সঙ্গে জোট বাঁধার ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিলেন ৷
আরও পড়ুন: শহিদ মিনারের মঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে খোলা চ্যালেঞ্জ অভিষেকের
এদিন বিজেপিকে নিশানা করেন মমতা বলেন, "সারা দেশের সব বিরোধী দলদের বলব, এমন কোনও বিরোধী দল নেই, যার বিরুদ্ধে অত্যাচার হয় না ৷ অনেকে চুপচাপ থাকে বলতে পারে না ৷ অখিলেশ থেকে শুরু করে, লালুযাদব থেকে শুরু করে, উদ্ধব থেকে শুরু করে, অরবিন্দ থেকে শুরু করে, জগন থেকে শুরু করে, স্ট্যালিন থেকে শুরু করে, কেসি আর থেকে শুরু করে- সবাই চোর ! আর তোমার বিজেপি সাধু ?"
তৃণমূল সুপ্রিমো রেড রোড থেকে চব্বিশের লোকসভা নির্বাচনে ঘাসফুলের লড়াই কেমন হবে, তার একটি পূর্বাভাস দিয়েছেন ৷ ইতিমধ্যে তাঁর কালীঘাটের বাড়িতে এসে দেখা করেছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, তারপর এসেছেন জেডি(এস) প্রধান কুমারস্বামী ৷ মুখ্যমন্ত্রী নিজেও ওড়িশা সফরে গিয়ে বিজেডি প্রধান তথা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করেছেন ৷ বুধবার তিনি জানালেন, উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামবে তৃণমূল কংগ্রেস ৷ আর সঙ্গে থাকবে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ৷
আরও পড়ুন: 'চিরকুটে চাকরি পাওয়া চোর-ডাকাত', ডিএ আন্দোলনকারীদের কদর্য ভাষায় আক্রমণ মমতার