ETV Bharat / state

Model Code of Conduct : পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকে নির্বাচনী বিধি লঙ্ঘন হয়নি, কমিশনকে জানালেন স্বরাষ্ট্রসচিব

7 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের ক্লাবগুলিকে দুর্গাপুজোর জন্য অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে ৷ একটি অনুষ্ঠানে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকও করেন ভবানীপুর উপনির্বাচনের প্রার্থী মুখ্যমন্ত্রী ৷ এতে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়নি বলে নির্বাচন কমিশনকে জবাব দিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব ৷

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি মুখ্যমন্ত্রী
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি মুখ্যমন্ত্রী
author img

By

Published : Sep 9, 2021, 9:00 AM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর : ভবানীপুর বিধানসভা উপ-নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে ৷ তার মধ্যে পুজোকমিটিগুলির সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে যোগ দেওয়ায় তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি ।

বিজেপির অভিযোগ, ওই অনুষ্ঠানে রাজ্য সরকার ক্লাবগুলিকে অনুদানের কথা ঘোষণা করেছে ৷ তাই রাজ্য সরকারের এমন একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আদর্শ নির্বাচনী আচরণবিধি (Model Code of Conduct) ভঙ্গ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এর পরেই নির্বাচনী বিধি ভঙ্গ নিয়ে নির্বাচন কমিশনের তরফে নবান্নের কাছে জবাব চাওয়া হয় । রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকার (B P Gopalika) কাছে জবাব চেয়ে চিঠি দেয় কমিশন ।

রাজ্য সরকারের তরফে রাজ্যের স্বরাষ্ট্রসচিব কমিশনের এই চিঠির জবাব দিয়েছেন বলে জানা গিয়েছে । যেখানে তিনি জাতীয় নির্বাচন কমিশনকে (Election Commission of India) আশ্বস্ত করে জানিয়েছেন যে ওই অনুষ্ঠানে কোনও রকম আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়নি । স্বরাষ্ট্রসচিবের যুক্তি, যেহেতু ওই বৈঠকে ভবানীপুর এবং মুর্শিদাবাদের কোনও ক্লাব বা পুজোকমিটি উপস্থিত ছিল না, তাই তা কোনও ভাবে আদর্শ নির্বাচনী আচরণবিধির আওতায় পড়ে না ।

আরও পড়ুন : Mamata Banerjee: নন্দীগ্রামে প্রচুর ছাপ্পা হয়েছে, ভবানীপুরের কর্মিসভায় তোপ মমতার

উল্লেখ্য, গতকাল অহীন্দ্র মঞ্চে তৃণমূলের কর্মিসভায় এই বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওই প্রচার সভা থেকে তিনি বলেন, "বিজেপিগুলো বেড়ালের মতো উঁকি মেরে বসে আছে, আমি কী বলি, তা শোনার জন্য । সেটা নিয়ে আবার অভিযোগ জানাবে । কালকের মিটিংয়ে আমি কেন গিয়েছি, তাই নিয়ে অভিযোগ জানিয়েছে । ওরা জানে না, ওরা যদি বাঘ হয়, আমি বুনো ওল ।" এখানেই শেষ নয়, তিনি আরও জানিয়েছেন, পুজোকমিটিকে অনুদান দেওয়াটা কোনও প্রকল্প নয় । অনেক আগে থেকে এই অনুদান দেওয়া শুরু হয়েছে । আর অনুদানের ঘোষণা করেছেন মুখ্যসচিব (Chief Secretary of West Bengal) হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi) । আদর্শ নির্বাচিনী আচরণবিধি প্রসঙ্গে মমতা বলেন, "তিনি সরকারি আধিকারিক, তিনি বলতেই পারেন । এক্ষেত্রে আমি পুজোয় কী হবে, কীভাবে নিরঞ্জন করা হবে, তাই নিয়ে জানাতে গিয়েছিলাম ।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো যুক্তির সঙ্গে সাযুজ্য রেখে নবান্নের তরফেও দুর্গাপুজো সংক্রান্ত মিটিং নিয়ে কমিশনের কাছে যে ব্যাখ্যা দেওয়া হবে, সেটাই স্বাভাবিক ছিল । রাজ্যের স্বরাষ্ট্রসচিব সেই কাজ করেছেন ।

কলকাতা, 9 সেপ্টেম্বর : ভবানীপুর বিধানসভা উপ-নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে ৷ তার মধ্যে পুজোকমিটিগুলির সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে যোগ দেওয়ায় তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি ।

বিজেপির অভিযোগ, ওই অনুষ্ঠানে রাজ্য সরকার ক্লাবগুলিকে অনুদানের কথা ঘোষণা করেছে ৷ তাই রাজ্য সরকারের এমন একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আদর্শ নির্বাচনী আচরণবিধি (Model Code of Conduct) ভঙ্গ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এর পরেই নির্বাচনী বিধি ভঙ্গ নিয়ে নির্বাচন কমিশনের তরফে নবান্নের কাছে জবাব চাওয়া হয় । রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকার (B P Gopalika) কাছে জবাব চেয়ে চিঠি দেয় কমিশন ।

রাজ্য সরকারের তরফে রাজ্যের স্বরাষ্ট্রসচিব কমিশনের এই চিঠির জবাব দিয়েছেন বলে জানা গিয়েছে । যেখানে তিনি জাতীয় নির্বাচন কমিশনকে (Election Commission of India) আশ্বস্ত করে জানিয়েছেন যে ওই অনুষ্ঠানে কোনও রকম আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়নি । স্বরাষ্ট্রসচিবের যুক্তি, যেহেতু ওই বৈঠকে ভবানীপুর এবং মুর্শিদাবাদের কোনও ক্লাব বা পুজোকমিটি উপস্থিত ছিল না, তাই তা কোনও ভাবে আদর্শ নির্বাচনী আচরণবিধির আওতায় পড়ে না ।

আরও পড়ুন : Mamata Banerjee: নন্দীগ্রামে প্রচুর ছাপ্পা হয়েছে, ভবানীপুরের কর্মিসভায় তোপ মমতার

উল্লেখ্য, গতকাল অহীন্দ্র মঞ্চে তৃণমূলের কর্মিসভায় এই বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওই প্রচার সভা থেকে তিনি বলেন, "বিজেপিগুলো বেড়ালের মতো উঁকি মেরে বসে আছে, আমি কী বলি, তা শোনার জন্য । সেটা নিয়ে আবার অভিযোগ জানাবে । কালকের মিটিংয়ে আমি কেন গিয়েছি, তাই নিয়ে অভিযোগ জানিয়েছে । ওরা জানে না, ওরা যদি বাঘ হয়, আমি বুনো ওল ।" এখানেই শেষ নয়, তিনি আরও জানিয়েছেন, পুজোকমিটিকে অনুদান দেওয়াটা কোনও প্রকল্প নয় । অনেক আগে থেকে এই অনুদান দেওয়া শুরু হয়েছে । আর অনুদানের ঘোষণা করেছেন মুখ্যসচিব (Chief Secretary of West Bengal) হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi) । আদর্শ নির্বাচিনী আচরণবিধি প্রসঙ্গে মমতা বলেন, "তিনি সরকারি আধিকারিক, তিনি বলতেই পারেন । এক্ষেত্রে আমি পুজোয় কী হবে, কীভাবে নিরঞ্জন করা হবে, তাই নিয়ে জানাতে গিয়েছিলাম ।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো যুক্তির সঙ্গে সাযুজ্য রেখে নবান্নের তরফেও দুর্গাপুজো সংক্রান্ত মিটিং নিয়ে কমিশনের কাছে যে ব্যাখ্যা দেওয়া হবে, সেটাই স্বাভাবিক ছিল । রাজ্যের স্বরাষ্ট্রসচিব সেই কাজ করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.