ETV Bharat / state

Campaign Against DA Agitators: ডিএ আন্দোলনকারীদের পালটা প্রচারে তৃণমূলের সংগঠন, রাজ্যজুড়ে কর্মসূচি - পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন

বকেয়া ডিএ-এর দাবিতে রাজ্য সরকারি কর্মীদের যৌথ সংগ্রামী মঞ্চের আন্দোলন 100 তম দিনে পড়েছে শনিবার ৷ তৃণমূলের রাজ্য সরকারি কর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এবার পালটা প্রচার কৌশল নিচ্ছে ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : May 6, 2023, 7:49 PM IST

কলকাতা, 6 মে: রাজ্যের কাছে পাওনা বকেয়া ডিএ'র দাবিতে সরকারি কর্মীদের চলমান আন্দোলন শনিবার 100 দিনে পড়েছে ৷ সরকারি কর্মীদের যৌথ সংগ্রামী মঞ্চের তরফে এদিন তাঁদের ডিএ'র দাবি এদিন কার্যত পৌঁছে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় ৷ এদিন সরকারি কর্মীদের এই মিছিল হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের কাছে পৌঁছলে সেখান থেকে চোর চোর স্লোগানও ওঠে ৷ এই পরিস্থিতিতে ডিএ ইস্যুর মোকাবিলায় পালটা রাজ্যজুড়ে প্রচার কর্মসূচিতে নামতে চলেছে তৃণমূলের শ্রমিক সংগঠন ৷

গত 12 বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে তৃণমূল সরকার রাজ্য সরকারি কর্মচারীদের কী কী সুবিধা প্রদান করেছে সে বিষয়গুলিকেই প্রচারের আলোয় নিয়ে আসা হচ্ছে । সংগঠন সূত্রে খবর, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে রাজ্যের বিভিন্ন সরকারি দফতর ও রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে এই প্রচার তুলে ধরা হবে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'মানবিক' আখ্যা দিয়ে তৃণমূলের এই শাখা সংগঠন সিদ্ধান্ত নিয়েছে, এই সরকারের আমলে রাজ্য সরকারী কর্মচারীরা কী কী সুবিধা পাচ্ছেন সে সংক্রান্ত 15টি তথ্য তুলে ধরা হবে প্রচারে । এই তথ্যগুলির মধ্যে, 2019-এর পে-কমিশন, 3 শতাংশ মহার্ঘভাতা চালু, কাজের ঝুঁকি এড়াতে অনলাইন ফাইল ট্রান্সফারিং সিস্টেম, ক্যাশলেশ চিকিৎসা ব্যবস্থা, ই-সার্ভিস বুকের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে প্রচারের আলোয় নিয়ে আসা হচ্ছে ।

একইসঙ্গে কেন্দ্রের বঞ্চনার কথাও তুলে ধরা হচ্ছে তৃণমূলের এই প্রচারে । পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এক নেতা বলেন,"রাজ্য সরকার কেন্দ্রের কাছে যে বিপুল পরিমাণ টাকা পায় সেই বকেয়া অংকের হিসাব এই প্রচারে তুলে ধরা হচ্ছে ৷ বিনামূল্যে রেশন, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, পথশ্রী মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প কীভাবে রাজ্য এই অর্থ সংকটের মধ্যেও চালিয়ে যাচ্ছে তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা তুলে ধরা হচ্ছে এই প্রচারে ।" পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, তৃণমূলের এই সংগঠনকে মজবুত করার কাজও চলছে ৷ সদস্য সংগ্রহ অভিযান চলছে । আগামী রবিবার পূর্ব বর্ধমান জেলায় এই সংগঠনের সাংগঠনিক সভা আছে । এই সভায় রাজ্যের একাধিক মন্ত্রীর উপস্থিত থাকার কথা ৷

রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, যৌথ সংগ্রামী মঞ্চর মত একাধিক বিক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের বিরুদ্ধে তৃণমূলের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন যে প্রচারগুলি চালাচ্ছে, তার মধ্যে কয়েকটি তথ্য উল্লেখ করা হয়েছে ৷ যেমন বলা হয়েছে, 2021 সালের প্রথমদিন থেকেই 3 শতাংশ মহার্ঘভাতা চালু করা হয় । শত আর্থিক প্রতিকূলতা ও কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও 2023 সালের মার্চ মাস থেকে আরও 3 শতাংশ হিসাবে মোট 6 শতাংশ মহার্ঘভাতা চালু হয়েছে । বোনাসের পরিমাণ এই বছর বেড়ে হয়েছে 5 হাজার 300 টাকা ৷ এছাড়াও রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে রাজ্য সরকারি কর্মীদের জন্য দেড় লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা ৷

আরও পড়ুন: ডিএ' আন্দোলনের একশো দিন, অভিষেকের বাড়ির সামনে মিছিল পৌঁছতেই উড়ে এল 'চোর চোর ...' স্লোগান

এছাড়াও মহিলা কর্মচারীদের কথা মাথায় রেখে মাতৃত্বকালীন ছুটি ছাড়াও 730 দিনের চাইল্ড কেয়ার লিভের সুবিধা চালু হয়েছে ৷ পুরুষ কর্মচারীদের কথা মাথায় রেখে চালু হয়েছে 30 দিনের প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ, প্রতি মাসে পদোন্নতির আদেশনামা চালু হয়েছে । চালু হয়েছে ইন্টারনেট নির্ভর নানা পরিষেবা ৷ এছাড়াও দেশ ও বিদেশে ভ্রমণের বিভিন্ন সুযোগ যে রাজ্য সরকারি কর্মীদের দেওয়া হচ্ছে, তাও উঠে আসছে তৃণমূলের এই প্রচারে ৷

কলকাতা, 6 মে: রাজ্যের কাছে পাওনা বকেয়া ডিএ'র দাবিতে সরকারি কর্মীদের চলমান আন্দোলন শনিবার 100 দিনে পড়েছে ৷ সরকারি কর্মীদের যৌথ সংগ্রামী মঞ্চের তরফে এদিন তাঁদের ডিএ'র দাবি এদিন কার্যত পৌঁছে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় ৷ এদিন সরকারি কর্মীদের এই মিছিল হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের কাছে পৌঁছলে সেখান থেকে চোর চোর স্লোগানও ওঠে ৷ এই পরিস্থিতিতে ডিএ ইস্যুর মোকাবিলায় পালটা রাজ্যজুড়ে প্রচার কর্মসূচিতে নামতে চলেছে তৃণমূলের শ্রমিক সংগঠন ৷

গত 12 বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে তৃণমূল সরকার রাজ্য সরকারি কর্মচারীদের কী কী সুবিধা প্রদান করেছে সে বিষয়গুলিকেই প্রচারের আলোয় নিয়ে আসা হচ্ছে । সংগঠন সূত্রে খবর, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে রাজ্যের বিভিন্ন সরকারি দফতর ও রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে এই প্রচার তুলে ধরা হবে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'মানবিক' আখ্যা দিয়ে তৃণমূলের এই শাখা সংগঠন সিদ্ধান্ত নিয়েছে, এই সরকারের আমলে রাজ্য সরকারী কর্মচারীরা কী কী সুবিধা পাচ্ছেন সে সংক্রান্ত 15টি তথ্য তুলে ধরা হবে প্রচারে । এই তথ্যগুলির মধ্যে, 2019-এর পে-কমিশন, 3 শতাংশ মহার্ঘভাতা চালু, কাজের ঝুঁকি এড়াতে অনলাইন ফাইল ট্রান্সফারিং সিস্টেম, ক্যাশলেশ চিকিৎসা ব্যবস্থা, ই-সার্ভিস বুকের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে প্রচারের আলোয় নিয়ে আসা হচ্ছে ।

একইসঙ্গে কেন্দ্রের বঞ্চনার কথাও তুলে ধরা হচ্ছে তৃণমূলের এই প্রচারে । পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এক নেতা বলেন,"রাজ্য সরকার কেন্দ্রের কাছে যে বিপুল পরিমাণ টাকা পায় সেই বকেয়া অংকের হিসাব এই প্রচারে তুলে ধরা হচ্ছে ৷ বিনামূল্যে রেশন, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, পথশ্রী মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প কীভাবে রাজ্য এই অর্থ সংকটের মধ্যেও চালিয়ে যাচ্ছে তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা তুলে ধরা হচ্ছে এই প্রচারে ।" পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, তৃণমূলের এই সংগঠনকে মজবুত করার কাজও চলছে ৷ সদস্য সংগ্রহ অভিযান চলছে । আগামী রবিবার পূর্ব বর্ধমান জেলায় এই সংগঠনের সাংগঠনিক সভা আছে । এই সভায় রাজ্যের একাধিক মন্ত্রীর উপস্থিত থাকার কথা ৷

রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, যৌথ সংগ্রামী মঞ্চর মত একাধিক বিক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের বিরুদ্ধে তৃণমূলের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন যে প্রচারগুলি চালাচ্ছে, তার মধ্যে কয়েকটি তথ্য উল্লেখ করা হয়েছে ৷ যেমন বলা হয়েছে, 2021 সালের প্রথমদিন থেকেই 3 শতাংশ মহার্ঘভাতা চালু করা হয় । শত আর্থিক প্রতিকূলতা ও কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও 2023 সালের মার্চ মাস থেকে আরও 3 শতাংশ হিসাবে মোট 6 শতাংশ মহার্ঘভাতা চালু হয়েছে । বোনাসের পরিমাণ এই বছর বেড়ে হয়েছে 5 হাজার 300 টাকা ৷ এছাড়াও রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে রাজ্য সরকারি কর্মীদের জন্য দেড় লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা ৷

আরও পড়ুন: ডিএ' আন্দোলনের একশো দিন, অভিষেকের বাড়ির সামনে মিছিল পৌঁছতেই উড়ে এল 'চোর চোর ...' স্লোগান

এছাড়াও মহিলা কর্মচারীদের কথা মাথায় রেখে মাতৃত্বকালীন ছুটি ছাড়াও 730 দিনের চাইল্ড কেয়ার লিভের সুবিধা চালু হয়েছে ৷ পুরুষ কর্মচারীদের কথা মাথায় রেখে চালু হয়েছে 30 দিনের প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ, প্রতি মাসে পদোন্নতির আদেশনামা চালু হয়েছে । চালু হয়েছে ইন্টারনেট নির্ভর নানা পরিষেবা ৷ এছাড়াও দেশ ও বিদেশে ভ্রমণের বিভিন্ন সুযোগ যে রাজ্য সরকারি কর্মীদের দেওয়া হচ্ছে, তাও উঠে আসছে তৃণমূলের এই প্রচারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.