কলকাতা, 22 জুন: "শীত-গ্রীষ্ম-বর্ষা তৃণমূলই ভরসা সাধারণ মানুষের", শিয়ালদা স্টেশনে নির্বাচনী প্রচারে কার্যত এই ঘোষণা করলেন কুণাল ঘোষ ৷ 8 জুলাই পঞ্চায়েত নির্বাচন ৷ পঞ্চায়েত ভোটের দিন ক্রমশ এগিয়ে আসছে ৷ এর আগে বৃহস্পতিবার সকালে কলকাতার অন্যতম ব্যস্ত স্টেশনে কুণালের সঙ্গে অভিনব ভোটের প্রচারে নেমেছিলেন বিধায়ক সোহম চক্রবর্তী, দলের আরেক মুখপাত্র ঋজু দত্ত, অলোক দাস, শক্তিপ্রতাপ সিং প্রমুখ ৷
আগামিকাল পটনায় বিরোধী শিবিরের বৈঠক ৷ আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছনর কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ এ প্রসঙ্গে কুণাল খানিক আত্মবিশ্বাসের সঙ্গেই জানান, 2024 সালে বিকল্প সরকার আসছে ৷ পটনায় বিরোধীদের জোট হবে ৷ তিনি আমজনতার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার আর্জি জানান ৷ কুণালের ভবিষ্যদ্বাণী, 2024 সালে লালকেল্লা থেকে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পায়ে হাওয়াই চপ্পল, বাংলার তাঁতের শাড়ি পরে তিনি জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ৷ গ্রাম তথা পঞ্চায়েত এলাকা থেকে লক্ষ লক্ষ মানুষ শহরে পেশার তাগিদে আসেন ৷ তাঁদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়াই লক্ষ্য ছিল কুণাল ঘোষ-সহ দলের অন্য নেতা-বিধায়কদের ৷
আরও পড়ুন: নবান্নের 14 তলার বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়া উচিত, নন্দীগ্রামে দাবি শুভেন্দুর
পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সেই নির্দেশে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট ৷ এই প্রসঙ্গে কুণালের প্রশ্ন, "বাংলায় কেন্দ্রীয় বাহিনী এলে ত্রিপুরায় নয় কেন ? তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ করে বলছে, পঞ্চায়েতে জিতবে তৃণমূল ৷ কারণ, সাধারণ মানুষ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কী উন্নয়ন করেছেন ৷"
প্রচার মঞ্চ থেকে বিজেপিকে দাঙ্গাবাজ বলে কটাক্ষ করেন তৃণমূল নেতৃত্ব ৷ বাম-কংগ্রেস জোটেরও তীব্র সমালোচনা করা হয় ৷ যদিও পঞ্চায়েতে নির্বাচনে এখনও কোথাও বাম-কংগ্রেস জোটের কথা জানা যায়নি ৷
আরও পড়ুন: পঞ্চায়েত ভোট নিয়ে ফের একাধিক মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
বিধায়ক সোহম চক্রবর্তীও বিজেপি, সিপিএম, কংগ্রসকে তুলোধনা করেন ৷ তাঁর দাবি, তৃণমূলের হাতিয়ার উন্নয়ন ৷ এই পঞ্চায়েত নির্বাচন আগামীর লোকসভা ভোটের পথ দেখাবে ৷ তাই বাংলার মানুষকে অঙ্গীকার করতে হবে এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি ভোট তৃণমূলে যাবে ৷ কেন্দ্রীয় বাহিনী, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স বিরোধীদের হাতিয়ার হলে তৃণমূলের হাতিয়ার জনমুখী প্রকল্প ৷ সোহম জানান, রাজ্য সরকারের কল্যাণকামী 67টি প্রকল্প আছে ৷ তাই আত্মবিশ্বাসী সোহম বলেন, "প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ বিজেপির ডেইলি প্যাসেঞ্জার নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সিংহাসনচুত্য করতে পারেননি, পারবেন না ৷"