ETV Bharat / state

Gujarat Bridge Tragedy: গুজরাতের সেতুর সলিল সমাধি উত্তাপ বাড়াচ্ছে রাজ্য রাজনীতিতে

author img

By

Published : Oct 31, 2022, 12:23 PM IST

গুজরাতের সেতুর সলিল সমাধির (Gujarat Bridge Tragedy) ঘটনায় উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে ৷ এই ঘটনায় বিজেপিকে একহাত নিয়েছে তৃণমূল (TMC slams BJP)৷ পালটা জবাব দিয়ে শাসক দলকে পোস্তা সেতু ভেঙে (Posta Bridge Collapse) পড়ার কথা মনে করিয়ে দিয়েছে গেরুয়া শিবির ৷

TMC slams BJP over Gujarat Bridge Tragedy
গুজরাতের সেতুর সলিল সমাধি উত্তাপ বাড়াচ্ছে রাজ্য রাজনীতিতে

কলকাতা, 31 অক্টোবর: ব্রিজ ভেঙেছে গুজরাতে (Gujarat Bridge Tragedy), আর সরগরম বাংলার রাজনীতি । রবিবার গুজরাতের মরবিতে ঝুলন্ত সেতু ধসে গিয়ে সলিল সমাধি হয়েছে বহু মানুষের । এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, তাতে মৃতের সংখ্যা 141 । বহু মানুষ এখনও নিখোঁজ । উৎসবের মরসুমে এই দুর্ঘটনা একদিকে যেমন জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে, একইভাবে এর আঁচ এসে পড়েছে বাংলার রাজনীতিতেও । আর তাতেই আরও একবার আলোচনায় চলে এসেছে পোস্তা ব্রিজ ভেঙে পড়ার স্মৃতি । শাসক থেকে বিরোধী - একে অপরকে আক্রমণ করার ফাঁকে ঘুরিয়ে-ফিরিয়ে সেই পোস্তা ব্রিজ ভাঙার (Posta Bridge Collapse) স্মৃতি মনে করিয়ে দিয়েছেন (TMC slams BJP)।

গতকাল গুজরাতে সেতু দুর্ঘটনা ঘটার পর এই নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি ঘাসফুল শিবির । দলের অন্যতম মুখপাত্র তাপস রায় এই নিয়ে গেরুয়া শিবিরকে নিশানা করে বলেছেন, "তৃণমূল কংগ্রেস রাজনীতি করতে চায় না । এই সেতু ভেঙে পড়ে যে মানুষগুলো মারা গেলেন তাঁদের পরিবারের প্রতি আমরাও সমবেদনা জানাচ্ছি । কিন্তু আমাদের বিরোধিতা বিজেপির অবস্থান নিয়ে । বিজেপি সবকিছুতেই ডবল ইঞ্জিন সরকার দেখায় । কিন্তু এই ডবল ইঞ্জিন সরকারের রাজত্বে দুর্নীতি কতটা ভয়াবহ রূপ নিয়েছে বোঝা যাচ্ছে । ভোটের কারণে তাড়াহুড়ো করে ফিট সার্টিফিকেট ছাড়া ব্রিজ খুলতে গিয়ে এতগুলো মানুষের জীবন চলে গেল । এর দায় কে নেবে ? ওরা সব কিছুতেই গুজরাতের উন্নয়নের কথা শোনায় । এ বার কী বলে এখন সেটাই শোনার বা দেখার । প্রশাসনের সতর্ক থাকা উচিত ছিল । এই সেতু খোলার উপযুক্ত কি না, কতটা লোড নেবে, ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা নিয়ে প্রশ্ন তো থেকেই যায় ।"

আরও পড়ুন: গুজরাতে ব্রিজ ভেঙে মৃত্যু বর্ধমানের যুবকের

বিজেপিকে এই নিয়ে ছেড়ে কথা বলেননি রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীও । তিনি রাজ্য থেকে বিজেপি নেতাদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্য করে গুজরাত পাঠানোর দাবি জানিয়েছেন । এক তৃণমূল মুখপাত্রের কথা অনুসারে, "গুজরাতে এই রকম দুর্নীতি চলছে । আমি বলব পশ্চিমবঙ্গে বিজেপির যে নেতারা আছেন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে গুজরাতের ওই ব্রিজ পরিদর্শন করাক । দেখে আসুক কত কোটি টাকার দুর্নীতি আছে । এরা তো পশ্চিমবঙ্গে ছিদ্রান্বেষণ করে চলে । পশ্চিমবঙ্গকে কীভাবে হেনস্থা করবে, উত্ত্যক্ত করবে তার ভাবনাচিন্তা চলে রাতভর । আগে গুজরাত সামলাক, তারপর তো পশ্চিমবঙ্গ ।"

এই সেতু বিপর্যয়কে সামনে রেখে তৃণমূলের আক্রমণকে ফ্রন্টফুটেই সামলেছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য । তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস সবকিছুতেই এখন গুজরাত, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের কথা বলছে । কিন্তু তাদের মনে রাখা উচিত এটা পশ্চিমবঙ্গ ৷ গুজরাত, মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশ নয় । আজ যারা ব্রিজ ভাঙা নিয়ে গুজরাতের রাজ্য সরকারের সমালোচনা করছেন, তাঁদের বাস্তবে কতটা নৈতিকতা রয়েছে এই সমালোচনার তা একবার ভেবে দেখা দরকার । আমাদের স্মৃতিতে এখনও দগদগে পোস্তা ব্রিজের ভেঙে পড়ার ছবি । কীভাবে নির্বাচনের সময় তড়িঘড়ি ব্রিজের কাজ সম্পন্ন করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছিল ! আমরা ভুলে যাইনি মাঝেরহাট ব্রিজের স্মৃতি । তবে মনে রাখতে হবে গুজরাতে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে । এই ঘটনার পেছনে যদি কারও কোনও অবহেলা থাকে তাঁরা অবশ্যই শাস্তি পাবেন । এ বিষয়ে সেই রাজ্যের সরকার সক্রিয় । কিন্তু যে রাজ্যে একের পর এক ব্রিজ ভেঙে পড়ে সরকারের সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে, তাদের এইসব কিছু বলার নৈতিকতা থাকে কি !"

কলকাতা, 31 অক্টোবর: ব্রিজ ভেঙেছে গুজরাতে (Gujarat Bridge Tragedy), আর সরগরম বাংলার রাজনীতি । রবিবার গুজরাতের মরবিতে ঝুলন্ত সেতু ধসে গিয়ে সলিল সমাধি হয়েছে বহু মানুষের । এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, তাতে মৃতের সংখ্যা 141 । বহু মানুষ এখনও নিখোঁজ । উৎসবের মরসুমে এই দুর্ঘটনা একদিকে যেমন জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে, একইভাবে এর আঁচ এসে পড়েছে বাংলার রাজনীতিতেও । আর তাতেই আরও একবার আলোচনায় চলে এসেছে পোস্তা ব্রিজ ভেঙে পড়ার স্মৃতি । শাসক থেকে বিরোধী - একে অপরকে আক্রমণ করার ফাঁকে ঘুরিয়ে-ফিরিয়ে সেই পোস্তা ব্রিজ ভাঙার (Posta Bridge Collapse) স্মৃতি মনে করিয়ে দিয়েছেন (TMC slams BJP)।

গতকাল গুজরাতে সেতু দুর্ঘটনা ঘটার পর এই নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি ঘাসফুল শিবির । দলের অন্যতম মুখপাত্র তাপস রায় এই নিয়ে গেরুয়া শিবিরকে নিশানা করে বলেছেন, "তৃণমূল কংগ্রেস রাজনীতি করতে চায় না । এই সেতু ভেঙে পড়ে যে মানুষগুলো মারা গেলেন তাঁদের পরিবারের প্রতি আমরাও সমবেদনা জানাচ্ছি । কিন্তু আমাদের বিরোধিতা বিজেপির অবস্থান নিয়ে । বিজেপি সবকিছুতেই ডবল ইঞ্জিন সরকার দেখায় । কিন্তু এই ডবল ইঞ্জিন সরকারের রাজত্বে দুর্নীতি কতটা ভয়াবহ রূপ নিয়েছে বোঝা যাচ্ছে । ভোটের কারণে তাড়াহুড়ো করে ফিট সার্টিফিকেট ছাড়া ব্রিজ খুলতে গিয়ে এতগুলো মানুষের জীবন চলে গেল । এর দায় কে নেবে ? ওরা সব কিছুতেই গুজরাতের উন্নয়নের কথা শোনায় । এ বার কী বলে এখন সেটাই শোনার বা দেখার । প্রশাসনের সতর্ক থাকা উচিত ছিল । এই সেতু খোলার উপযুক্ত কি না, কতটা লোড নেবে, ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা নিয়ে প্রশ্ন তো থেকেই যায় ।"

আরও পড়ুন: গুজরাতে ব্রিজ ভেঙে মৃত্যু বর্ধমানের যুবকের

বিজেপিকে এই নিয়ে ছেড়ে কথা বলেননি রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীও । তিনি রাজ্য থেকে বিজেপি নেতাদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্য করে গুজরাত পাঠানোর দাবি জানিয়েছেন । এক তৃণমূল মুখপাত্রের কথা অনুসারে, "গুজরাতে এই রকম দুর্নীতি চলছে । আমি বলব পশ্চিমবঙ্গে বিজেপির যে নেতারা আছেন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে গুজরাতের ওই ব্রিজ পরিদর্শন করাক । দেখে আসুক কত কোটি টাকার দুর্নীতি আছে । এরা তো পশ্চিমবঙ্গে ছিদ্রান্বেষণ করে চলে । পশ্চিমবঙ্গকে কীভাবে হেনস্থা করবে, উত্ত্যক্ত করবে তার ভাবনাচিন্তা চলে রাতভর । আগে গুজরাত সামলাক, তারপর তো পশ্চিমবঙ্গ ।"

এই সেতু বিপর্যয়কে সামনে রেখে তৃণমূলের আক্রমণকে ফ্রন্টফুটেই সামলেছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য । তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস সবকিছুতেই এখন গুজরাত, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের কথা বলছে । কিন্তু তাদের মনে রাখা উচিত এটা পশ্চিমবঙ্গ ৷ গুজরাত, মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশ নয় । আজ যারা ব্রিজ ভাঙা নিয়ে গুজরাতের রাজ্য সরকারের সমালোচনা করছেন, তাঁদের বাস্তবে কতটা নৈতিকতা রয়েছে এই সমালোচনার তা একবার ভেবে দেখা দরকার । আমাদের স্মৃতিতে এখনও দগদগে পোস্তা ব্রিজের ভেঙে পড়ার ছবি । কীভাবে নির্বাচনের সময় তড়িঘড়ি ব্রিজের কাজ সম্পন্ন করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছিল ! আমরা ভুলে যাইনি মাঝেরহাট ব্রিজের স্মৃতি । তবে মনে রাখতে হবে গুজরাতে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে । এই ঘটনার পেছনে যদি কারও কোনও অবহেলা থাকে তাঁরা অবশ্যই শাস্তি পাবেন । এ বিষয়ে সেই রাজ্যের সরকার সক্রিয় । কিন্তু যে রাজ্যে একের পর এক ব্রিজ ভেঙে পড়ে সরকারের সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে, তাদের এইসব কিছু বলার নৈতিকতা থাকে কি !"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.