ETV Bharat / state

‘অনুপ্রবেশকারী’কে পাশ দেওয়া বিজেপি সাংসদের পদ কেন খারিজ হবে না, মহুয়ার প্রসঙ্গ টেনে প্রশ্ন তৃণমূলের

Lok Sabha Security Breach Incident: বুধবার সংসদে এক ব্যক্তি লোকসভার গ্যালারি থেকে অধিবেশন কক্ষ থেকে ঝাঁপিয়ে পড়েন ৷ একজন গ্যালারি হলুদ রংয়ের গ্য়াস ছড়িয়ে দেন ৷ এই নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস ৷ তাদের বক্তব্য, মহুয়া মৈত্র সাংসদ পদ খারিজে যতটা তাড়াহুড়ো করা হয়েছে, এক্ষেত্রে সমানভাবে ‘অনুপ্রবেশকারী’কে পাশ দেওয়া বিজেপি সাংসদের পদ খারিজ হবে তো ?

Lok Sabha Security Breach Incident
Lok Sabha Security Breach Incident
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 5:57 PM IST

কলকাতা, 13 ডিসেম্বর: সংসদে অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক । যাঁর কাছ থেকে চিরকুট নিয়ে অনুপ্রবেশকারীরা ভেতরে ঢুকল, তাঁর সাংসদ পদ কেন খারিজ করা হবে না মঙ্গলবারের ঘটনার পর, এই প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ।

তিনি বলেন, ‘‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করেছে এই সংসদ । বলা হয়েছিল তিনি লগ-ইন আইডি শেয়ার করেছেন ৷ জাতীয় নিরাপত্তা লংঘন করা হয়েছে তাতে । সঙ্গে সঙ্গে প্রস্তাব গ্রহণ করে আধঘণ্টা আলোচনার মাধ্যমে তাঁর সদস্যপদ খারিজ করা হয়েছে । আজ এই সংসদে জনৈকের অনুপ্রবেশের পর কী বলবে ভারতীয় জনতা পার্টি ও কেন্দ্রীয় সরকার ?’’

তিনি আরও বলেন, ‘‘যাঁরা আজ সংসদের কক্ষে ঢুকে পড়লেন, তাঁরা বিজেপি সাংসদ প্রতাপ সিম্বার থেকে পাস নিয়েছেন । আজ ভারতীয় জনতা পার্টিকে বলতে হবে তাঁদের সাংসদকে তাঁরা বহিষ্কার করবেন কি না ! আজ জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করে সরাসরি এরা সংসদের ভেতরে ঢুকে গিয়েছেন, এর পরেও কেন এই বিজেপি সংসদের সাংসদ পদ খারিজ করা হবে না ? লোকসভার অধ্যক্ষকেও (ওম বিড়লা) বলতে হবে, সংসদ কক্ষ যেখানে আইন প্রণয়নকারীরা থাকেন, এবার কি প্রস্তাব এনে আধ ঘণ্টার মধ্যে বিজেপি সাংসদদের সাংসদ পদ খারিজ হবে !’’

এ দিন শশী পাঁজা প্রশ্ন তোলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের সদস্য হওয়ার কারণে মহুয়া মৈত্রের সদস্যপদ খারিজে এত তাড়াহুড়ো করা হল, বিজেপি সাংসদের বেলায় একই পদ্ধতি গ্রহণ করা হবে তো ? সবচেয়ে বড় প্রশ্ন যেখানে গোটা সংসদ দেখল কীভাবে জাতীয় নিরাপত্তা-সহ সংসদের নিরাপত্তাকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপি সাংসদ, তারপরেও কেন সিদ্ধান্ত নিতে দেরি করছেন অধ্যক্ষ ? জাতীয় নিরাপত্তা নিয়ে শুধু চিন্তিতই নই আমরা, জাতীয় নিরাপত্তা আজ বিঘ্নিত। কী ব্যবস্থা নেবেন তিনি !’’

আরও পড়ুন:

  1. সংসদ ভবনে হামলার চেষ্টার ঘটনায় নিরাপত্তার গাফিলতি দেখছেন শাসক ও বিরোধী সাংসদরা
  2. 22 বছর পূর্তির দিন সংসদে হামলার আতঙ্ক ফিরল লোকসভায়, গ্যালারি থেকে অধিবেশন কক্ষে ঝাঁপ দিয়ে আটক দুই
  3. লোকসভায় নিরাপত্তায় গাফিলতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন অধ্যক্ষ ওম বিড়লা

কলকাতা, 13 ডিসেম্বর: সংসদে অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক । যাঁর কাছ থেকে চিরকুট নিয়ে অনুপ্রবেশকারীরা ভেতরে ঢুকল, তাঁর সাংসদ পদ কেন খারিজ করা হবে না মঙ্গলবারের ঘটনার পর, এই প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ।

তিনি বলেন, ‘‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করেছে এই সংসদ । বলা হয়েছিল তিনি লগ-ইন আইডি শেয়ার করেছেন ৷ জাতীয় নিরাপত্তা লংঘন করা হয়েছে তাতে । সঙ্গে সঙ্গে প্রস্তাব গ্রহণ করে আধঘণ্টা আলোচনার মাধ্যমে তাঁর সদস্যপদ খারিজ করা হয়েছে । আজ এই সংসদে জনৈকের অনুপ্রবেশের পর কী বলবে ভারতীয় জনতা পার্টি ও কেন্দ্রীয় সরকার ?’’

তিনি আরও বলেন, ‘‘যাঁরা আজ সংসদের কক্ষে ঢুকে পড়লেন, তাঁরা বিজেপি সাংসদ প্রতাপ সিম্বার থেকে পাস নিয়েছেন । আজ ভারতীয় জনতা পার্টিকে বলতে হবে তাঁদের সাংসদকে তাঁরা বহিষ্কার করবেন কি না ! আজ জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করে সরাসরি এরা সংসদের ভেতরে ঢুকে গিয়েছেন, এর পরেও কেন এই বিজেপি সংসদের সাংসদ পদ খারিজ করা হবে না ? লোকসভার অধ্যক্ষকেও (ওম বিড়লা) বলতে হবে, সংসদ কক্ষ যেখানে আইন প্রণয়নকারীরা থাকেন, এবার কি প্রস্তাব এনে আধ ঘণ্টার মধ্যে বিজেপি সাংসদদের সাংসদ পদ খারিজ হবে !’’

এ দিন শশী পাঁজা প্রশ্ন তোলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের সদস্য হওয়ার কারণে মহুয়া মৈত্রের সদস্যপদ খারিজে এত তাড়াহুড়ো করা হল, বিজেপি সাংসদের বেলায় একই পদ্ধতি গ্রহণ করা হবে তো ? সবচেয়ে বড় প্রশ্ন যেখানে গোটা সংসদ দেখল কীভাবে জাতীয় নিরাপত্তা-সহ সংসদের নিরাপত্তাকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপি সাংসদ, তারপরেও কেন সিদ্ধান্ত নিতে দেরি করছেন অধ্যক্ষ ? জাতীয় নিরাপত্তা নিয়ে শুধু চিন্তিতই নই আমরা, জাতীয় নিরাপত্তা আজ বিঘ্নিত। কী ব্যবস্থা নেবেন তিনি !’’

আরও পড়ুন:

  1. সংসদ ভবনে হামলার চেষ্টার ঘটনায় নিরাপত্তার গাফিলতি দেখছেন শাসক ও বিরোধী সাংসদরা
  2. 22 বছর পূর্তির দিন সংসদে হামলার আতঙ্ক ফিরল লোকসভায়, গ্যালারি থেকে অধিবেশন কক্ষে ঝাঁপ দিয়ে আটক দুই
  3. লোকসভায় নিরাপত্তায় গাফিলতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন অধ্যক্ষ ওম বিড়লা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.