ETV Bharat / state

তৃণমূলের কর্মচারী ফেডারেশনের মাথা থেকে সরানো হল শুভেন্দুকে - তৃণমূলের খবর

কিছুদিন আগেই তৃণমূলের রাজ্য ও জেলা কমিটিতে রদবদল করা হয় । এবার রদবদল ঘটল দলের সরকারি কর্মচারী ফেডারেশনেও । দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল শুভেন্দু অধিকারীকে ।

Shuvendu Adhikary
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Aug 19, 2020, 10:42 PM IST

কলকাতা, 19 অগাস্ট : এবারে রদবদল ঘটল তৃণমূল কংগ্রেসের সরকারি কর্মচারী ফেডারেশনেও । দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল শুভেন্দু অধিকারীকে । কমিটির চিফ মেন্টর পদে ছিলেন তিনি । তাঁর সঙ্গে আহ্বায়ক ছিলেন সৌম্য বিশ্বাস, তপন গড়াই ও দিব্যেন্দু রায় । রদবদলের পর এককভাবে দিব্যেন্দু রায়কে দায়িত্বভার দিল শীর্ষ নেতৃত্ব।

কিছুদিন আগেই তৃণমূলের রাজ্য ও জেলা কমিটিতে রদবদল ঘটেছে‌ । এবার রদবদল ঘটল দলের সরকারি কর্মচারী ফেডারেশনেও । দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বৈঠক করে 41 জনের কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন । জানা গেছে, পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সির সঙ্গে এ-বিষয়ে একপ্রস্থ ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : নদিয়ার তৃণমূল সভাপতির দায়িত্বে মহুয়া

কমিটির চিফ মেন্টর পদে ছিলেন শুভেন্দু অধিকারী । তাঁকে সরিয়ে দেওয়ার পাশাপাশি আহ্বায়ক পদে থাকা তিনজনের মধ্যে সৌম্য বিশ্বাস এবং তপন গড়াইকেও তাঁদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় । শুধুমাত্র দিব্যেন্দু রায় এককভাবে ফেডারেশনে নেতৃত্ব দেবেন বলে সিদ্ধান্ত নেয় শীর্ষ নেতৃত্ব । দিব্যেন্দু রায়কে দায়িত্ব দেওয়া হয় পূর্ণাঙ্গভাবে রাজ্য ও জেলাস্তরে নতুন কমিটি গঠন করার ।

আরও পড়ুন : পাখির চোখ 2021, বড়সড় রদবদল তৃণমূলে

প্রসঙ্গত, রাজ্য কমিটিতে রদবদলের পর প্রথম সমন্বয় বৈঠকে অনুপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী । এমনকি জেলার সেচ দপ্তরের কর্মসূচিতেও হাজির ছিলেন না তিনি । তা নিয়ে বেশ জলঘোলা হয় । তৃণমূল সুপ্রিমো বার্তা দেন, দল ও সরকারের প্রতিটি কর্মসূচিতে আবশ্যিকভাবে হাজির থাকতে হবে।

কিন্তু, দলনেত্রীর বার্তার পরও কর্মচারী ফেডারেশনের বৈঠকেও শুভেন্দু গরহাজির ছিলেন বলে খবর ৷এরপরই দুই নেতার পাশাপাশি দলের সরকারি কর্মচারী ফেডারেশনের মাথা থেকে নিঃশব্দে সরিয়ে দেওয়া হল শুভেন্দু অধিকারীকে ।

কলকাতা, 19 অগাস্ট : এবারে রদবদল ঘটল তৃণমূল কংগ্রেসের সরকারি কর্মচারী ফেডারেশনেও । দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল শুভেন্দু অধিকারীকে । কমিটির চিফ মেন্টর পদে ছিলেন তিনি । তাঁর সঙ্গে আহ্বায়ক ছিলেন সৌম্য বিশ্বাস, তপন গড়াই ও দিব্যেন্দু রায় । রদবদলের পর এককভাবে দিব্যেন্দু রায়কে দায়িত্বভার দিল শীর্ষ নেতৃত্ব।

কিছুদিন আগেই তৃণমূলের রাজ্য ও জেলা কমিটিতে রদবদল ঘটেছে‌ । এবার রদবদল ঘটল দলের সরকারি কর্মচারী ফেডারেশনেও । দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বৈঠক করে 41 জনের কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন । জানা গেছে, পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সির সঙ্গে এ-বিষয়ে একপ্রস্থ ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : নদিয়ার তৃণমূল সভাপতির দায়িত্বে মহুয়া

কমিটির চিফ মেন্টর পদে ছিলেন শুভেন্দু অধিকারী । তাঁকে সরিয়ে দেওয়ার পাশাপাশি আহ্বায়ক পদে থাকা তিনজনের মধ্যে সৌম্য বিশ্বাস এবং তপন গড়াইকেও তাঁদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় । শুধুমাত্র দিব্যেন্দু রায় এককভাবে ফেডারেশনে নেতৃত্ব দেবেন বলে সিদ্ধান্ত নেয় শীর্ষ নেতৃত্ব । দিব্যেন্দু রায়কে দায়িত্ব দেওয়া হয় পূর্ণাঙ্গভাবে রাজ্য ও জেলাস্তরে নতুন কমিটি গঠন করার ।

আরও পড়ুন : পাখির চোখ 2021, বড়সড় রদবদল তৃণমূলে

প্রসঙ্গত, রাজ্য কমিটিতে রদবদলের পর প্রথম সমন্বয় বৈঠকে অনুপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী । এমনকি জেলার সেচ দপ্তরের কর্মসূচিতেও হাজির ছিলেন না তিনি । তা নিয়ে বেশ জলঘোলা হয় । তৃণমূল সুপ্রিমো বার্তা দেন, দল ও সরকারের প্রতিটি কর্মসূচিতে আবশ্যিকভাবে হাজির থাকতে হবে।

কিন্তু, দলনেত্রীর বার্তার পরও কর্মচারী ফেডারেশনের বৈঠকেও শুভেন্দু গরহাজির ছিলেন বলে খবর ৷এরপরই দুই নেতার পাশাপাশি দলের সরকারি কর্মচারী ফেডারেশনের মাথা থেকে নিঃশব্দে সরিয়ে দেওয়া হল শুভেন্দু অধিকারীকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.