ETV Bharat / state

TMC Reaction on Governor: রাজ্যপালকে দিল্লি তলব বিজেপির চাপ তৈরির চেষ্টা হিসেবে দেখছে তৃণমূল - দিল্লি সফরে বাংলার রাজ্যপাল

হাতে খড়ির পরেই কেন্দ্রের ডাকে বৃহস্পতিবার দিল্লি গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বিষয়টিকে রাজ্যপালের উপর বিজেপির চাপ তৈরির কৌশল হিসেবেই দেখছে তৃণমূল (CV Ananda Bose summoned to Delhi) ৷

ETV Bharat
রাজ্যপালের দিল্লি সফর নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া
author img

By

Published : Jan 26, 2023, 11:03 PM IST

কলকাতা, 26 জানুয়ারি: রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দিল্লি তলবের পিছনে চাপ তৈরির কৌশল দেখছে তৃণমূল কংগ্রেস (Bengal Governor summoned to Delhi) ৷ রাজ্যের শাসক দলের দাবি, এভাবে রাজভবনের উপর চাপ তৈরি করতে চাইছে বিজেপি ৷ তবে তৃণমূলের দাবি, রাজ্যপালের দিল্লি সফর পূর্বনির্ধারিত ছিল । কিন্তু এই তলবজনিত চিত্রনাট্য উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করেছে বিজেপি । তৃণমূলের দাবি, রাজ্যপালকে দিল্লি তলবের গল্প রটিয়ে আসলে কেন্দ্রের দাদাগিরি প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে ।

সরস্বতী পুজো উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতে খড়ি হয় রাজভবনে (Hatey Khori of Governor CV Ananda Bose) ৷ এদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ থাকলেও রাজভবনে যাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পরে হাতে খড়ি অনুষ্ঠানে রাজ্যপালের 'জয় বাংলা' স্লোগান নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷ শুভেন্দুর বক্তব্যের প্রেক্ষিতে এদিন টুইট করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । সেখানে তিনি লেখেন, "নিরপেক্ষ রাজ্যপালকে কি জোর করে, চাপ দিয়ে বিজেপির অনুকূলে পক্ষপাতদুষ্ট করার চেষ্টা চলছে? গণতন্ত্রকে প্রহসনে পরিণত করতে আর কিছুই বাকি রাখছে না বিজেপি । যেসব কথা শোনা যাচ্ছে তা সত্যি হলে চরম আপত্তিকর । বাংলার মানুষ লক্ষ্য রাখছেন । আবার উপযুক্ত জবাব পাবে বিজেপি ।"

  • রাজ্যপালের দিল্লি সফর পূর্ব নির্ধারিত কর্মসূচি।
    তা গোপন করে যারা অন্য গল্প দিচ্ছেন এবং তলবজনিত চিত্রনাট্য লিখছেন, সেটা উদ্দেশ্যপ্রণোদিত।
    রাজভবনের উপর চাপের অপচেষ্টা বিজেপি চালাচ্ছে সেটা ঠিক। কিন্তু রাজ্যপালকে তলবের গল্প রটিয়ে দিল্লির দাদাগিরি প্রতিষ্ঠা যেন না করা হয়।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) January 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে কুণাল এদিন আরো লেখেন, "রাজ্যপালের দিল্লি সফর পূর্ব নির্ধারিত কর্মসূচি । তা গোপন করে যারা অন্য গল্প দিচ্ছেন এবং তলবজনিত চিত্রনাট্য লিখছেন, সেটা উদ্দেশ্যপ্রণোদিত ।" কুণাল ঘোষের মন্তব্য অনুযায়ী, রাজভবনের উপর চাপ সৃষ্টির অপচেষ্টা বিজেপি চালাচ্ছে সেটা ঠিক । কিন্তু রাজ্যপালকে তলবের গল্প রটিয়ে দিল্লির দাদাগিরি প্রতিষ্ঠা যেন না করা হয় ।

আরও পড়ুন : হাতে খড়ি পর্ব কাটতেই দিল্লিতে তলব, রাতেই রাজধানী যাচ্ছেন রাজ্যপাল

তবে এদিন রাজ্যপালের 'জয় বাংলা' বলা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে । বিশেষ করে বিজেপি নেতৃত্ব এই নিয়ে রাজ্যপালের (WB Governor CV Ananda Bose) সমালোচনা করছেন । এদিন এই প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বলেন, "সাধারণত রাজ্যপালের কাজ হল নির্বাচিত সরকারের পরামর্শ অনুযায়ী চলা । অতএব সাধারণভাবে রাজ্যপালের কাজ ঠিক হচ্ছে না ভুল হচ্ছে তা নিয়ে মতামত দেওয়া ঠিক হবে না । আজকে রাজ্যপাল যে কথাগুলি বলেছেন তার মধ্যে জয় বাংলা শ্লোগান আছে । এই জয় বাংলা স্লোগানটা আসলে বাংলাদেশের জাতীয় স্লোগান । এই স্লোগানটা রাজ্যপালের দেওয়া উচিত ছিল না ।"

তথাগতের মতে, রাজ্যপাল সিভি আনন্দ বোস এটা সম্ভবত রাজ্যের নির্বাচিত সরকারের পরামর্শ মেনেই করেছেন । এটা না করলেই ভালো হত । একই সঙ্গে রাজ্যপালকে দিল্লি ডাকা প্রসঙ্গে তিনি বলেছেন, "এই মুহূর্তে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে একাধিক সমস্যা রয়েছে, সে সম্পর্কে রিপোর্ট কেন্দ্রীয় সরকার রাজ্যপালের কাছ থেকে চাইতেই পারে ।"

কলকাতা, 26 জানুয়ারি: রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দিল্লি তলবের পিছনে চাপ তৈরির কৌশল দেখছে তৃণমূল কংগ্রেস (Bengal Governor summoned to Delhi) ৷ রাজ্যের শাসক দলের দাবি, এভাবে রাজভবনের উপর চাপ তৈরি করতে চাইছে বিজেপি ৷ তবে তৃণমূলের দাবি, রাজ্যপালের দিল্লি সফর পূর্বনির্ধারিত ছিল । কিন্তু এই তলবজনিত চিত্রনাট্য উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করেছে বিজেপি । তৃণমূলের দাবি, রাজ্যপালকে দিল্লি তলবের গল্প রটিয়ে আসলে কেন্দ্রের দাদাগিরি প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে ।

সরস্বতী পুজো উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতে খড়ি হয় রাজভবনে (Hatey Khori of Governor CV Ananda Bose) ৷ এদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ থাকলেও রাজভবনে যাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পরে হাতে খড়ি অনুষ্ঠানে রাজ্যপালের 'জয় বাংলা' স্লোগান নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷ শুভেন্দুর বক্তব্যের প্রেক্ষিতে এদিন টুইট করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । সেখানে তিনি লেখেন, "নিরপেক্ষ রাজ্যপালকে কি জোর করে, চাপ দিয়ে বিজেপির অনুকূলে পক্ষপাতদুষ্ট করার চেষ্টা চলছে? গণতন্ত্রকে প্রহসনে পরিণত করতে আর কিছুই বাকি রাখছে না বিজেপি । যেসব কথা শোনা যাচ্ছে তা সত্যি হলে চরম আপত্তিকর । বাংলার মানুষ লক্ষ্য রাখছেন । আবার উপযুক্ত জবাব পাবে বিজেপি ।"

  • রাজ্যপালের দিল্লি সফর পূর্ব নির্ধারিত কর্মসূচি।
    তা গোপন করে যারা অন্য গল্প দিচ্ছেন এবং তলবজনিত চিত্রনাট্য লিখছেন, সেটা উদ্দেশ্যপ্রণোদিত।
    রাজভবনের উপর চাপের অপচেষ্টা বিজেপি চালাচ্ছে সেটা ঠিক। কিন্তু রাজ্যপালকে তলবের গল্প রটিয়ে দিল্লির দাদাগিরি প্রতিষ্ঠা যেন না করা হয়।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) January 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে কুণাল এদিন আরো লেখেন, "রাজ্যপালের দিল্লি সফর পূর্ব নির্ধারিত কর্মসূচি । তা গোপন করে যারা অন্য গল্প দিচ্ছেন এবং তলবজনিত চিত্রনাট্য লিখছেন, সেটা উদ্দেশ্যপ্রণোদিত ।" কুণাল ঘোষের মন্তব্য অনুযায়ী, রাজভবনের উপর চাপ সৃষ্টির অপচেষ্টা বিজেপি চালাচ্ছে সেটা ঠিক । কিন্তু রাজ্যপালকে তলবের গল্প রটিয়ে দিল্লির দাদাগিরি প্রতিষ্ঠা যেন না করা হয় ।

আরও পড়ুন : হাতে খড়ি পর্ব কাটতেই দিল্লিতে তলব, রাতেই রাজধানী যাচ্ছেন রাজ্যপাল

তবে এদিন রাজ্যপালের 'জয় বাংলা' বলা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে । বিশেষ করে বিজেপি নেতৃত্ব এই নিয়ে রাজ্যপালের (WB Governor CV Ananda Bose) সমালোচনা করছেন । এদিন এই প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বলেন, "সাধারণত রাজ্যপালের কাজ হল নির্বাচিত সরকারের পরামর্শ অনুযায়ী চলা । অতএব সাধারণভাবে রাজ্যপালের কাজ ঠিক হচ্ছে না ভুল হচ্ছে তা নিয়ে মতামত দেওয়া ঠিক হবে না । আজকে রাজ্যপাল যে কথাগুলি বলেছেন তার মধ্যে জয় বাংলা শ্লোগান আছে । এই জয় বাংলা স্লোগানটা আসলে বাংলাদেশের জাতীয় স্লোগান । এই স্লোগানটা রাজ্যপালের দেওয়া উচিত ছিল না ।"

তথাগতের মতে, রাজ্যপাল সিভি আনন্দ বোস এটা সম্ভবত রাজ্যের নির্বাচিত সরকারের পরামর্শ মেনেই করেছেন । এটা না করলেই ভালো হত । একই সঙ্গে রাজ্যপালকে দিল্লি ডাকা প্রসঙ্গে তিনি বলেছেন, "এই মুহূর্তে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে একাধিক সমস্যা রয়েছে, সে সম্পর্কে রিপোর্ট কেন্দ্রীয় সরকার রাজ্যপালের কাছ থেকে চাইতেই পারে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.