ETV Bharat / state

প্রতিবাদ মিছিলে নারাজ অরূপ - শুভেন্দু অধিকারীর মিছিল

উন্নয়নের স্বার্থে 365 দিনই মিছিল করে তৃণমূল ৷ তৃণমূল কখনও কাউকে অনুসরণ করে না ৷ বরং তৃণমূল কংগ্রেসকে অন্য রাজনৈতিক দল অনুসরণ করে ৷ তাই দক্ষিণ কলকাতার মিছিলকে বিজেপির পালটা বা প্রতিবাদ মিছিল বলায় আপত্তি তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের ৷

অরূপ বিশ্বাস
অরূপ বিশ্বাস
author img

By

Published : Jan 19, 2021, 10:08 PM IST

কলকাতা, 19 জানুয়ারি : দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের মিছিলকে শুভেন্দু অধিকারীর পালটা মিছিল বা প্রতিবাদ মিছিল বলতে নারাজ অরূপ বিশ্বাস । তাঁর সাফ কথা, "তৃণমূল কংগ্রেস কোনও প্রতিবাদ মিছিল করে না ।"

আরও পড়ুন : আপনাকে নন্দীগ্রামেই দাঁড়াতে হবে, দু'জায়গায় দাঁড়ালে চলবে না: শুভেন্দু

আজ টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করে তৃণমূল কংগ্রেস । মিছিলের প্রথম সারিতে ছিলেন দলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় ৷ ছিলেন অরূপ বিশ্বাস, বৈশ্বানর চট্টোপাধ্যায়, দেবাশিস কুমার, মালা রায়সহ অন্যরা । বিজেপিকে উৎখাতের ডাক দিয়ে মিছিলে পা মেলান প্রায় হাজারের বেশি কর্মী-সমর্থক ।

আরও পড়ুন : একুশে ভয়ঙ্কর খেলা হবে : অনুব্রত

গতকালই দক্ষিণ কলকাতায় রোড শো ও পথসভা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী । একই পথে আজ মিছিল করে তৃণমূল কংগ্রেস । তবে অরূপ বিশ্বাস এই মিছিলকে পালটা মিছিল বা প্রতিবাদ মিছিল বলতে চান না ৷ বলেন, "তৃণমূল কংগ্রেস প্রতিবাদ মিছিল করে না । উত্তমকুমারকে দেখে অন্যরা শেখে । অন্যদের দেখে উত্তমকুমার শেখেন না । সচিন তেন্ডুলকরও কাউকে অনুসরণ করেন না । বাংলার রাজনীতিবিদরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করেন । তৃণমূল কংগ্রেসকে অনুসরণ করেন । উন্নতির স্বার্থে ও শান্তির লক্ষ্যে সর্বদাই রাস্তায় ছিলাম, আছি, থাকব । 365 দিন মিছিল করি । "

Tmc rally lead by Arup Biswas in South Kolkata
দক্ষিণ কলকাতায় তৃণমূলের মিছিল

আরও পড়ুন : জনগণই এবার 356 চাইবে: মুকুল রায়

দক্ষিণ কলকাতার রাজপথে আরও একটি মিছিল করার উদ্যোগ নিয়েছে বিজেপি । এ প্রসঙ্গে অরূপ বিশ্বাসের বক্তব্য, "গণতান্ত্রিক দেশ । মিছিল করতেই পারে । কিন্তু একটা কথাই বলব, বাংলাতে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ রয়েছে ৷ সেই পরিবেশকে নষ্ট করবেন না । দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবেন না । মিছিলকে হাইলাইট করার জন্য ঝামেলা যাতে না বাধায় সেদিকে লক্ষ্য রাখতে হবে । তবে, যত মিছিল করবে তত তৃণমূলেরই সুবিধা হবে ।"

আরও পড়ুন : কিছু প্রভাবশালী তৃণমূল নেতা সব ক্ষমতা ভোগ করে অন্য দলে চলে গিয়েছেন : ফিরহাদ

কলকাতা, 19 জানুয়ারি : দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের মিছিলকে শুভেন্দু অধিকারীর পালটা মিছিল বা প্রতিবাদ মিছিল বলতে নারাজ অরূপ বিশ্বাস । তাঁর সাফ কথা, "তৃণমূল কংগ্রেস কোনও প্রতিবাদ মিছিল করে না ।"

আরও পড়ুন : আপনাকে নন্দীগ্রামেই দাঁড়াতে হবে, দু'জায়গায় দাঁড়ালে চলবে না: শুভেন্দু

আজ টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করে তৃণমূল কংগ্রেস । মিছিলের প্রথম সারিতে ছিলেন দলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় ৷ ছিলেন অরূপ বিশ্বাস, বৈশ্বানর চট্টোপাধ্যায়, দেবাশিস কুমার, মালা রায়সহ অন্যরা । বিজেপিকে উৎখাতের ডাক দিয়ে মিছিলে পা মেলান প্রায় হাজারের বেশি কর্মী-সমর্থক ।

আরও পড়ুন : একুশে ভয়ঙ্কর খেলা হবে : অনুব্রত

গতকালই দক্ষিণ কলকাতায় রোড শো ও পথসভা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী । একই পথে আজ মিছিল করে তৃণমূল কংগ্রেস । তবে অরূপ বিশ্বাস এই মিছিলকে পালটা মিছিল বা প্রতিবাদ মিছিল বলতে চান না ৷ বলেন, "তৃণমূল কংগ্রেস প্রতিবাদ মিছিল করে না । উত্তমকুমারকে দেখে অন্যরা শেখে । অন্যদের দেখে উত্তমকুমার শেখেন না । সচিন তেন্ডুলকরও কাউকে অনুসরণ করেন না । বাংলার রাজনীতিবিদরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করেন । তৃণমূল কংগ্রেসকে অনুসরণ করেন । উন্নতির স্বার্থে ও শান্তির লক্ষ্যে সর্বদাই রাস্তায় ছিলাম, আছি, থাকব । 365 দিন মিছিল করি । "

Tmc rally lead by Arup Biswas in South Kolkata
দক্ষিণ কলকাতায় তৃণমূলের মিছিল

আরও পড়ুন : জনগণই এবার 356 চাইবে: মুকুল রায়

দক্ষিণ কলকাতার রাজপথে আরও একটি মিছিল করার উদ্যোগ নিয়েছে বিজেপি । এ প্রসঙ্গে অরূপ বিশ্বাসের বক্তব্য, "গণতান্ত্রিক দেশ । মিছিল করতেই পারে । কিন্তু একটা কথাই বলব, বাংলাতে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ রয়েছে ৷ সেই পরিবেশকে নষ্ট করবেন না । দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবেন না । মিছিলকে হাইলাইট করার জন্য ঝামেলা যাতে না বাধায় সেদিকে লক্ষ্য রাখতে হবে । তবে, যত মিছিল করবে তত তৃণমূলেরই সুবিধা হবে ।"

আরও পড়ুন : কিছু প্রভাবশালী তৃণমূল নেতা সব ক্ষমতা ভোগ করে অন্য দলে চলে গিয়েছেন : ফিরহাদ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.