কলকাতা, 6 সেপ্টেম্বর: সাংগঠনিক জেলার রূপবদল তৃণমূলের (TMC)। এবার দক্ষিণ 24 পরগনা জেলায় সদ্য গঠিত ডায়মন্ডহারবার ও যাদবপুর সাংগঠনিক জেলা থেকে কলকাতা পৌরসভার অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলিকে বাদ দেওয়া হল । এখন দক্ষিণ 24 পরগনা ও ওই সাংগঠনিক জেলার অংশটুকুকে শুধু ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলা হিসাবে নামকরণ করা হয়েছে । এ ক্ষেত্রে কলকাতা পৌরসভার অন্তর্ভুক্ত যাদবপুর এবং টালিগঞ্জ বিধানসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার মধ্যে ।
তৃণমূল সূত্রে খবর, যেহেতু কলকাতা পৌরসভার অন্তর্ভুক্ত বিভিন্ন ওয়ার্ড কেন্দ্রীয় ভাবে কলকাতার থেকেই নিয়ন্ত্রিত হয়, তাই যাদবপুর এবং টালিগঞ্জের মতো কলকাতা লাগোয়া ওয়ার্ডগুলিকে আলাদা করে দক্ষিণ 24 পরগনা সাংগঠনিক নেতৃত্বের হাতে তুলে দিলে, পরবর্তীতে এর প্রভাব পৌরসভা নির্বাচনে পড়তে পারে । সে ক্ষেত্রে যাতে দলীয় সংগঠনকে পৌরসভা নির্বাচনে সঠিকভাবে চালিত করা যায়, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ।
যদিও এ বিষয়ে দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে রাজি হননি । সম্প্রতি এক ব্যক্তি এক পদ নীতি চালু করে তৃণমূল কংগ্রেস জেলা সদরের বড় জেলাগুলিকে একাধিক ছোট ছোট অংশে ভাগ করে বুথস্তর থেকে সংগঠনকে মজবুত করার প্রক্রিয়া শুরু করেছে ।
আরও পড়ুন : Suvendu Adhikari : গ্রেফতার করা যাবে না, হাইকোর্টের রক্ষাকবচে স্বস্তি শুভেন্দুর
এ ক্ষেত্রে একাধিক জেলায় জেলা সভাপতি হিসেবে থাকা রাজ্যের মন্ত্রীদের সরিয়ে দেওয়া হয়েছে এবং সংগঠনকে জোরদার করতে নতুন মুখ নিয়ে আসা হয়েছে । এই অবস্থায় যেহেতু সামনে রয়েছে পৌর নির্বাচন, তাই পৌর এলাকায় সংগঠনকে কার্যকারী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জনমানসে ভাবমূর্তি উজ্জ্বল এমন নেতাদের তুলে আনার জন্য জেলা সভাপতিদের দায়িত্ব দেওয়া হয়েছে । মূলত সেই প্রক্রিয়ায় গতি আনতে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে ।
আরও পড়ুন : By-election : তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা তৃণমূলের, ভবানীপুরে ‘খেলবেন’ মমতা