ETV Bharat / state

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে সংসদে তৃণমূল সাংসদরা - fuel price hike

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অনেকদিন ধরেই সরব তৃণমূল ৷ গত সপ্তাহে প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল ৷ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণে ভুক্তভোগী শুধু বাংলার মানুষ একথা ভাবলে ভুল হবে ৷ আর সেই কারণে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে বাংলার পাশাপাশি দেশব্যাপী জোরদার আন্দোলন গড়ে তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস ৷

tmc
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে সংসদে যাবে তৃণমূল সাংসদরা
author img

By

Published : Jul 19, 2021, 7:57 AM IST

Updated : Jul 19, 2021, 12:34 PM IST

নয়াদিল্লি, 19 জুলাই : আজ থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন ৷ বিভিন্ন ইস্যুতে ইতিমধ্যেই কেন্দ্রকে আক্রমণ করতে ছাড়ছে না বিরোধীরা ৷ বিশেষত, তৃণমূল ৷ এবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে আজ সাইকেল চালিয়ে সংসদে যান তৃণমূল সাংসদরা । মোদির সরকারের সময়ে লাগাতার বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। এই অবস্থায় রাজ্যে যেমন রাজপথে নেমে প্রতিবাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ এবার দিল্লিতেও একইভাবে কেন্দ্রের বিরোধিতায় সরব হলেন তৃণমূল সাংসদরা ।

তৃণমূল সংসদীয় দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, লাগামছাড়া পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে সংসদ চলাকালীন দিল্লিতে দলের কার্যালয় থেকে সংসদ পর্যন্ত সাইকেল চালিয়ে যাবেন তৃণমূল সাংসদরা । সেইমতো আজ তারা সংসদে পৌঁছায় ৷ এখানেই শেষ নয়,সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, সংসদের বাদল অধিবেশন চলাকালীন এই নিয়ে সংসদের উভয় কক্ষে সরব হবে তৃণমূল । এর আগে বিধানসভার অধিবেশন চলাকালীন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিঙ্গুর থেকে সাইকেল চালিয়ে বিধানসভায় এসেছিলেন ।

আরও পড়ুন: দীনেশের ছেড়ে যাওয়া আসনে তৃণমূলের প্রার্থী কে, জল্পনা তুঙ্গে

শুধু তাই নয়, গত সপ্তাহে বারবার তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামতে দেখা গিয়েছে । দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ছোট-বড় সমস্ত নেতাই এই কর্মসূচিতে অংশ নিয়েছেন । কিন্তু পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণে ভুক্তভোগী শুধু বাংলার মানুষ একথা ভাবলে ভুল হবে ৷ আর সেই কারণে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে বাংলার পাশাপাশি দেশব্যাপী জোরদার আন্দোলন গড়ে তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস ৷

নয়াদিল্লি, 19 জুলাই : আজ থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন ৷ বিভিন্ন ইস্যুতে ইতিমধ্যেই কেন্দ্রকে আক্রমণ করতে ছাড়ছে না বিরোধীরা ৷ বিশেষত, তৃণমূল ৷ এবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে আজ সাইকেল চালিয়ে সংসদে যান তৃণমূল সাংসদরা । মোদির সরকারের সময়ে লাগাতার বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। এই অবস্থায় রাজ্যে যেমন রাজপথে নেমে প্রতিবাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ এবার দিল্লিতেও একইভাবে কেন্দ্রের বিরোধিতায় সরব হলেন তৃণমূল সাংসদরা ।

তৃণমূল সংসদীয় দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, লাগামছাড়া পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে সংসদ চলাকালীন দিল্লিতে দলের কার্যালয় থেকে সংসদ পর্যন্ত সাইকেল চালিয়ে যাবেন তৃণমূল সাংসদরা । সেইমতো আজ তারা সংসদে পৌঁছায় ৷ এখানেই শেষ নয়,সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, সংসদের বাদল অধিবেশন চলাকালীন এই নিয়ে সংসদের উভয় কক্ষে সরব হবে তৃণমূল । এর আগে বিধানসভার অধিবেশন চলাকালীন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিঙ্গুর থেকে সাইকেল চালিয়ে বিধানসভায় এসেছিলেন ।

আরও পড়ুন: দীনেশের ছেড়ে যাওয়া আসনে তৃণমূলের প্রার্থী কে, জল্পনা তুঙ্গে

শুধু তাই নয়, গত সপ্তাহে বারবার তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামতে দেখা গিয়েছে । দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ছোট-বড় সমস্ত নেতাই এই কর্মসূচিতে অংশ নিয়েছেন । কিন্তু পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণে ভুক্তভোগী শুধু বাংলার মানুষ একথা ভাবলে ভুল হবে ৷ আর সেই কারণে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে বাংলার পাশাপাশি দেশব্যাপী জোরদার আন্দোলন গড়ে তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস ৷

Last Updated : Jul 19, 2021, 12:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.