কলকাতা, 1 অগস্ট: পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনা নিয়ে বাংলা সরকারকে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ তিনি বলেন "ওরা (বিরোধী) দেশটাকে পশ্চিমবঙ্গ বানাতে চায় ৷" এর পালটা জবাবে তৃণমূল রাজ্যসভা সাংসদ শান্তনু সেন তাঁকে মনে করিয়ে দেন, নারী-গৃহবধূ নির্যাতন, পারিবারিক হিংসার ঘটনা, শিশু ও নারীপাচারের মতো অপরাধজনক কাজকর্মে দেশে যে ক'টি রাজ্য আছে, তার মধ্যে অন্যতম উত্তরপ্রদেশ ৷
সোমবার একটা সাংবাদিক সংস্থায় সাক্ষাৎকারে বাংলার পঞ্চায়েত নির্বাচনের বিষয়টি উঠে আসে ৷ সেখানে যোগী আদিত্যনাথ অভিযোগ করেন, পশ্চিমঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতায় থাকা শাসকদল পুরো প্রশাসনিক ব্যবস্থাকে নিজের জোরে ব্যবহার করছে ৷ বিরোধী দলের কার্যকর্তাদের কীভাবে মারধর করা হয়েছে, তা চোখের সামনে এসেছে ৷ এগুলি চোখ খুলে দেয় ৷ এ বিষয়ে কেউ কিছু বলে না ৷ সবাই চুপ করে আছে ৷
আরও পড়ুন: যোগী সরকারের বিজ্ঞাপন বিভ্রাটের কারণ জানতে আরটিআই
এর প্রতিক্রিয়ায় ডাঃ শান্তনু সেন বলেন, "বুলডোজার বাবা যোগী আদিত্যনাথকে মনে করিয়ে দিই, আজও উত্তরপ্রদেশের হাথরসের ঘটনা আমাদের মনে দগদগে হয়ে আছে ৷ এনকাউন্টারের নামে মানুষকে মেরে দেওয়ার ঘটনা সবথেকে বেশি যদি কোথাও হয়ে থাকে, তার নাম উত্তরপ্রদেশ ৷ লকআপে মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যেই ৷"
এখানেই শেষ নয়, শান্তনু সেন যোগী রাজ্যে উন্নয়নের বিজ্ঞাপনে মা ফ্লাইওভারের ছবির ঘটনাটিও মনে করিয়ে দেন ৷ তিনি কটাক্ষ করেন "যোগীকে তাঁর রাজ্যের উন্নয়নের ছবি দেখাতে বাংলার ছবি চুরি করতে হয় ৷ যোগীজি বাংলার নিন্দা করছেন ৷ আবার তাঁর সরকার নির্বাচনের আগে বাংলার মা ফ্লাইওভারের ছবি চুরি করে লাগাচ্ছে ৷ এর থেকে স্পষ্ট বাংলার থেকে উত্তরপ্রদেশ পিছিয়ে আছে ৷" তৃণমূল সাংসদ আরও জানান, উত্তরপ্রদেশের উন্নয়নের কথা বলতে গিয়ে বাংলার ছবি চুরি করা ছাড়া তাদের কোনও উপায় নেই ৷
আরও পড়ুন: দেশের অবস্থা বাংলার মতো করতে চায় তৃণমূল, পঞ্চায়েতে হিংসা নিয়ে সরব যোগী
শান্তনু সেন যোগী আদিত্যনাথকে পরামর্শ দেন, যদি সত্য়িই নিজের রাজ্যের জন্য ভালো কিছু করতে চান, তাহলে এ রাজ্যে এসে বাংলার মুখ্যমন্ত্রীর থেকে তা শিখে যান ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলি কীভাবে নিজের রাজ্যে প্রয়োগ করা যায়, তা জেনে যান ৷ এমনিতেই উত্তরপ্রদেশ ক্রমশ দেশের উন্নয়ন মানচিত্রে পিছনের সারিতে সরে যাচ্ছে ৷ তাঁর সতর্কবার্তা, "এখনই যোগীর ঘুম না ভাঙলে তা আরও পিছনের সারিতে সরে যাবে ৷"