কলকাতা, 12 সেপ্টেম্বর: ইডি দফতরে হাজিরা দিতে এলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান ৷ মঙ্গলবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কার্যালয়ে পৌঁছলেন টলি অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ ৷ ফ্ল্যাট দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে কয়েক কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে ৷ জানা গিয়েছে, এই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে ৷
সূত্রের খবর, চারশোরও বেশি প্রবীণ নাগরিক ইডি-র কাছে নুসরতের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে ৷ অভিযোগকারীরা 2017 সালে নিউ টাউনে ফ্ল্যাট কেনার জন্য একটি রিয়্যাল এস্টেট কোম্পানিকে টাকা দিয়েছিল ৷ এরপর দীর্ঘ ছ'বছর কেটে গিয়েছে ৷ তাঁরা তাঁদের প্রাপ্য ফ্ল্যাট হাতে পাননি ৷ এমনকী তাঁদের দেওয়া টাকাও ফেরত দেওয়া হয়নি ৷
এদিকে যে সময় ওই টাকা দেওয়া হয়েছিল, তখন সেই কোম্পানির অন্যতম ডিরেক্টর ছিলেন বর্তমান তৃণমূলের সাংসদ নুসরত জাহান ৷ তাঁর বিরুদ্ধে প্রায় 28 কোটি টাকা জালিয়াতির অভিযোগ তুলেছেন প্রবীণ ক্রেতারা ৷ তিনি ফ্ল্যাট দেওয়ার নাম করে ওই টাকা নিয়েছিলেন ৷ কিন্তু ফ্ল্যাটও দেননি এবং টাকাও ফিরিয়ে দেননি বলে অভিযোগ ৷
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ওই ফ্ল্যাট কেনাবেচা বিষয়েই নুসরতকে জেরা করা হবে ৷ আজ তাঁর বয়ানও রেকর্ড করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ ওই ফ্ল্যাট বিক্রেতা কোম্পানিতে নুসরতের ভূমিকা কী ছিল, তা জানতে চাইবে ইডি ৷
আরও পড়ুন: নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ জানাতে ইডি দফতরে শঙ্কুদেব পাণ্ডা
ফ্ল্যাট দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন অভিনেত্রী নুসরত ৷ 2 অগস্ট কলকাতা প্রেসক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে এই দাবি করেন ৷ বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ জানান, 2017 সালের মার্চ মাসে তিনি ওই কোম্পানির ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ ওই রিয়্যাল এস্টেট কোম্পানি থেকে নুসরত 1 কোটি 16 লক্ষ 30 হাজার টাকা ঋণ নিয়েছিলেন ৷ 2017 সালের 6 মে সুদে-আসলে ঋণের টাকা 1 কোটি 40 লক্ষ 71 হাজার টাকা মিটিয়ে দিয়েছেন ৷ তারপরেও এই অভিযোগ নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেন অভিনেত্রী-সাংসদ ৷ সময়ের আগেই সাংবাদিক বৈঠকও শেষ করেন বলে দাবি ওঠে ৷