ETV Bharat / state

Mahua Moitra: 31 অক্টোবর হাজিরা দেওয়া সম্ভব নয়, এথিক্স কমিটিকে চিঠি মহুয়ার - লোকসভার এথিক্স কমিটি

Mahua Moitra writes to Lok Sabha Ethics Committee: লোকসভায় ঘুষ নিয়ে প্রশ্ন করায় অভিযুক্ত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ বিষয়টি খতিয়ে দেখছে লোকসভার এথিক্স কমিটি ৷ বুধবার অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় আনন্দ দেহদ্রাইকে ডেকে কথা বলেছে ওই কমিটি ৷ এর 31 অক্টোবর ডাকা হয়েছে মহুয়াকে ৷ কিন্তু তিনি ওই দিন আসতে পারবেন না বলে জানিয়ে দিলেন ৷

Mahua Moitra
Mahua Moitra
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 2:00 PM IST

Updated : Oct 27, 2023, 2:12 PM IST

কলকাতা, 27 অক্টোবর: ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ৷ তাঁকে আগামী 31 অক্টোবর তলব করেছে লোকসভার এথিক্স কমিটি ৷ কিন্তু সেই দিনে তিনি যেতে পারবেন না বলে জানিয়ে দিলেন কৃষ্ণনগরের সাংসদ ৷

এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার দু’পাতার একটি চিঠি পাঠিয়েছেন মহুয়া মৈত্র ৷ সেই চিঠিতেই তিনি বিষয়টি উল্লেখ করেছেন ৷ শুক্রবার সকালে সেই চিঠি প্রকাশ্যে এনে সোশাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল কংগ্রেসের এই বাগ্মী সাংসদ ৷

ওই পোস্টে মহুয়া মৈত্র লিখেছেন, এথিক্স কমিটির চেয়ারম্যান তাঁকে ডেকে পাঠানোর তারিখ আগে সংবাদমাধ্যমে জানিয়েছেন ৷ পরে তিনি চিঠি পেয়েছেন ৷ মহুয়ার দাবি, তিনি বৃহস্পতিবার সন্ধ্যা 7টা 20 মিনিট নাগাদ চিঠি পান ৷ মহুয়ার আরও দাবি, সমস্ত অভিযোগ এবং স্বতঃপ্রণোদিত হলফনামায় সংবাদমাধ্যমের হাতে আগে চলে গিয়েছে ৷

  • Chairman, Ethics Comm announced my 31/10 summons on live TV way before official letter emailed to me at 19:20 hrs. All complaints & suo moto affidavits also released to media. I look forward to deposing immediately after my pre- scheduled constituency programmes end on Nov 4. pic.twitter.com/ARgWeSQiHJ

    — Mahua Moitra (@MahuaMoitra) October 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর সংসদীয় এলাকায় আগামী 4 নভেম্বর পর্যন্ত পূর্বনির্ধারিত অনেক অনুষ্ঠান আছে ৷ সেগুলিতে তাঁকে যোগ দিতে হবে ৷ সেই কারণে তিনি আগামী 4 নভেম্বরের পর যেকোনও দিন উপস্থিত হতে পারবেন এথিক্স কমিটির সামনে ৷

আরও পড়ুন: ঘুষ কাণ্ডে মহুয়াকে সমন এথিক্স কমিটির

উল্লেখ্য, মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ তাঁর অভিযোগ, শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে লোকসভায় শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে একাধিক প্রশ্ন করেছেন মহুয়া ৷ সাংসদ হিসেবে লোকসভার ওয়েবসাইটে তাঁকে যে অ্যাক্সেস দেওয়া হয়েছে, তার ইউজারনেম ও পাসওয়ার্ড তিনি অন্য কাউকে দিয়েছিলেন ৷

এই নিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে চিঠি লেখেন নিশিকান্ত দুবে ৷ তিনি বিষয়টি এথিক্স কমিটির কাছে পাঠিয়ে দেন ৷ গতকাল, বুধবার এথিক্স কমিটি ডেকে পাঠিয়েছিল নিশিকান্ত দুবেকে ৷ তাঁর সঙ্গেই ডেকে পাঠানো হয় আইনজীবী জয় আনন্দ দেহদ্রাইকেও ৷ কারণ, নিশিকান্ত জানিয়েছিলেন যে পুরো বিষয়টি তাঁকে জয়ই জানিয়েছেন ৷

এই বিষয়ে এক ব্যবসায়ীরও নাম এসেছে ৷ তিনি এথিক্স কমিটির কাছে ইতিমধ্যে হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন বলে খবর ৷ সেই হলফনামাও সংবাদমাধ্যমের সামনে চলে আসে ৷ ফলে এই নিয়ে গত কয়েকদিন ধরেই জাতীয় রাজনীতিতে ব্যাপক চর্চা চলছে ৷ এই পরিস্থিতিতে মহুয়া মৈত্র কবে এথিক্স কমিটির সামনে উপস্থিত হতে চান, এখন সেটাই দেখার !

আরও পড়ুন: মহুয়ার বিরুদ্ধে অভিযোগের তদন্তে বৈঠকে এথিক্স কমিটি, তথ্য-প্রমাণ দেবেন 2 অভিযোগকারী

কলকাতা, 27 অক্টোবর: ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ৷ তাঁকে আগামী 31 অক্টোবর তলব করেছে লোকসভার এথিক্স কমিটি ৷ কিন্তু সেই দিনে তিনি যেতে পারবেন না বলে জানিয়ে দিলেন কৃষ্ণনগরের সাংসদ ৷

এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার দু’পাতার একটি চিঠি পাঠিয়েছেন মহুয়া মৈত্র ৷ সেই চিঠিতেই তিনি বিষয়টি উল্লেখ করেছেন ৷ শুক্রবার সকালে সেই চিঠি প্রকাশ্যে এনে সোশাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল কংগ্রেসের এই বাগ্মী সাংসদ ৷

ওই পোস্টে মহুয়া মৈত্র লিখেছেন, এথিক্স কমিটির চেয়ারম্যান তাঁকে ডেকে পাঠানোর তারিখ আগে সংবাদমাধ্যমে জানিয়েছেন ৷ পরে তিনি চিঠি পেয়েছেন ৷ মহুয়ার দাবি, তিনি বৃহস্পতিবার সন্ধ্যা 7টা 20 মিনিট নাগাদ চিঠি পান ৷ মহুয়ার আরও দাবি, সমস্ত অভিযোগ এবং স্বতঃপ্রণোদিত হলফনামায় সংবাদমাধ্যমের হাতে আগে চলে গিয়েছে ৷

  • Chairman, Ethics Comm announced my 31/10 summons on live TV way before official letter emailed to me at 19:20 hrs. All complaints & suo moto affidavits also released to media. I look forward to deposing immediately after my pre- scheduled constituency programmes end on Nov 4. pic.twitter.com/ARgWeSQiHJ

    — Mahua Moitra (@MahuaMoitra) October 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর সংসদীয় এলাকায় আগামী 4 নভেম্বর পর্যন্ত পূর্বনির্ধারিত অনেক অনুষ্ঠান আছে ৷ সেগুলিতে তাঁকে যোগ দিতে হবে ৷ সেই কারণে তিনি আগামী 4 নভেম্বরের পর যেকোনও দিন উপস্থিত হতে পারবেন এথিক্স কমিটির সামনে ৷

আরও পড়ুন: ঘুষ কাণ্ডে মহুয়াকে সমন এথিক্স কমিটির

উল্লেখ্য, মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ তাঁর অভিযোগ, শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে লোকসভায় শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে একাধিক প্রশ্ন করেছেন মহুয়া ৷ সাংসদ হিসেবে লোকসভার ওয়েবসাইটে তাঁকে যে অ্যাক্সেস দেওয়া হয়েছে, তার ইউজারনেম ও পাসওয়ার্ড তিনি অন্য কাউকে দিয়েছিলেন ৷

এই নিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে চিঠি লেখেন নিশিকান্ত দুবে ৷ তিনি বিষয়টি এথিক্স কমিটির কাছে পাঠিয়ে দেন ৷ গতকাল, বুধবার এথিক্স কমিটি ডেকে পাঠিয়েছিল নিশিকান্ত দুবেকে ৷ তাঁর সঙ্গেই ডেকে পাঠানো হয় আইনজীবী জয় আনন্দ দেহদ্রাইকেও ৷ কারণ, নিশিকান্ত জানিয়েছিলেন যে পুরো বিষয়টি তাঁকে জয়ই জানিয়েছেন ৷

এই বিষয়ে এক ব্যবসায়ীরও নাম এসেছে ৷ তিনি এথিক্স কমিটির কাছে ইতিমধ্যে হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন বলে খবর ৷ সেই হলফনামাও সংবাদমাধ্যমের সামনে চলে আসে ৷ ফলে এই নিয়ে গত কয়েকদিন ধরেই জাতীয় রাজনীতিতে ব্যাপক চর্চা চলছে ৷ এই পরিস্থিতিতে মহুয়া মৈত্র কবে এথিক্স কমিটির সামনে উপস্থিত হতে চান, এখন সেটাই দেখার !

আরও পড়ুন: মহুয়ার বিরুদ্ধে অভিযোগের তদন্তে বৈঠকে এথিক্স কমিটি, তথ্য-প্রমাণ দেবেন 2 অভিযোগকারী

Last Updated : Oct 27, 2023, 2:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.