কলকাতা, 15 এপ্রিল: পাকিস্তানকে জবাব একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই দিতে পারেন, এমন কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে করা সম্ভব নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই মন্তব্যের পর এখনও কাটেনি 24 ঘণ্টা ৷ তার মধ্যেই পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলা নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করলেন মহুয়া মৈত্র ৷ তৃণমূল কংগ্রেসের এই সাংসদ এদিন হাতিয়ার করেছেন জম্মু ও কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল সত্যপাল মালিকের বক্তব্য ৷ মহুয়ার অভিযোগ, পুলওয়ামার হামলার জন্য বিজেপিই দায়ী ৷
শুক্রবার এই নিয়ে তিনটি টুইট করেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷ প্রথম টুইটে তিনি লিখেছেন, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক জানিয়েছেন যে সরকারের গাফিলতির জন্য 40 জন জওয়ান সেদিন পুলওয়ামায় শহিদ হয়েছিলেন ৷ সিআরপিএফ স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে 5টি এয়ারক্রাফট চেয়েছিল ৷ কারণ, এতবড় কনভয়ে জওয়ানদের নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ ছিল ৷ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক সেই অনুরোধ ফিরিয়ে দেয় ৷
ওই টুইটে মহুয়া আরও লিখছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মালিককে এই নিয়ে চুপ করে থাকতে নির্দেশ দিয়েছিলেন ৷ অথচ পুলওয়ামার ঘটনার ফায়দা বিজেপি পুরোপুরি নিয়েছিল 2019 সালের লোকসভা ভোটে ৷
-
Ex J&K Governor Malik says Pulwama convoy bombing killing 40 jawans was govt’s fault. CRPF asked @HMOIndia for 5 aircrafts to ferry jawans since such large convoys never go by road. MHA refused.
— Mahua Moitra (@MahuaMoitra) April 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
PM & NSA Doval then told Malik “Aap chup rahiye”.
Pulwama swung 2019 polls for BJP.
">Ex J&K Governor Malik says Pulwama convoy bombing killing 40 jawans was govt’s fault. CRPF asked @HMOIndia for 5 aircrafts to ferry jawans since such large convoys never go by road. MHA refused.
— Mahua Moitra (@MahuaMoitra) April 15, 2023
PM & NSA Doval then told Malik “Aap chup rahiye”.
Pulwama swung 2019 polls for BJP.Ex J&K Governor Malik says Pulwama convoy bombing killing 40 jawans was govt’s fault. CRPF asked @HMOIndia for 5 aircrafts to ferry jawans since such large convoys never go by road. MHA refused.
— Mahua Moitra (@MahuaMoitra) April 15, 2023
PM & NSA Doval then told Malik “Aap chup rahiye”.
Pulwama swung 2019 polls for BJP.
পরের টুইটে একটি ভিডিয়ো লিঙ্ক শেয়ার করেছেন মহুয়া ৷ তার সঙ্গে সত্যপাল মালিকের আরও দু’টি বক্তব্য তুলে ধরেছেন ৷ তার মধ্যে প্রথমটি হল দুর্নীতির সঙ্গে প্রধানমন্ত্রী মোদির কোনও সম্পর্ক নেই ৷ কাশ্মীর সম্পর্কে তাঁকে সঠিক তথ্য দেওয়া হয়নি ৷ আর দ্বিতীয়টি হল, আদানি কেলেঙ্কারির জন্যই বিজেপির পতন হবে ৷
তৃতীয় টুইটে মহুয়া সত্যপাল মালিকের আরও দু’টো সাক্ষাতকারের ছবি শেয়ার করেছেন ৷ ওই ছবি দিয়ে মহুয়া দাবি করেছেন, পুলওয়ামার গাফিলতি কীভাবে ঢাকা হয়েছিল, তা স্পষ্ট করে দিয়েছেন সত্যপাল ৷ তাছাড়া আরএসএসের লোকেরা কীভাবে আদানির হয়ে ঘুষ দিয়েছেন, সেটাও সত্যপাল জানিয়েছেন ৷
প্রসঙ্গত, 2019 সালের 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে সন্ত্রাসবাদী হামলা হয় ৷ 42 জন জওয়ান নিহত হন ৷ ওই ঘটনার পর পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে জঙ্গি ঘাঁটিতে এয়ারস্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা ৷ এই নিয়ে সেই সময় থেকেই বিজেপিকে নিশানা করে এসেছে বিরোধীরা ৷ পুলওয়ামার আসল সত্য গোপন করা হয়েছে বলেও অভিযোগ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ শুক্রবার সেই অভিযোগ আবার তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷
আরও পড়ুন: 24-এর ভোট আসছে বলে বিজেপি হিন্দুত্বের রাজনীতি শুরু করেছে, অভিযোগ মহুয়ার