নয়াদিল্লি ও কলকাতা, 21 সেপ্টেম্বর: মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ বুধবার নতুন সংসদ ভবনের লোকসভা কক্ষে এ নিয়ে আলোচনায় এই বিলকে 'বিজেপির জুমলা' বলে অভিহিত করেছেন তিনি ৷ এরপর বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যম এক্সে (টুইটারে) কার্যত এক সুরেই বিজেপিকে বিঁধলেন মহুয়া ৷
কৃষ্ণনগরের সাংসদ লেখেন, "নতুন বিলের 334এ ধারাটি সম্পূর্ণ মিথ্যে ৷ বিজেপি যদি সত্যি এই বিলটিকে গুরুত্ব দিয়ে থাকে, তাহলে 2024 সালের নির্বাচনেই 33 শতাংশ টিকিট মহিলাদের দেওয়া হোক ৷ এই কাজটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতীতেই করে ফেলেছেন ৷" এখানেই গেরুয়া শিবিরকে খোঁচা দিয়ে মহুয়া জানান, বিজেপি প্রকৃতই এই সংরক্ষণকে কার্যকর করতে চাইলে তাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করতে হবে।
-
Article 334A in new bill is a farce. If @BJP4India is serious - they will give 33% tickets to women in 2024 just like @Mamatabanerjee has done for past decadehttps://t.co/K7uG29lX21
— Mahua Moitra (@MahuaMoitra) September 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Article 334A in new bill is a farce. If @BJP4India is serious - they will give 33% tickets to women in 2024 just like @Mamatabanerjee has done for past decadehttps://t.co/K7uG29lX21
— Mahua Moitra (@MahuaMoitra) September 21, 2023Article 334A in new bill is a farce. If @BJP4India is serious - they will give 33% tickets to women in 2024 just like @Mamatabanerjee has done for past decadehttps://t.co/K7uG29lX21
— Mahua Moitra (@MahuaMoitra) September 21, 2023
এদিন 334এ ধারা নিয়ে মহুয়া বলেন, "কবে মহিলাদের 33 শতাংশ টিকিট দেওয়ার বিষয়টি কার্যকর হবে, তা কেউ জানে না ৷" তিনি আরও জানান, এই ধারায় বলা হয়েছে, সীমানা পুনর্বিন্যাস হওয়ার পরেই এই বিলটি কার্যকর করা যাবে ৷ আর সীমানা পুনর্বিন্যাস হবে পরবর্তী জনগণনার পর ৷ তার মানে আগামী জনগণনার পরই মহিলাদের 33 শতাংশ টিকিট দেওয়ার বিষয়টি কার্যকর হবে ৷
মহুয়া এদিন লোকসভায় বলেন, "আমরা জানি না, আদৌ এই বিলটি বাস্তবায়িত হবে কি না ? আর হলেও তা কবে হবে ৷ বিজেপির দিক থেকে এর থেকে বড় ভাঁওতাবাজি আর কী হতে পারে ? 2024 সালের কথা তো দূর, 2029 সালেও এই সংরক্ষণ কার্যকর হবে কি না জানা নেই ৷"
-
Unlike BJP’s gimmickry, we have always supported women empowerment and their political participation!
— All India Trinamool Congress (@AITCofficial) September 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Today, in the Parliament, our leaders have raised pertinent questions.
Are any answers forthcoming? #ParliamentSpecialSession pic.twitter.com/hsVSecygfn
">Unlike BJP’s gimmickry, we have always supported women empowerment and their political participation!
— All India Trinamool Congress (@AITCofficial) September 20, 2023
Today, in the Parliament, our leaders have raised pertinent questions.
Are any answers forthcoming? #ParliamentSpecialSession pic.twitter.com/hsVSecygfnUnlike BJP’s gimmickry, we have always supported women empowerment and their political participation!
— All India Trinamool Congress (@AITCofficial) September 20, 2023
Today, in the Parliament, our leaders have raised pertinent questions.
Are any answers forthcoming? #ParliamentSpecialSession pic.twitter.com/hsVSecygfn
মঙ্গলবার, 19 সেপ্টেম্বর সংসদের নতুন ভবনে (পোশাকি নাম: পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়ায়) বিশেষ অধিবেশনের সূচনা হয় ৷ এদিনই আইন মন্ত্রকের কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি পেশ করেন ৷ বুধবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিতর্ক হয় ৷ তৃণমূলের লোকসভা সাংসদ কাকলী ঘোষ দস্তিদার এবং মহুয়া মৈত্র এ নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন ৷
শাসক ও বিরোধী উভয় শিবিরের আলোচনার শেষে সংসদের নিম্নকক্ষে বিলটি পাশ হয়ে যায় ৷ আজ রাজ্যসভায় এ নিয়ে আলোচনা হবে ৷ আলোচনার পর ভোটাভুটির ফলও কার্যত লোকসভার মতো হবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷ লোকসভার পর রাজ্যসভায় এই বিল পাশ হলে তা যাবে রাষ্ট্রপতির কাছে ৷ দেশের প্রথম নাগরিকের অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হবে ৷ আর তার সঙ্গে সঙ্গেই বিভিন্ন মহিলা সংগঠনের গত তিন দশকের লড়াই সফল হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: বিজেপি ও মোদি নীতিগতভাবে নারীর ক্ষমতায়নের পক্ষে, লোকসভায় বললেন অমিত শাহ