কলকাতা, 3 ফেব্রুয়ারি : "হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একই মঞ্চে থাকবেন তৃণমূল সাংসদ দেব ! থাকবেন শিশির অধিকারীও ৷" দলবদলের আবহে বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র এই টুইট ছিল চমকানোর মতোই ৷ বুধবার দুপুরে একটি নিউজ় পোর্টালের খবর টুইট করেন তিনি ৷ যা নিয়ে বাংলার রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায় ৷ যদিও এই টুইটের পালটা জবাব দিয়ছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব ৷
চলতি মাসের 7 তারিখ সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এরাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে দুটি প্রকল্পের সূচনা করবেন তিনি ৷ কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না ৷ এদিকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ তালিকা নিয়ে শুরু হয় শোরগোল ৷ সরকারি অনুষ্ঠান তাই স্বাভাবিকভাবেই আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ আমন্ত্রিতের তালিকায় রয়েছেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী ৷ তালিকায় রয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ও তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীও ৷ সেই খবরই টুইট করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ৷
-
হলদিয়ায় মোদীর সাথে একই মঞ্চে থাকবেন দেব আর শিশির অধিকারী! শোরগোল রাজ্য রাজনীতিতে @idevadhikari @narendramodihttps://t.co/keCcTIyBJq
— Saumitra khan (@KhanSaumitra) February 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">হলদিয়ায় মোদীর সাথে একই মঞ্চে থাকবেন দেব আর শিশির অধিকারী! শোরগোল রাজ্য রাজনীতিতে @idevadhikari @narendramodihttps://t.co/keCcTIyBJq
— Saumitra khan (@KhanSaumitra) February 3, 2021হলদিয়ায় মোদীর সাথে একই মঞ্চে থাকবেন দেব আর শিশির অধিকারী! শোরগোল রাজ্য রাজনীতিতে @idevadhikari @narendramodihttps://t.co/keCcTIyBJq
— Saumitra khan (@KhanSaumitra) February 3, 2021
আরও পড়ুন : তৃণমূলের টিকিট টাকা দিয়ে বিক্রি হয় না, কর্মীরাই দলের নেতা: মমতা
সৌমিত্র খাঁ-র টুইটের জবাবও দিয়েছেন দেব ৷ পরপর দুটি টুইট করেন তিনি ৷ দেব লেখেন, "প্রিয় সৌমিত্র, তোমার রাজনৈতিক যাত্রা এবং সাফল্য দেখে আমি খুব গর্বিত ৷ কিন্তু আমি ওই অনুষ্ঠানে অংশ নিতে পারব না ৷ এর জন্য আমি ক্ষমাপ্রার্থী ৷ কিন্তু এটা বলব যে আমন্ত্রণ পেয়ে আমি আপ্লুত ৷ আমাদের রাজনৈতিক মতাদর্শ যতই আলাদা হোক না কেন আমার হৃদয়ে তোমার জন্য সবসময়ই ভালোবাসা এবং শ্রদ্ধা থাকবে ৷"
-
Dear Saumitra,
— Dev (@idevadhikari) February 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
I stil feel very proud to see your journey & achievements.
My sincere apologies, as I won't be able to make it to this event, but I m touched to have received this invite🙏🏻
U wil always hold a special place of love n respect irrespective of our political ideologies https://t.co/Iq75oJTbw5
">Dear Saumitra,
— Dev (@idevadhikari) February 3, 2021
I stil feel very proud to see your journey & achievements.
My sincere apologies, as I won't be able to make it to this event, but I m touched to have received this invite🙏🏻
U wil always hold a special place of love n respect irrespective of our political ideologies https://t.co/Iq75oJTbw5Dear Saumitra,
— Dev (@idevadhikari) February 3, 2021
I stil feel very proud to see your journey & achievements.
My sincere apologies, as I won't be able to make it to this event, but I m touched to have received this invite🙏🏻
U wil always hold a special place of love n respect irrespective of our political ideologies https://t.co/Iq75oJTbw5
-
irrespective of our political ideologies, as I still cherish the good old times we spent together, when you represented the same party as me.
— Dev (@idevadhikari) February 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
All the very best for this and my best wishes are always with you & your Party.Take care.🙂🙏🏻 https://t.co/x9jfDBAlae
">irrespective of our political ideologies, as I still cherish the good old times we spent together, when you represented the same party as me.
— Dev (@idevadhikari) February 3, 2021
All the very best for this and my best wishes are always with you & your Party.Take care.🙂🙏🏻 https://t.co/x9jfDBAlaeirrespective of our political ideologies, as I still cherish the good old times we spent together, when you represented the same party as me.
— Dev (@idevadhikari) February 3, 2021
All the very best for this and my best wishes are always with you & your Party.Take care.🙂🙏🏻 https://t.co/x9jfDBAlae