ETV Bharat / state

TMCs Letter to Delhi Police: দিল্লির রামলীলা ময়দানে ধরনার অনুমতি চেয়ে অমিত শাহের পুলিশকে ফের চিঠি ডেরেকের - Abhishek Banerjee

TMCs Letter to Delhi Police Seeking Permission of Dharna: দিল্লির রামলীলা ময়দানে ধরনা প্রদর্শন করতে চায় তৃণমূল ৷ দিল্লি পুলিশের কাছে আবেদন করা হয় তৃণমূলের তরফে ৷ প্রথম আবেদন খারিজ হয় ৷ দ্বিতীয়বার আবেদন করেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ সেই নিয়ে উত্তর এখনও না মেলায় দিল্লি পুলিশকে ফের চিঠি দিয়েছেন তিনি ৷

TMCs Letter to Delhi Police
TMCs Letter to Delhi Police
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 2:30 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর: গান্ধি জয়ন্তীতে নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধরনা প্রদর্শন করতে চায় তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু সেই কর্মসূচি পালনের অনুমতি এখনও বাংলার শাসক দলকে দেয়নি দিল্লি পুলিশ ৷ তাই এই নিয়ে ফের দিল্লি পুলিশকে চিঠি লিখলেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েন ৷

শনিবার বেলা 12টা 40 মিনিটে তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় ৷ সেখানে ডেরেক ও’ব্রায়েনের তরফে দিল্লি পুলিশকে পাঠানো চিঠিটি রয়েছে ৷ দেখা যাচ্ছে ওই চিঠি গতকাল, শুক্রবার পাঠিয়েছিলেন তিনি ৷ চিঠিতে রাজ্যসভার ওই সাংসদ যে বয়ানটি লিখেছেন, সেটাই তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে তুলে ধরা হয়েছে ৷

ডেরেক ও’ব্রায়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশকে মনে করিয়ে দিয়েছেন যে গত 30 অগস্ট তিনি একটি চিঠি পাঠান ৷ সেখানে আগামী 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত দিল্লির রামলীলা ময়দানে ধরনা কর্মসূচি করার জন্য তৃণমূলের তরফে আবেদন করা হয় ৷ পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ করেও যাঁরা মজুরি পাননি, এমন 50 হাজার মানুষ ওই কর্মসূচিতে অংশ নেবেন ৷ 30 অগস্ট পাঠানো চিঠির প্রাপ্তিস্বীকারের বিষয়টিও শুক্রবার পাঠানো চিঠিতে তৃণমূলের এই সাংসদ উল্লেখ করেছেন ৷

  • Parliamentary Party Leader, Rajya Sabha, @derekobrienmp wrote to the @DelhiPolice on August 30th requesting permission to make accommodation arrangements for Bengal’s MGNREGA workers at the Ram Leela Maidan who will be staging dharnas across various locations in Delhi.

    We remain… pic.twitter.com/FdDr9b2nay

    — All India Trinamool Congress (@AITCofficial) September 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একই সঙ্গে তিনি লিখেছেন, তৃণমূলের তরফে যে অনুমতি চাওয়া হয়েছিল, সেই বিষয়ে কী অগ্রগতি হল, তা নিয়ে তাঁরা উদ্বেগে রয়েছেন ৷ পাশাপাশি তাঁরা এই নিয়ে দিল্লি পুলিশের উত্তরের অপেক্ষা করছেন ৷ দ্রুত এই বিষয়ে জানানো হলে ভালো হয়, বলেও ডেরেক শুক্রবার পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন ৷

আরও পড়ুন: দিল্লিতে মমতা-অভিষেকের ধরনা কর্মসূচির অনুমতি দিল না অমিত শাহের পুলিশ

উল্লেখ্য, গত 21 জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে দিল্লিতে ধরনার কর্মসূচির কথা ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই কর্মসূচিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও যোগ দেওয়ার কথা ৷ গত 23 অগস্ট প্রথমবার তৃণমূলের তরফে রামলীলা ময়দানে ধরনা কর্মসূচি করার আবেদন করা হয় ৷

গত 28 অগস্ট জবাব দেয় দিল্লি পুলিশ । তারা জানায়, আরও আগে থেকে বুকিং করা প্রয়োজন ছিল । অনেক আগেই বুকিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ তাই 2 অক্টোবর রামলীলা ময়দান ধরনার অনুমতি দেওয়া যাবে না । সেই সময় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, ‘‘এর মাধ্যমে বাংলার প্রতিবাদের কণ্ঠরোধ করা হচ্ছে ।’’

এর পর গত 30 অগস্ট ডেরেক ও’ব্রায়েন ফের চিঠি লেখেন দিল্লি পুলিশকে ৷ তার পর পেরিয়ে গিয়েছে 15 দিনের বেশি সময় ৷ এখনও উত্তর মেলেনি দিল্লি পুলিশের তরফ থেকে ৷ তাই আবার চিঠি দিয়েছেন রাজ্যসভার এই সাংসদ ৷ তবে দিল্লি পুলিশ যদি অনুমতি না দেয়, তাহলে এই কর্মসূচি পালনের বিকল্প উপায় অবশ্য তৃণমূলনেত্রী দিয়ে রেখেছেন ৷ দিনকয়েক আগে এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দিল্লি পুলিশ রামলীলা ময়দানে ধরনার অনুমতি না দিলে রাজঘাটে গিয়ে প্রার্থনা করা হবে ৷

আরও পড়ুন: গান্ধি জয়ন্তীতে দিল্লিতে ধরনার অনুমতি না-মিললে রাজঘাটে হবে প্রার্থনা, বললেন মমতা

কলকাতা, 16 সেপ্টেম্বর: গান্ধি জয়ন্তীতে নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধরনা প্রদর্শন করতে চায় তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু সেই কর্মসূচি পালনের অনুমতি এখনও বাংলার শাসক দলকে দেয়নি দিল্লি পুলিশ ৷ তাই এই নিয়ে ফের দিল্লি পুলিশকে চিঠি লিখলেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েন ৷

শনিবার বেলা 12টা 40 মিনিটে তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় ৷ সেখানে ডেরেক ও’ব্রায়েনের তরফে দিল্লি পুলিশকে পাঠানো চিঠিটি রয়েছে ৷ দেখা যাচ্ছে ওই চিঠি গতকাল, শুক্রবার পাঠিয়েছিলেন তিনি ৷ চিঠিতে রাজ্যসভার ওই সাংসদ যে বয়ানটি লিখেছেন, সেটাই তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে তুলে ধরা হয়েছে ৷

ডেরেক ও’ব্রায়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশকে মনে করিয়ে দিয়েছেন যে গত 30 অগস্ট তিনি একটি চিঠি পাঠান ৷ সেখানে আগামী 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত দিল্লির রামলীলা ময়দানে ধরনা কর্মসূচি করার জন্য তৃণমূলের তরফে আবেদন করা হয় ৷ পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ করেও যাঁরা মজুরি পাননি, এমন 50 হাজার মানুষ ওই কর্মসূচিতে অংশ নেবেন ৷ 30 অগস্ট পাঠানো চিঠির প্রাপ্তিস্বীকারের বিষয়টিও শুক্রবার পাঠানো চিঠিতে তৃণমূলের এই সাংসদ উল্লেখ করেছেন ৷

  • Parliamentary Party Leader, Rajya Sabha, @derekobrienmp wrote to the @DelhiPolice on August 30th requesting permission to make accommodation arrangements for Bengal’s MGNREGA workers at the Ram Leela Maidan who will be staging dharnas across various locations in Delhi.

    We remain… pic.twitter.com/FdDr9b2nay

    — All India Trinamool Congress (@AITCofficial) September 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একই সঙ্গে তিনি লিখেছেন, তৃণমূলের তরফে যে অনুমতি চাওয়া হয়েছিল, সেই বিষয়ে কী অগ্রগতি হল, তা নিয়ে তাঁরা উদ্বেগে রয়েছেন ৷ পাশাপাশি তাঁরা এই নিয়ে দিল্লি পুলিশের উত্তরের অপেক্ষা করছেন ৷ দ্রুত এই বিষয়ে জানানো হলে ভালো হয়, বলেও ডেরেক শুক্রবার পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন ৷

আরও পড়ুন: দিল্লিতে মমতা-অভিষেকের ধরনা কর্মসূচির অনুমতি দিল না অমিত শাহের পুলিশ

উল্লেখ্য, গত 21 জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে দিল্লিতে ধরনার কর্মসূচির কথা ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই কর্মসূচিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও যোগ দেওয়ার কথা ৷ গত 23 অগস্ট প্রথমবার তৃণমূলের তরফে রামলীলা ময়দানে ধরনা কর্মসূচি করার আবেদন করা হয় ৷

গত 28 অগস্ট জবাব দেয় দিল্লি পুলিশ । তারা জানায়, আরও আগে থেকে বুকিং করা প্রয়োজন ছিল । অনেক আগেই বুকিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ তাই 2 অক্টোবর রামলীলা ময়দান ধরনার অনুমতি দেওয়া যাবে না । সেই সময় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, ‘‘এর মাধ্যমে বাংলার প্রতিবাদের কণ্ঠরোধ করা হচ্ছে ।’’

এর পর গত 30 অগস্ট ডেরেক ও’ব্রায়েন ফের চিঠি লেখেন দিল্লি পুলিশকে ৷ তার পর পেরিয়ে গিয়েছে 15 দিনের বেশি সময় ৷ এখনও উত্তর মেলেনি দিল্লি পুলিশের তরফ থেকে ৷ তাই আবার চিঠি দিয়েছেন রাজ্যসভার এই সাংসদ ৷ তবে দিল্লি পুলিশ যদি অনুমতি না দেয়, তাহলে এই কর্মসূচি পালনের বিকল্প উপায় অবশ্য তৃণমূলনেত্রী দিয়ে রেখেছেন ৷ দিনকয়েক আগে এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দিল্লি পুলিশ রামলীলা ময়দানে ধরনার অনুমতি না দিলে রাজঘাটে গিয়ে প্রার্থনা করা হবে ৷

আরও পড়ুন: গান্ধি জয়ন্তীতে দিল্লিতে ধরনার অনুমতি না-মিললে রাজঘাটে হবে প্রার্থনা, বললেন মমতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.