ETV Bharat / state

Tapas Saha: নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই অফিসে হাজিরা তৃণমূল বিধায়ক তাপস সাহার - তৃণমূল কংগ্রেস

মঙ্গলবার সিবিআইয়ের কাছে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস সাহা ৷ তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷ দিনকয়েক আগে সিবিআই তাঁর বাড়িতে তল্লাশিও করেছে ৷

Tapas Saha
Tapas Saha
author img

By

Published : Apr 25, 2023, 4:38 PM IST

কলকাতা, 25 এপ্রিল: সিবিআই অফিসে গিয়ে হাজিরা দিলেন নদিয়ার তেহট্টের বিধায়ক তৃণমূল কংগ্রেসের তাপস সাহা ৷ মঙ্গলবার সকালে তিনি কলকাতার নিজাম প্য়ালেসে সিবিআইয়ের দফতরে হাজির হন তাপস ৷ তার পর থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত কয়েকঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা ৷

নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের এই বিধায়কের ৷ সম্প্রতি কলকাতা হাইকোর্ট তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় ৷ তদন্তে নেমে দিনকয়েক আগে নদিয়ায় তাপসের বাড়িতে হাজির হয়েছিল সিবিআইয়ের একটি দল ৷ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিবিআইয়ের ওই দল তাপসের বাড়িতে সেদিন তল্লাশি চালায় ৷ তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথিও উদ্ধার করে সিবিআই ৷ তাঁর দু’টি ফোনও বাজেয়াপ্ত করে আনা হয় ৷

সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, তাপসের বাড়ি থেকে যে নথি বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলি যাচাই করার জন্যই তাঁকে তলব করা হয়েছে ৷ সিবিআই সূত্রে খবর, তাপস সাহার মোবাইল থেকেও বেশ কিছু তথ্য উদ্ধার হয়েছে ৷ সেই নিয়ে তাঁকে প্রশ্ন করা হচ্ছে ৷ সিবিআইয়ের অনুমান, একাধিক নিয়োগ দুর্নীতিতে জড়িত রয়েছেন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক ৷

তদন্তকারীদের একটি সূত্র থেকে জানা গিয়েছে, এদিনও সিবিআইয়ের প্রশ্নের মুখে সবই অস্বীকার করেছেন ৷ এমনকী প্রবীর কয়াল নামে যাঁর নাম শোনা যাচ্ছে, তাঁকেও চিনতে অস্বীকার করেন তাপস সাহা ৷ অথচ প্রবীর কয়ালের নাম তাপসের আপ্ত সহায়ক হিসেবে উঠে এসেছে তদন্তকারীদের কাছে ৷ কিন্তু তাপস বারবার তদন্তকারীদের জানিয়েছেন প্রবীর কয়ালকে তিনি চেনেন না ৷ প্রবীরের সঙ্গে কখনও তাঁর কোনও সম্পর্ক ছিল না ৷

প্রসঙ্গত, এর আগেও নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছিলেন তাপস সাহা ৷ সিবিআই তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে আসার পর তিনি বরং কাঠগড়ায় তুলেছেন নিজের দল তৃণমূল কংগ্রেসকেই ৷ তাঁর দাবি, তিনি দলেরই ষড়যন্ত্রের শিকার হয়েছেন ৷ গত শনিবার এই কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেছিলেন ৷ নদিয়া জেলা পরিষদে তৃণমূল কংগ্রেসের সদস্য টিনা সাহা ভৌমিকের বিরুদ্ধেই তাঁর মূল অভিযোগ ৷ তাঁকে ফাঁসাতে বিজেপিও চক্রান্ত করছে বলে তিনি সেদিন অভিযোগ করেছিলেন ৷

আরও পড়ুন: 'আমি দলেরই ষড়যন্ত্রের শিকার', সিবিআই তল্লাশি শেষে অভিযোগ বিধায়ক তাপসের

কলকাতা, 25 এপ্রিল: সিবিআই অফিসে গিয়ে হাজিরা দিলেন নদিয়ার তেহট্টের বিধায়ক তৃণমূল কংগ্রেসের তাপস সাহা ৷ মঙ্গলবার সকালে তিনি কলকাতার নিজাম প্য়ালেসে সিবিআইয়ের দফতরে হাজির হন তাপস ৷ তার পর থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত কয়েকঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা ৷

নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের এই বিধায়কের ৷ সম্প্রতি কলকাতা হাইকোর্ট তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় ৷ তদন্তে নেমে দিনকয়েক আগে নদিয়ায় তাপসের বাড়িতে হাজির হয়েছিল সিবিআইয়ের একটি দল ৷ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিবিআইয়ের ওই দল তাপসের বাড়িতে সেদিন তল্লাশি চালায় ৷ তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথিও উদ্ধার করে সিবিআই ৷ তাঁর দু’টি ফোনও বাজেয়াপ্ত করে আনা হয় ৷

সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, তাপসের বাড়ি থেকে যে নথি বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলি যাচাই করার জন্যই তাঁকে তলব করা হয়েছে ৷ সিবিআই সূত্রে খবর, তাপস সাহার মোবাইল থেকেও বেশ কিছু তথ্য উদ্ধার হয়েছে ৷ সেই নিয়ে তাঁকে প্রশ্ন করা হচ্ছে ৷ সিবিআইয়ের অনুমান, একাধিক নিয়োগ দুর্নীতিতে জড়িত রয়েছেন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক ৷

তদন্তকারীদের একটি সূত্র থেকে জানা গিয়েছে, এদিনও সিবিআইয়ের প্রশ্নের মুখে সবই অস্বীকার করেছেন ৷ এমনকী প্রবীর কয়াল নামে যাঁর নাম শোনা যাচ্ছে, তাঁকেও চিনতে অস্বীকার করেন তাপস সাহা ৷ অথচ প্রবীর কয়ালের নাম তাপসের আপ্ত সহায়ক হিসেবে উঠে এসেছে তদন্তকারীদের কাছে ৷ কিন্তু তাপস বারবার তদন্তকারীদের জানিয়েছেন প্রবীর কয়ালকে তিনি চেনেন না ৷ প্রবীরের সঙ্গে কখনও তাঁর কোনও সম্পর্ক ছিল না ৷

প্রসঙ্গত, এর আগেও নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছিলেন তাপস সাহা ৷ সিবিআই তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে আসার পর তিনি বরং কাঠগড়ায় তুলেছেন নিজের দল তৃণমূল কংগ্রেসকেই ৷ তাঁর দাবি, তিনি দলেরই ষড়যন্ত্রের শিকার হয়েছেন ৷ গত শনিবার এই কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেছিলেন ৷ নদিয়া জেলা পরিষদে তৃণমূল কংগ্রেসের সদস্য টিনা সাহা ভৌমিকের বিরুদ্ধেই তাঁর মূল অভিযোগ ৷ তাঁকে ফাঁসাতে বিজেপিও চক্রান্ত করছে বলে তিনি সেদিন অভিযোগ করেছিলেন ৷

আরও পড়ুন: 'আমি দলেরই ষড়যন্ত্রের শিকার', সিবিআই তল্লাশি শেষে অভিযোগ বিধায়ক তাপসের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.