ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের - কোরোনায় মৃত তমোনাশ ঘোষ

রাজ্যে এই প্রথম কোরোনায় আক্রান্ত হয়ে কোনও বিধায়কের মৃত্যু হল । 23 মে থেকে অসুস্থ ছিলেন তিনি ।

তমোনাশ ঘোষ
তমোনাশ ঘোষ
author img

By

Published : Jun 24, 2020, 9:24 AM IST

Updated : Jun 24, 2020, 1:12 PM IST

কলকাতা, 24 জুন : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের । তিনি ফলতার বিধায়ক ছিলেন । বয়স হয়েছিল 60 বছর । 23 মে থেকে তাঁর চিকিৎসা চলছিল বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে । আজ ভোরে মাল্টি অরগ্যান ফেলিওরের কারণে মৃত্যু হয় তাঁর ।

23 মে তাঁকে ভরতি করা হয়েছিল কলকাতার উডল্যান্ড হাসপাতালে । জ্বর নিয়ে ভরতি হন তিনি । পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । সোয়াবের নমুনা পরীক্ষা হলে রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর তাঁকে স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে । সেখানে কিছুদিন আগে তাঁর শারীরিক অবস্থার উন্নতিও হয় । কিন্তু পুরোপুরি সুস্থ হননি তিনি । সেখানেই চিকিৎসা চলছিল । গতরাতে অবস্থার অবনতি । অনেক চেষ্টার পরও তাঁকে আর বাঁচানো যায়নি ।

তমোনাশ ঘোষের পাশাপাশি কোরোনায় আক্রান্ত হন তাঁর দুই মেয়েও । তাঁদেরও চিকিৎসা চলছে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ।

আজ ভোরে তমোনাশ ঘোষের মৃত্যু হয় । রাজ্যে এই প্রথম কোরোনায় আক্রান্ত হয়ে কোনও বিধায়কের মৃত্যু হল ।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । টুইটে তিনি লিখেছেন, "তমোনাশ ঘোষ আমাদের তিনবারের বিধায়ক । দলের কোষাধ্যক্ষ ছিলেন 1998 সাল থেকে । আমাদের 35 বছরের সঙ্গী । তাঁর চলে যাওয়ায় যে শূন্য়তা তৈরি হল তা পূরণ করা মুশকিল । সমবেদনা রইল তাঁর স্ত্রী ঝরনা ও দুই মেয়ের প্রতি ।"

  • Very, very sad. Tamonash Ghosh, 3-time MLA from Falta & party treasurer since 1998 had to leave us today. Been with us for over 35 years, he was dedicated to the cause of the people & party. He contributed much through his social work. (1/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) June 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । টুইটে লিখেছেন, "তিনবারের বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যুতে শোকাহত । তিনি একজন অভিজ্ঞ নেতা ছিলেন । তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল ।"

  • Sad at the demise of 3-time Falta MLA Tamonash Ghosh. He was an experienced leader with promising prospects in times to come.

    Pray ALMIGHTY to bestow eternal peace on the departed soul.

    Heartfelt Condolences to his wife, two daughters, friends and well wishers.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে তামিলনাড়ুর এক বিধায়ক কোরোনায় আক্রান্ত হয়ে মারা যান ।

কলকাতা, 24 জুন : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের । তিনি ফলতার বিধায়ক ছিলেন । বয়স হয়েছিল 60 বছর । 23 মে থেকে তাঁর চিকিৎসা চলছিল বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে । আজ ভোরে মাল্টি অরগ্যান ফেলিওরের কারণে মৃত্যু হয় তাঁর ।

23 মে তাঁকে ভরতি করা হয়েছিল কলকাতার উডল্যান্ড হাসপাতালে । জ্বর নিয়ে ভরতি হন তিনি । পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । সোয়াবের নমুনা পরীক্ষা হলে রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর তাঁকে স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে । সেখানে কিছুদিন আগে তাঁর শারীরিক অবস্থার উন্নতিও হয় । কিন্তু পুরোপুরি সুস্থ হননি তিনি । সেখানেই চিকিৎসা চলছিল । গতরাতে অবস্থার অবনতি । অনেক চেষ্টার পরও তাঁকে আর বাঁচানো যায়নি ।

তমোনাশ ঘোষের পাশাপাশি কোরোনায় আক্রান্ত হন তাঁর দুই মেয়েও । তাঁদেরও চিকিৎসা চলছে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ।

আজ ভোরে তমোনাশ ঘোষের মৃত্যু হয় । রাজ্যে এই প্রথম কোরোনায় আক্রান্ত হয়ে কোনও বিধায়কের মৃত্যু হল ।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । টুইটে তিনি লিখেছেন, "তমোনাশ ঘোষ আমাদের তিনবারের বিধায়ক । দলের কোষাধ্যক্ষ ছিলেন 1998 সাল থেকে । আমাদের 35 বছরের সঙ্গী । তাঁর চলে যাওয়ায় যে শূন্য়তা তৈরি হল তা পূরণ করা মুশকিল । সমবেদনা রইল তাঁর স্ত্রী ঝরনা ও দুই মেয়ের প্রতি ।"

  • Very, very sad. Tamonash Ghosh, 3-time MLA from Falta & party treasurer since 1998 had to leave us today. Been with us for over 35 years, he was dedicated to the cause of the people & party. He contributed much through his social work. (1/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) June 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । টুইটে লিখেছেন, "তিনবারের বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যুতে শোকাহত । তিনি একজন অভিজ্ঞ নেতা ছিলেন । তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল ।"

  • Sad at the demise of 3-time Falta MLA Tamonash Ghosh. He was an experienced leader with promising prospects in times to come.

    Pray ALMIGHTY to bestow eternal peace on the departed soul.

    Heartfelt Condolences to his wife, two daughters, friends and well wishers.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে তামিলনাড়ুর এক বিধায়ক কোরোনায় আক্রান্ত হয়ে মারা যান ।

Last Updated : Jun 24, 2020, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.