ETV Bharat / state

NO NRC ফেটি বেঁধে রাজ্যপালের সামনে প্রতিবাদ তৃণমূল বিধায়কদের

বিধানসভায় বাজেট অধিবেশনের প্রথম দিনে ছিল রাজ্যপালের ভাষণ । ইতিমধ্যেই রাজ্যপালকে মোদি সরকারের প্রতিনিধি হিসেবেই দেখতে শুরু করেছে রাজ্যের শাসক দলের বিধায়কেরা । তাই বিধানসভায় রাজ্যপালকে পেয়ে NRC-র বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সুযোগ হাতছাড়া করলেন না তৃণমূলের বিধায়কেরা ।

image
বিধায়ক কল্লোল খাঁ
author img

By

Published : Feb 8, 2020, 11:27 AM IST

কলকাতা, ৭ ফেব্রুয়ারি : এবারে NRC-র বিরুদ্ধে অভিনব প্রতিবাদ রাজ্য বিধানসভার অন্দরে । গতকাল বাজেট অধিবেশনের প্রথম দিনে মাথায় NO NRC, NO NPR এবং NO CAA বিরোধী ফেটি ও বুকে প্লাকার্ড নিয়ে সরব হয়েছিলেন শাসক দলের বিধায়কেরা । কোনওভাবেই জাতীয় নাগরিক পঞ্জিকে মেনে নেবেন না বলে বিধানসভায় উপস্থিত রাজ্যপাল জগদীপ ধনকড়কে বার্তা দিলেন তাঁরা ।

বিধানসভায় বাজেট অধিবেশনের প্রথম দিনে ছিল রাজ্যপালের ভাষণ । ইতিমধ্যেই রাজ্যপালকে মোদি সরকারের প্রতিনিধি হিসেবেই দেখতে শুরু করেছে রাজ্যের শাসক দলের বিধায়কেরা । তাই বিধানসভায় রাজ্যপালকে পেয়ে NRC-র বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সুযোগ হাতছাড়া করলেন না তৃণমূলের বিধায়কেরা । রাজ্যপালের ভাষণের সময় অধিবেশন কক্ষে বুকে প্লাকার্ড নিয়ে মাথায় ফেটি বেধেঁ, নাগরিক পঞ্জির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন তারা । এ প্রসঙ্গে বিধায়ক কল্লোল খাঁ বলেন, "NO NRC , NO NPR , NO CAA ফেটি বেধেঁ আমরা আজ শান্তিপূর্ণভাবে, সংযতভাবে, বাংলার ঐক্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ করেছি । আগামী দিনও NRC , NPR, CAA মানছি না মানব না ।"

NRC -র বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল । এরই মধ্যে গতকাল বাজেট অধিবেশনের সময় তৃণমূল বিধায়করা অভিনব কায়দায় প্রতিবাদ জানায় ।

শুনুন তৃণমূল বিধায়কের বক্তব্য

কলকাতা, ৭ ফেব্রুয়ারি : এবারে NRC-র বিরুদ্ধে অভিনব প্রতিবাদ রাজ্য বিধানসভার অন্দরে । গতকাল বাজেট অধিবেশনের প্রথম দিনে মাথায় NO NRC, NO NPR এবং NO CAA বিরোধী ফেটি ও বুকে প্লাকার্ড নিয়ে সরব হয়েছিলেন শাসক দলের বিধায়কেরা । কোনওভাবেই জাতীয় নাগরিক পঞ্জিকে মেনে নেবেন না বলে বিধানসভায় উপস্থিত রাজ্যপাল জগদীপ ধনকড়কে বার্তা দিলেন তাঁরা ।

বিধানসভায় বাজেট অধিবেশনের প্রথম দিনে ছিল রাজ্যপালের ভাষণ । ইতিমধ্যেই রাজ্যপালকে মোদি সরকারের প্রতিনিধি হিসেবেই দেখতে শুরু করেছে রাজ্যের শাসক দলের বিধায়কেরা । তাই বিধানসভায় রাজ্যপালকে পেয়ে NRC-র বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সুযোগ হাতছাড়া করলেন না তৃণমূলের বিধায়কেরা । রাজ্যপালের ভাষণের সময় অধিবেশন কক্ষে বুকে প্লাকার্ড নিয়ে মাথায় ফেটি বেধেঁ, নাগরিক পঞ্জির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন তারা । এ প্রসঙ্গে বিধায়ক কল্লোল খাঁ বলেন, "NO NRC , NO NPR , NO CAA ফেটি বেধেঁ আমরা আজ শান্তিপূর্ণভাবে, সংযতভাবে, বাংলার ঐক্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ করেছি । আগামী দিনও NRC , NPR, CAA মানছি না মানব না ।"

NRC -র বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল । এরই মধ্যে গতকাল বাজেট অধিবেশনের সময় তৃণমূল বিধায়করা অভিনব কায়দায় প্রতিবাদ জানায় ।

শুনুন তৃণমূল বিধায়কের বক্তব্য
Intro:কলকাতা, ৭ ফেব্রুয়ারি : এবারে NRC-র বিরুদ্ধে অভিনব প্রতিবাদ রাজ‍্য বিধানসভার অন্দরে । আজ বাজেট অধিবেশনের প্রথম দিনে মাথায় NO NRC, NO NPR এবং NO CAA বিরোধী ফেটি ও বুকে প্লাকার্ড বেধেঁ সরব হলেন শাসক দলের বিধায়কেরা। কোনও ভাবেই নাগরিক পঞ্জিকে মেনে মেনে নেবেন না বলে বিধানসভায় উপস্থিত রাজ‍্যপাল জগদীপ ধনকরকে বার্তা দিলেন তাঁরা।


Body: আজ বিধানসভায় বাজেট অধিবেশনের প্রথম দিনে ছিল রাজ‍্যপালের ভাষণ। ইতিমধ্যেই রাজ‍্যপালকে মোদি সরকারের প্রতিনিধি হিসেবেই দেখতে শুরু করেছে রাজ‍্যের শাসক দলের বিধায়কেরা। NRC - র বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এমতাবস্থায় আজ বাজেট ভাষণের জন্য বিধানসভায় রাজ‍্যপালকে পেয়ে NRC বিরোধী অবস্থান তুলে ধরে প্রতিবাদ জানানোর সুযোগ হাতছাড়া করলেন না তৃণমূলের বিধায়কেরা। রাজ‍্যপালের ভাষণের সময় অধিবেশন কক্ষে বুকে প্লাকার্ড নিয়ে মাথায় ফেটি বেধেঁ, নাগরিক পঞ্জির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন তারা। বিধায়ক কল্লোল খাঁ আজ ইটিভি ভারতকে বলেন, "NO NRC , NO NPR , NO CAA ফেটি বেধেঁ আমরা আজ শান্তিপূর্ণভাবে, সংযত ভাবে, বাংলার ঐক‍্যের জন‍্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ করেছি। আগামী দিনও NO NRC , NO NPR, NO CAA মানছি না মানব না।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.