ETV Bharat / state

মানুষ মমতার সঙ্গেই আছেন, বেহালায় পার্থ - partha chatterjee

তৃণমূলের মিছিলে ভিড় দেখে উচ্ছ্বসিত শাসক শিবির ৷

partha chatterjee
partha chatterjee
author img

By

Published : Feb 2, 2021, 9:15 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি : রাজ্যের একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের মানুষ তাঁর উপরই আস্থা রাখেন ৷ বেহালায় তৃণমূলের মিছিলে জনস্রোত দেখে মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের ৷ আজ বেহালা 29 পল্লি থেকে কেন্দ্রীয় কৃষি বিলের বিরুদ্ধে পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করা হয় ৷

মিছিল থেকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে মানুষ আছেন । রাজ্যের মানুষ তাঁর উপর আস্থা রাখেন, ভরসা রাখেন ৷ রাজ্যের একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর ডাকে আজ বেহালায় জনস্রোত তৈরি হয়েছে ।" বেহালা 29 পল্লি থেকে ঠাকুরপুকুর 3এ বাসস্ট্যান্ড পর্যন্ত ওই মিছিলে পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন মালা রায় ৷ ছিলেন বেহালার অন্য়ান্য তৃণমূল নেতারাও ৷ তৃণমূলের মিছিলে ভিড় দেখে উচ্ছ্বসিত শাসক শিবির ৷

আরও পড়ুন : বারুইপুরে যাওয়ার পথে শুভেন্দু-রাজীবকে কালো পতাকা

একই দিনে বেহালায় মিছিল করেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷ এই বিষয়ে প্রশ্ন করা হলে পার্থ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যজুড়ে তো অনেকেই মিছিল করছেন । আমরা বেহালার মানুষ সমবেত হয়েছি কৃষকের বিল আইনের বাতিলের দাবিতে বিলগ্নীকরণ হচ্ছে তার বিরুদ্ধে ৷ পাশাপাশি কর্মসংস্থানের স্বপক্ষে এবং আজকে এলআইসি থেকে শুরু করে সবকিছুর বিরুদ্ধে এই লড়াই ৷

বেহালার মিছিলে জনস্রোত দেখে স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়ের

কলকাতা, 2 ফেব্রুয়ারি : রাজ্যের একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের মানুষ তাঁর উপরই আস্থা রাখেন ৷ বেহালায় তৃণমূলের মিছিলে জনস্রোত দেখে মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের ৷ আজ বেহালা 29 পল্লি থেকে কেন্দ্রীয় কৃষি বিলের বিরুদ্ধে পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করা হয় ৷

মিছিল থেকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে মানুষ আছেন । রাজ্যের মানুষ তাঁর উপর আস্থা রাখেন, ভরসা রাখেন ৷ রাজ্যের একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর ডাকে আজ বেহালায় জনস্রোত তৈরি হয়েছে ।" বেহালা 29 পল্লি থেকে ঠাকুরপুকুর 3এ বাসস্ট্যান্ড পর্যন্ত ওই মিছিলে পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন মালা রায় ৷ ছিলেন বেহালার অন্য়ান্য তৃণমূল নেতারাও ৷ তৃণমূলের মিছিলে ভিড় দেখে উচ্ছ্বসিত শাসক শিবির ৷

আরও পড়ুন : বারুইপুরে যাওয়ার পথে শুভেন্দু-রাজীবকে কালো পতাকা

একই দিনে বেহালায় মিছিল করেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷ এই বিষয়ে প্রশ্ন করা হলে পার্থ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যজুড়ে তো অনেকেই মিছিল করছেন । আমরা বেহালার মানুষ সমবেত হয়েছি কৃষকের বিল আইনের বাতিলের দাবিতে বিলগ্নীকরণ হচ্ছে তার বিরুদ্ধে ৷ পাশাপাশি কর্মসংস্থানের স্বপক্ষে এবং আজকে এলআইসি থেকে শুরু করে সবকিছুর বিরুদ্ধে এই লড়াই ৷

বেহালার মিছিলে জনস্রোত দেখে স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়ের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.