কলকাতা, 16 নভেম্বর : দলীয় সাংসদ ও বিধায়কদের অনুদানে আরও স্বচ্ছতা আনতে চাইছে তৃণমূল কংগ্রেস । সূত্রের খবর, দলীয় বিধায়ক এবং সাংসদের নির্দেশ দেওয়া হয়েছে এবার থেকে দলীয় নেতৃত্বের কাছে চাঁদার সঙ্গে স্বাক্ষর সহ প্যান কার্ডের ফোটোকপি জমা দিতে হবে তাঁদের।
প্রতিমাসে দলকে চাঁদা দিয়ে থাকেন সাংসদ এবং বিধায়করা । বিধায়করা দেন 1000 টাকা ও সাংসদরা 10,000 টাকা । তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল এবং পরিষদীয় দলের পৃথক পৃথক অ্যাকাউন্টে এই চাঁদা জমা পড়ে । তবে এই প্রক্রিয়ায় এবার একটু পরিবর্তন এল । আগামী মাস থেকে চাঁদা জমা দেওয়ার সময় একইসঙ্গে প্যান কার্ডের নথি জমা দিতে হবে । এমনই নির্দেশ তৃণমূল শীর্ষ নেতৃত্বের ।
এতদিন পর হঠাৎ কেন দলীয় সাংসদ ও বিধায়কদের কাছ থেকে চাঁদা সহ প্যান কার্ড জমা নিচ্ছে দল? ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে । ওয়াকিবহাল মহলের মতে, দলীয় তহবিলের দিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজর রয়েছে ভেবেই স্বচ্ছতা আনতে চাইছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । আবার রাজনৈতিক মহলের একাংশের মতে, এটা তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের কৌশল । একদম কর্পোরেট ধাঁচে, নিয়মানুবর্তিতায় বেঁধে তৃণমূলকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন ভোটগুরু ।