ETV Bharat / state

ফের বিস্ফোরক বলাগড়ের তৃণমূল বিধায়ক, বিচার চাইতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে যাওয়ার হুঁশিয়ারি - Monoranjan Byapari

Monoranjan Byapari: ফের বিস্ফোরক হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ৷ ফেসবুকে পোস্ট করে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি ৷ আগামী 7 জানুয়ারি ফেসবুক লাইভ করে তিনি আরও দুর্নীতি ফাঁস করবেন হুঁশিয়ারি দিয়েছেন ৷ প্রয়োজনে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে যাবেন বলে জানিয়েছেন ৷

Monoranjan Byapari
Monoranjan Byapari
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 5:10 PM IST

কলকাতা, 3 জানুয়ারি: ফের বিস্ফোরক হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী । ফেসবুকে তৃণমূল কংগ্রেসের এক যুবনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বিস্ফোরক পোস্ট করেছেন তিনি । একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী 7 জানুয়ারি এই নিয়ে শেষ জবাব দিতে চলেছেন তিনি । ওই যুবনেত্রী ও তাঁর স্বামীর বিরুদ্ধে দুর্নীতি ফাঁস করবেন বলেও জানিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী ৷ আর বলাগড়ের তৃণমূল বিধায়কের এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে । সেই জল্পনাকে আরও বাড়িয়ে তিনি জানিয়েছেন, প্রয়োজনে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হবেন এই নিয়ে !

বুধবার যে পোস্টটি সোশাল মিডিয়ায় মনোরঞ্জন ব্যাপারী করেছেন, সেখানে তিনি লিখেছেন, ‘‘আপনাদের জ্ঞাতার্থে অতি মনোদুঃখে জানাচ্ছি, বিগত কয়েক দিন ধরে যা চলছে আপনারা সবাই জ্ঞাত আছেন । আর কেন আমি বলাগড় বিধানসভা থেকে দূরে বসে আছি সেই কদাকার ঘটনাক্রম নিয়ে আগামী 7 জানুয়ারি রাত আটটার সময় আমি ফেসবুক লাইভ করতে চলেছি । বলা চলে শেষ জবাব দিতে চলেছি ।’’

তিনি আরও লিখেছেন, ‘‘সেদিন আমি কিছু নিজের কথা বলব আর কিছু আপনাদের মনের মধ্যে ঘুরপাক খাওয়া প্রশ্নেরও জবাব দেব । সাংবাদিক বন্ধুদেরও বলছি তৈরি থাকুন । তারপর ঘোষণা করব আগামিদিনের কর্মসূচি । তাতে আমার বা তৃণমূল দলের লাভ হবে না ক্ষতি, সেটা আমি জানি না । দুই তিন বছর অনেক অপমান অনেক সহ্য করেছি । আর নয় । লড়াই এবার এসপার ওসপার ।’’

Monoranjan Byapari
মনোরঞ্জন ব্যাপারীর ফেসবুক পোস্ট

এখানেই থামেননি বলাগড়ের বিধায়ক ৷ তৃণমূলের এই জনপ্রতিনিধি আরও লিখেছেন, ‘‘এক মাটির মাফিয়া, বালি মাফিয়া গাঁজার পাচারকারীদের সহায়ক জুয়ার বোর্ড চালানো উপনেতা- আমাকে চোর বলেছে, খুনি বলেছে, ধর্ষক বলছে । আমি নাকি মহাশ্বেতা দেবীর লেখা নিজের নামে ছাপিয়ে কয়েক লক্ষ না কোটি কামিয়েছি, সেই আমাকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলাগড়ের বিধায়ক বানিয়েছেন । আমি যদি এই, তাহলে দিদি বা কেমন মানুষ ? তিনি আমার বিষয়ে কোনও খোঁজখবর নিলেন না ? আর এই দলটি (তৃণমূল) বা কেমন ? যারা এমন একটা চোর-ছ্যাঁচোরকে দলের সঙ্গে যুক্ত করলেন ? তাহলে যে বিরোধীরা বলে 'চোর চোর, তৃণমূলের সবাই চোর' ! সেটা কি সত্যি ? চোর ছাড়া দলে আর কোনও লোক নেই ?’’

এর আগেও বিভিন্ন ইস্যুতে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে মনোরঞ্জন ব্যাপারীকে ৷ কখনও কখনও তিনি তৃণমূলের নেতাদের বিরুদ্ধে সরব হয়েছেন ৷ প্রতিবারই তাঁকে নিয়ে আলোচনা হয়েছে ৷ এবারও যেমন হচ্ছে৷ এখন দেখার আগামী 7 জানুয়ারি সোশাল মিডিয়ায় লাইভ করে তিনি কী বলেন ?

আরও পড়ুন:

  1. তৃণমূলের ‘কাটমানি’ নেওয়া নেতাদের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে বলাগড়ের বিধায়ক
  2. নির্দল প্রার্থীকে সমর্থন করে সামাজিক মাধ্যমে বিস্ফোরক পোস্ট মনোরঞ্জনের
  3. ‘রাজনীতিতে এসে বোধহয় ঠিক করিনি’, প্রত্যাশার চাপে হাঁপিয়ে উঠছেন বলাগড়ের বিধায়ক

কলকাতা, 3 জানুয়ারি: ফের বিস্ফোরক হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী । ফেসবুকে তৃণমূল কংগ্রেসের এক যুবনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বিস্ফোরক পোস্ট করেছেন তিনি । একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী 7 জানুয়ারি এই নিয়ে শেষ জবাব দিতে চলেছেন তিনি । ওই যুবনেত্রী ও তাঁর স্বামীর বিরুদ্ধে দুর্নীতি ফাঁস করবেন বলেও জানিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী ৷ আর বলাগড়ের তৃণমূল বিধায়কের এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে । সেই জল্পনাকে আরও বাড়িয়ে তিনি জানিয়েছেন, প্রয়োজনে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হবেন এই নিয়ে !

বুধবার যে পোস্টটি সোশাল মিডিয়ায় মনোরঞ্জন ব্যাপারী করেছেন, সেখানে তিনি লিখেছেন, ‘‘আপনাদের জ্ঞাতার্থে অতি মনোদুঃখে জানাচ্ছি, বিগত কয়েক দিন ধরে যা চলছে আপনারা সবাই জ্ঞাত আছেন । আর কেন আমি বলাগড় বিধানসভা থেকে দূরে বসে আছি সেই কদাকার ঘটনাক্রম নিয়ে আগামী 7 জানুয়ারি রাত আটটার সময় আমি ফেসবুক লাইভ করতে চলেছি । বলা চলে শেষ জবাব দিতে চলেছি ।’’

তিনি আরও লিখেছেন, ‘‘সেদিন আমি কিছু নিজের কথা বলব আর কিছু আপনাদের মনের মধ্যে ঘুরপাক খাওয়া প্রশ্নেরও জবাব দেব । সাংবাদিক বন্ধুদেরও বলছি তৈরি থাকুন । তারপর ঘোষণা করব আগামিদিনের কর্মসূচি । তাতে আমার বা তৃণমূল দলের লাভ হবে না ক্ষতি, সেটা আমি জানি না । দুই তিন বছর অনেক অপমান অনেক সহ্য করেছি । আর নয় । লড়াই এবার এসপার ওসপার ।’’

Monoranjan Byapari
মনোরঞ্জন ব্যাপারীর ফেসবুক পোস্ট

এখানেই থামেননি বলাগড়ের বিধায়ক ৷ তৃণমূলের এই জনপ্রতিনিধি আরও লিখেছেন, ‘‘এক মাটির মাফিয়া, বালি মাফিয়া গাঁজার পাচারকারীদের সহায়ক জুয়ার বোর্ড চালানো উপনেতা- আমাকে চোর বলেছে, খুনি বলেছে, ধর্ষক বলছে । আমি নাকি মহাশ্বেতা দেবীর লেখা নিজের নামে ছাপিয়ে কয়েক লক্ষ না কোটি কামিয়েছি, সেই আমাকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলাগড়ের বিধায়ক বানিয়েছেন । আমি যদি এই, তাহলে দিদি বা কেমন মানুষ ? তিনি আমার বিষয়ে কোনও খোঁজখবর নিলেন না ? আর এই দলটি (তৃণমূল) বা কেমন ? যারা এমন একটা চোর-ছ্যাঁচোরকে দলের সঙ্গে যুক্ত করলেন ? তাহলে যে বিরোধীরা বলে 'চোর চোর, তৃণমূলের সবাই চোর' ! সেটা কি সত্যি ? চোর ছাড়া দলে আর কোনও লোক নেই ?’’

এর আগেও বিভিন্ন ইস্যুতে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে মনোরঞ্জন ব্যাপারীকে ৷ কখনও কখনও তিনি তৃণমূলের নেতাদের বিরুদ্ধে সরব হয়েছেন ৷ প্রতিবারই তাঁকে নিয়ে আলোচনা হয়েছে ৷ এবারও যেমন হচ্ছে৷ এখন দেখার আগামী 7 জানুয়ারি সোশাল মিডিয়ায় লাইভ করে তিনি কী বলেন ?

আরও পড়ুন:

  1. তৃণমূলের ‘কাটমানি’ নেওয়া নেতাদের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে বলাগড়ের বিধায়ক
  2. নির্দল প্রার্থীকে সমর্থন করে সামাজিক মাধ্যমে বিস্ফোরক পোস্ট মনোরঞ্জনের
  3. ‘রাজনীতিতে এসে বোধহয় ঠিক করিনি’, প্রত্যাশার চাপে হাঁপিয়ে উঠছেন বলাগড়ের বিধায়ক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.