কলকাতা, 3 জানুয়ারি: ফের বিস্ফোরক হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী । ফেসবুকে তৃণমূল কংগ্রেসের এক যুবনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বিস্ফোরক পোস্ট করেছেন তিনি । একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী 7 জানুয়ারি এই নিয়ে শেষ জবাব দিতে চলেছেন তিনি । ওই যুবনেত্রী ও তাঁর স্বামীর বিরুদ্ধে দুর্নীতি ফাঁস করবেন বলেও জানিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী ৷ আর বলাগড়ের তৃণমূল বিধায়কের এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে । সেই জল্পনাকে আরও বাড়িয়ে তিনি জানিয়েছেন, প্রয়োজনে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হবেন এই নিয়ে !
বুধবার যে পোস্টটি সোশাল মিডিয়ায় মনোরঞ্জন ব্যাপারী করেছেন, সেখানে তিনি লিখেছেন, ‘‘আপনাদের জ্ঞাতার্থে অতি মনোদুঃখে জানাচ্ছি, বিগত কয়েক দিন ধরে যা চলছে আপনারা সবাই জ্ঞাত আছেন । আর কেন আমি বলাগড় বিধানসভা থেকে দূরে বসে আছি সেই কদাকার ঘটনাক্রম নিয়ে আগামী 7 জানুয়ারি রাত আটটার সময় আমি ফেসবুক লাইভ করতে চলেছি । বলা চলে শেষ জবাব দিতে চলেছি ।’’
তিনি আরও লিখেছেন, ‘‘সেদিন আমি কিছু নিজের কথা বলব আর কিছু আপনাদের মনের মধ্যে ঘুরপাক খাওয়া প্রশ্নেরও জবাব দেব । সাংবাদিক বন্ধুদেরও বলছি তৈরি থাকুন । তারপর ঘোষণা করব আগামিদিনের কর্মসূচি । তাতে আমার বা তৃণমূল দলের লাভ হবে না ক্ষতি, সেটা আমি জানি না । দুই তিন বছর অনেক অপমান অনেক সহ্য করেছি । আর নয় । লড়াই এবার এসপার ওসপার ।’’
এখানেই থামেননি বলাগড়ের বিধায়ক ৷ তৃণমূলের এই জনপ্রতিনিধি আরও লিখেছেন, ‘‘এক মাটির মাফিয়া, বালি মাফিয়া গাঁজার পাচারকারীদের সহায়ক জুয়ার বোর্ড চালানো উপনেতা- আমাকে চোর বলেছে, খুনি বলেছে, ধর্ষক বলছে । আমি নাকি মহাশ্বেতা দেবীর লেখা নিজের নামে ছাপিয়ে কয়েক লক্ষ না কোটি কামিয়েছি, সেই আমাকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলাগড়ের বিধায়ক বানিয়েছেন । আমি যদি এই, তাহলে দিদি বা কেমন মানুষ ? তিনি আমার বিষয়ে কোনও খোঁজখবর নিলেন না ? আর এই দলটি (তৃণমূল) বা কেমন ? যারা এমন একটা চোর-ছ্যাঁচোরকে দলের সঙ্গে যুক্ত করলেন ? তাহলে যে বিরোধীরা বলে 'চোর চোর, তৃণমূলের সবাই চোর' ! সেটা কি সত্যি ? চোর ছাড়া দলে আর কোনও লোক নেই ?’’
এর আগেও বিভিন্ন ইস্যুতে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে মনোরঞ্জন ব্যাপারীকে ৷ কখনও কখনও তিনি তৃণমূলের নেতাদের বিরুদ্ধে সরব হয়েছেন ৷ প্রতিবারই তাঁকে নিয়ে আলোচনা হয়েছে ৷ এবারও যেমন হচ্ছে৷ এখন দেখার আগামী 7 জানুয়ারি সোশাল মিডিয়ায় লাইভ করে তিনি কী বলেন ?
আরও পড়ুন: