কলকাতা, 29 জানুয়ারি : বিধানসভার লবিতে অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল বিধায়ক রমেন বিশ্বাস । সেখানেই তাঁর চিকিৎসা করা হয় ।
গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন কল্যাণীর বিধায়ক রমেন বিশ্বাস । সূত্রের খবর, কিছুক্ষণ পরই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় তাঁকে বলেন, "কল্যাণীর অবস্থা ভালো নয়। আসন্ন বিধানসভা নির্বাচনে ভালো ফল হবে না। কল্যাণীতে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার নিয়েছে। ভালো করে কাজ করুন । অবস্থা মোটেই ভালো নয় । টিকিট নিয়ে সমস্যা হতে পারে।"
এরপরই রমেনবাবু মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যান । আর লবিতে এসেই অসুস্থ হয়ে পড়েন তিনি । বিধানসভার মার্শাল দেবব্রত মুখোপাধ্যায় এবং নিরাপত্তারক্ষীরা তাঁকে সেখানে বসিয়েই চিকিৎসক ডাকেন ।
আরও পড়ুন : বহির্বিভাগ পরিষেবা চালু হল এইমসের কল্যাণী শাখায়
বিধানসভার চিকিৎসকরা সেখানেই তাঁর চিকিৎসা শুরু করেন । চিকিৎসকরা জানান, সুগারের মাত্রা অনেক নেমে গিয়েছে রমেনবাবুর । চিকিৎসকদের পরামর্শ মতো মিষ্টি খাওয়ানো হয় তাঁকে । দীর্ঘ সময় বিধানসভার লবিতেই তাঁকে বসিয়ে রেখে চিকিৎসা চলে । সন্ধ্যায় তাঁকে কল্যাণী নিয়ে যাওয়া হয় ।