খড়দা, 19 ডিসেম্বর : "প্রায় 1962 থেকে রাজনীতিতে নেমেছি, এরকম বিরোধীশূন্য নির্বাচন কখনও দেখিনি", কলকাতা পৌরভোটের আগের দিন রাজ্যে বিরোধীদের প্রসঙ্গে এমন মন্তব্য করলেন খড়দার বিধায়ক তথা কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ তাঁর দাবি, এবার বিরোধীদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না (TMC Minister Sovandeb Chattopadhyay claims of no opposition presence in KMC Election 2021) ৷
একুশের কলকাতা পৌরভোটে নির্বাচন কমিশনের ভূমিকায় সন্তুষ্ট তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, "নির্বাচন কমিশন এবার খুব সিরিয়াস ৷" আর পাশাপাশি তাঁর দল ঘাসফুলও ৷ কলকাতা পৌরভোটে তৃণমূল কংগ্রেস প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের দলও এবার নির্বাচনে খুবই সিরিয়াস । আমরা চাই নির্বাচন সুষ্ঠু ভাবে হোক ৷"
তাঁর মতে জনগণের মতামত কী, সেটা জানা দরকার ৷ তাই "গায়ের জোরে ভোট করে পরবর্তীকালে মানুষের মনোভাবটা বোঝা যায় না ।" এর সপক্ষে তিনি এবারের নির্বাচনে বিরোধীদের প্রচারে কোনও ভাবে বাধা না দেওয়ার উদাহরণ তুলে ধরেন ৷ তিনি বলেন, "আমি বলেছিলাম বিরোধীদের কোনও প্রচারে বাধা দেওয়া যাবে না ৷ গণতন্ত্রে মানুষের কথাই গুরুত্বপূর্ণ ৷ মানুষ যদি ভোট দিতে না পারে, পরের বার আমাদের হারিয়ে দেবে ৷ সুযোগ পেলেই হারিয়ে দেবে", বললেন কৃষিমন্ত্রী ৷
আরও পড়ুন : KMC Election 2021 : নিশ্চিন্ত তৃণমূল, কলকাতা পৌরভোটে বিরোধীরা খাতা খুললেই সন্তুষ্ট
ভোটের কেন্দ্রীয় বাহিনীর আলাদা করে কোনও প্রয়োজন নেই ৷ কারণ কেন্দ্রীয় বাহিনী কিছু করে না, জানালেন প্রবীণ তৃণমূল নেতা ৷ এই প্রসঙ্গে শোভনদেব বলেন, "ভোট মেশিনারি যাঁরা করেন, তাঁরা জানেন কেন্দ্রীয় বাহিনী থাকলেও কী করা যায়, না যায় । আমি নিজেও জানি ৷" তিনি মনে করেন পৌরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই ৷
তাঁর আশা রাজ্যের বাহিনী যথেষ্ট আত্মবিশ্বাসী ৷ তারা আজ নির্বিঘ্নে ভোট করবে ৷ "দলের পুরো নির্দেশ দেওয়া আছে, কেউ কোনও গণ্ডগোল করতে পারবে না ৷ কোথাও কোনও অশান্তি যাতে না হয়, তার দায়িত্ব নেবে পুলিশ ৷ বিজেপির কেউ ভুয়ো ভোট দিতে এলে, সে বিষয়ে পুলিশ সিদ্ধান্ত নেবে ৷" তিনি আশ্বাস দিলেন, এরকম কোনও ঘটনা ঘটলেও তৃণমূলের কেউ তাদের আঘাত করবে না ৷ তারা পুলিশকে জানাবে, তাদের হাতে তুলে দেবে ৷ এরপর পুলিশ যা করবার করবে ৷ দলের কঠোর নির্দেশে কর্মীরা নিজে থেকে অন্য কোনও হিংসাত্মক পদক্ষেপ করবে না বলে জোর দিয়ে জানালেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷
কলকাতা পৌরভোটের সঙ্গে 2024-এর লোকসভা নির্বাচনের সম্পর্ক নিয়ে তিনি বলেন, "মানুষ একটা টার্গেট নিয়ে এগোয় ৷ গণতন্ত্রকে রক্ষা করতে গেলে এটাকে একটা প্র্যাকটিসে পরিণত করতে হবে ৷"