কলকাতা, 28 জানুয়ারি : সংসদের পর এবার রাজ্য বিধানসভাতেও রাজ্যপালের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে পারে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC likely to move motion in assembly against governor jagdeep dhankhar) ৷ আগেই তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছিল, রাজ্যসভা এবং লোকসভায় রাজ্যপালের অপসারণ নিয়ে কোনও প্রস্তাব আনা যায় কিনা তা নিয়ে ভাবনাচিন্তা চলছে । গত 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবসের দিন আম্বেদকর মূর্তিতে মালা দিয়ে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় যে ভাষায় রাজ্য সরকারের সমালোচনা করেছেন, সেই বিষয়টিকে কোনও ভাবেই হালকা করে নিচ্ছে না তৃণমূল ।
‘সাংবিধানিক পদে থেকেও কর্তব্যে গাফিলতি’, এই মর্মে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনতে চাইছে তৃণমূল ৷ সূত্রের খবর, রাজ্যসভায় রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনতে পারেন সাংসদ সুখেন্দুশেখর রায় । এমনকি, জগদীপ ধনকড়ের বিরুদ্ধে পথে নেমেও আন্দোলন শুরু করতে পারে তৃণমূল ৷ সেই আন্দোলনের নেতৃত্বে থাকতে পারেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুধু সংসদ বা রাস্তায় নেমে আন্দোলন নয়, বিধানসভাতেও রাজ্যপাল জাগদীপ ধনকরের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব সম্ভবত আনতে চলেছে শাসকদল ৷ শাসকদল সূত্রে তেমনটাই খবর ।
আরও পড়ুন : আপনি কে ? জাগোবাংলায় তৃণমূলের প্রশ্ন ধনকড়কে
এক্ষেত্রে রাজ্যপালের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে পারেন তৃণমূল বিধায়করা । বিষয়টি নিয়ে বিধানসভায় আলোচনার অনুমতিও দিতে পারেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও । রাজ্যপালের সঙ্গে সম্প্রতি রাজ্য সরকার ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক এতটাই তিক্ত হয়েছে যে, সেখান থেকে এমন পরিস্থিতি তৈরি হতে পারে তা আন্দাজ করেছিল রাজনৈতিক মহল । যা পরিস্থিতি, তাতে সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে ৷
রাজনৈতিক মহল মনে করছে, সত্যিই যদি বিধানসভা ও সংসদে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনা হয়, তবে তা জগদীপ ধনকড়ের পক্ষে যথেষ্ট অস্বস্তির হবে ৷ রাজ্যপালের আচরণের ফলে রাজ্য সরকার ও বিধানসভার সঙ্গে রাজভবনের সম্পর্ক খারাপ হচ্ছে বলে মত সরকার পক্ষের ৷ গত 25 জানুয়ারি বিধানসভায় দাঁড়িয়ে বিধানসভার অধ্যক্ষকে তিনি যেভাবে আক্রমণ করেছেন, তাকে সংবিধান কখনওই মান্যতা দেয় না বলে মনে করছে তৃণমূল । কারণ, বিধানসভায় অধ্যক্ষই সর্বেসর্বা । সেখানে তাঁর এক্তিয়ার নিয়ে রাজ্যপাল কথা বলায় বিষয়টি অসৌজন্যের প্রকাশ বলেই মনে করা হচ্ছে ।