ETV Bharat / state

TMC may Suspend Mimi Nusrat : ক্ষুব্ধ দল, নিজেদের শুধরে না নিলে সাসপেন্ডও হতে পারেন মিমি-নুসরত

মিমি চক্রবর্তী (TMC leadership angry with Mimi Chakraborty) ও নুসরত জাহানকে (Nusrat Jahan news) প্রয়োজনে সাসপেন্ডও করতে পারে তৃণমূল নেতৃত্ব (TMC may suspend Mimi-Nusrat)৷ এমনই খবর মিলেছে সূত্রের মারফৎ ৷

TMC leadership is angry with Mimi Chakraborty and Nusrat Jahan, they may be suspended
ক্ষুব্ধ দল, নিজেদের শুধরে না নিলে সাসপেন্ডও হতে পারেন মিমি-নুসরত
author img

By

Published : Dec 9, 2021, 9:43 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর: তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী (TMC leadership angry with Mimi Chakraborty) ও নুসরত জাহানের (Nusrat Jahan news) উপর দলীয় নেতৃত্বের ক্ষোভের কথাটা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ৷ সেই ক্ষোভ এতটাই যে, তাঁদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের কথাও ভাবা হচ্ছে বলে খবর ৷ জানা গিয়েছে, মিমি ও নুসরতের উপর দল এতটাই ক্ষুদ্ধ যে, তাঁরা নিজেদের শুধরে না নিলে তাঁদের বরখাস্তও করা হতে পারে ৷

যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty news) এবং বসিরহাটের সাংসদ নুসরত জাহানকে (TMC leadership angry with Nusrat Jahan) নিয়ে আরও কড়া তৃণমূল কংগ্রেস । যে দায়িত্বের জন্য তাঁদের সাংসদ হিসেবে নির্বাচিত করা হয়েছে, তা সঠিক ভাবে পালন না করায় ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব ৷ এই অবস্থায় যে কোনও মুহূর্তে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে । আর সেটা যদি সাসপেনশন (TMC may suspend Mimi Nusrat) হয় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না । তৃণমূল সূত্রের খবর, এই মুহূর্তে এই দুই তারকা সাংসদের কাজকর্ম নিয়ে খুশি নয় তৃণমূল । তবে তাঁদের শুধরানোর জন্য সময় দিচ্ছে দল । যদি তাঁরা সংসদের কাজকর্মে নিয়মিত অংশগ্রহণ না করেন, দলের কর্মসূচিতে তাঁরা যদি যুক্ত না হন, সে ক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: Mimi Nusrat Absent in TMC Protest : দিল্লিতে সাংসদদের ধর্নায় অনুপস্থিত মিমি-নুসরত, ক্ষুব্ধ তৃণমূল

এই মুহূর্তে সংসদ চলাকালীন তাঁদের আসা এবং যাওয়ার নিয়মিত রেজিস্ট্রার খেয়াল রাখা হচ্ছে । একইসঙ্গে তাঁরা এলাকার দাবিদাওয়া থেকে শুরু করে দলের নীতি মেনে কী কী প্রশ্ন তোলেন বা কোন কোন কর্মসূচিতে অংশ নেন, সেদিকেও নজর রাখা হচ্ছে ।

তৃণমূলের সব সাংসদের সঙ্গে দিল্লিতে বৈঠক করে সাংসদদের জন্য নিয়মবিধি বেঁধে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড । সংসদের শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলিতে দলের গতিপ্রকৃতি কী হবে তার একটি নীল নকশাও তৈরি হয় ওই বৈঠকে । তাই দলের সব সাংসদের উপস্থিতি জরুরি বলে জানানো হয়েছিল । কিন্তু তা সত্ত্বেও দুই তারকা সাংসদ অনুপস্থিত ছিলেন সেই বৈঠকে ।

TMC leadership is angry with Mimi Chakraborty and Nusrat Jahan, they may be suspended
ক্ষুব্ধ দল, নিজেদের শুধরে না নিলে সাসপেন্ডও হতে পারেন মিমি-নুসরত

আরও পড়ুন : TMC-MGP Alliance in Goa : বিধানসভা নির্বাচনের আগে গোয়ায় এমজিপির সঙ্গে গাঁটছড়া তৃণমূলের

এ নিয়ে ক্ষুণ্ণ হন শীর্ষ নেতৃত্ব । অনুপস্থিতির কারণ দর্শাতে বলা হয় মিমি ও নুসরতকে । কী কারণে তাঁরা অনুপস্থিত ছিলেন তা খতিয়ে দেখবে দল । তবে আপাতত কারণ দর্শাতে বলার পরও নিজেদের না শুধরে নিলে তাঁদের সাসপেন্ড করার সম্ভাবনাও রয়েছে বলে খবর । ওয়াকিবহাল মহলের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এহেন পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ । দলের সব সাংসদের জন্য যে একই নিয়ম প্রযোজ্য হবে, তারকা বলে যে আলাদা কোনও ছাড় মিলবে না, মিমি-নুসরতকে শো-কজের মাধ্যমে যেন সেই বার্তা দিতে চেয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ।

কলকাতা, 9 ডিসেম্বর: তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী (TMC leadership angry with Mimi Chakraborty) ও নুসরত জাহানের (Nusrat Jahan news) উপর দলীয় নেতৃত্বের ক্ষোভের কথাটা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ৷ সেই ক্ষোভ এতটাই যে, তাঁদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের কথাও ভাবা হচ্ছে বলে খবর ৷ জানা গিয়েছে, মিমি ও নুসরতের উপর দল এতটাই ক্ষুদ্ধ যে, তাঁরা নিজেদের শুধরে না নিলে তাঁদের বরখাস্তও করা হতে পারে ৷

যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty news) এবং বসিরহাটের সাংসদ নুসরত জাহানকে (TMC leadership angry with Nusrat Jahan) নিয়ে আরও কড়া তৃণমূল কংগ্রেস । যে দায়িত্বের জন্য তাঁদের সাংসদ হিসেবে নির্বাচিত করা হয়েছে, তা সঠিক ভাবে পালন না করায় ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব ৷ এই অবস্থায় যে কোনও মুহূর্তে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে । আর সেটা যদি সাসপেনশন (TMC may suspend Mimi Nusrat) হয় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না । তৃণমূল সূত্রের খবর, এই মুহূর্তে এই দুই তারকা সাংসদের কাজকর্ম নিয়ে খুশি নয় তৃণমূল । তবে তাঁদের শুধরানোর জন্য সময় দিচ্ছে দল । যদি তাঁরা সংসদের কাজকর্মে নিয়মিত অংশগ্রহণ না করেন, দলের কর্মসূচিতে তাঁরা যদি যুক্ত না হন, সে ক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: Mimi Nusrat Absent in TMC Protest : দিল্লিতে সাংসদদের ধর্নায় অনুপস্থিত মিমি-নুসরত, ক্ষুব্ধ তৃণমূল

এই মুহূর্তে সংসদ চলাকালীন তাঁদের আসা এবং যাওয়ার নিয়মিত রেজিস্ট্রার খেয়াল রাখা হচ্ছে । একইসঙ্গে তাঁরা এলাকার দাবিদাওয়া থেকে শুরু করে দলের নীতি মেনে কী কী প্রশ্ন তোলেন বা কোন কোন কর্মসূচিতে অংশ নেন, সেদিকেও নজর রাখা হচ্ছে ।

তৃণমূলের সব সাংসদের সঙ্গে দিল্লিতে বৈঠক করে সাংসদদের জন্য নিয়মবিধি বেঁধে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড । সংসদের শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলিতে দলের গতিপ্রকৃতি কী হবে তার একটি নীল নকশাও তৈরি হয় ওই বৈঠকে । তাই দলের সব সাংসদের উপস্থিতি জরুরি বলে জানানো হয়েছিল । কিন্তু তা সত্ত্বেও দুই তারকা সাংসদ অনুপস্থিত ছিলেন সেই বৈঠকে ।

TMC leadership is angry with Mimi Chakraborty and Nusrat Jahan, they may be suspended
ক্ষুব্ধ দল, নিজেদের শুধরে না নিলে সাসপেন্ডও হতে পারেন মিমি-নুসরত

আরও পড়ুন : TMC-MGP Alliance in Goa : বিধানসভা নির্বাচনের আগে গোয়ায় এমজিপির সঙ্গে গাঁটছড়া তৃণমূলের

এ নিয়ে ক্ষুণ্ণ হন শীর্ষ নেতৃত্ব । অনুপস্থিতির কারণ দর্শাতে বলা হয় মিমি ও নুসরতকে । কী কারণে তাঁরা অনুপস্থিত ছিলেন তা খতিয়ে দেখবে দল । তবে আপাতত কারণ দর্শাতে বলার পরও নিজেদের না শুধরে নিলে তাঁদের সাসপেন্ড করার সম্ভাবনাও রয়েছে বলে খবর । ওয়াকিবহাল মহলের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এহেন পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ । দলের সব সাংসদের জন্য যে একই নিয়ম প্রযোজ্য হবে, তারকা বলে যে আলাদা কোনও ছাড় মিলবে না, মিমি-নুসরতকে শো-কজের মাধ্যমে যেন সেই বার্তা দিতে চেয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.