ETV Bharat / state

TMC Message to Party Leaders: সরকারি প্রকল্পে দলীয় হস্তক্ষেপ চায় না তৃণমূল, বার্তা দলের তরফে - তৃণমূল নেতৃত্বের বার্তা

সরকারি প্রকল্পে নেতাদের হস্তক্ষেপ বরদাস্ত নয় ৷ দলের নেতাদের কড়া বার্তা তৃণমূল নেতৃত্বের (TMC Message to Party Leaders) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 11, 2022, 4:05 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর: সামনেই পঞ্চায়েত নির্বাচন, তারপর 2024 লোকসভা ভোট ৷ এই দুই নির্বাচনের আগে দলের নেতাদের উদ্দেশে কড়া বার্তা দিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷ লক্ষ্য দুর্নীতির সঙ্গে নেতা-কর্মীদের নাম যাতে না জড়ায় এবং সরকারি প্রকল্পে দলের প্রভাব খাটানোর অভিযোগ যাতে না ওঠে, তা নিয়ে সতর্ক করা ৷ তৃণমূল সূত্রে খবর, দল চায় সরকারি প্রকল্প চলুক তার মত করে । তাতে হস্তক্ষেপ করবেন না কোনও ছোট-বড়-মেজো নেতা । আর তাই সরকারি প্রকল্পে দলের প্রভাব খাটানোর চেষ্টা হলে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হবে (TMC leadership gives message to party leaders) ।

প্রসঙ্গত, 100 দিনের কাজ থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা, বারবার বিভিন্ন সরকারি প্রকল্পে রাজনৈতিক দলের হস্তক্ষেপের অভিযোগ উঠেছে । বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতিতে শাসকদলের নাম জড়িয়েছে এবং এই নিয়ে তৃণমূলকে বিরোধী দলগুলির আক্রমণের মুখে পড়তে হয়েছে বারবার । এবার তাই শুদ্ধিকরণের পথে হাঁটছে রাজ্যের শাসক দল । ভুল থেকে শিক্ষা নিয়ে সরকারি কাজে দলের হস্তক্ষেপ এড়িয়ে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (no interference in govt projects message from TMC) ।

দলের তরফ থেকে এক শীর্ষ নেতা জানিয়েছেন, দলের জনপ্রতিনিধিদের বলা হয়েছে কোনওভাবেই আবাস যোজনা-সহ কোনও সরকারি প্রকল্পে হস্তক্ষেপ না-করতে । এক্ষেত্রে জনপ্রতিনিধিদের দায়িত্ব যতটুকু তারা যেন ঠিক ততটাই পালন করেন। সেক্ষেত্রে তাঁদের কোনও সুপারিশ গৃহীত হবে না। বরং এক্ষেত্রে প্রশাসনের সিদ্ধান্তই চূড়ান্ত ।

আরও পড়ুন: শনিতে নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক, থাকবেন অমিত শাহ

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার । দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারের থেকে আবাস যোজনার অর্থ না-মেলার পর সম্প্রতি রাজ্যকে টাকা দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার । তাই এই যাত্রায় প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে প্রথম থেকেই সতর্ক রাজ্য সরকার । প্রকল্পের উপভোক্তাদের সনাক্ত করার জন্য সরকারি আধিকারিকদের নামিয়ে সমীক্ষা পর্যন্ত করছে রাজ্য সরকার । অথচ এই নিয়ে অভিযোগের শেষ নেই । সে কারণেই নতুন করে যাতে অভিযোগ না-আসে তা নিশ্চিত করতে চাইছে শাসকদল (TMC Message to Party Leaders) ৷

কলকাতা, 11 ডিসেম্বর: সামনেই পঞ্চায়েত নির্বাচন, তারপর 2024 লোকসভা ভোট ৷ এই দুই নির্বাচনের আগে দলের নেতাদের উদ্দেশে কড়া বার্তা দিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷ লক্ষ্য দুর্নীতির সঙ্গে নেতা-কর্মীদের নাম যাতে না জড়ায় এবং সরকারি প্রকল্পে দলের প্রভাব খাটানোর অভিযোগ যাতে না ওঠে, তা নিয়ে সতর্ক করা ৷ তৃণমূল সূত্রে খবর, দল চায় সরকারি প্রকল্প চলুক তার মত করে । তাতে হস্তক্ষেপ করবেন না কোনও ছোট-বড়-মেজো নেতা । আর তাই সরকারি প্রকল্পে দলের প্রভাব খাটানোর চেষ্টা হলে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হবে (TMC leadership gives message to party leaders) ।

প্রসঙ্গত, 100 দিনের কাজ থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা, বারবার বিভিন্ন সরকারি প্রকল্পে রাজনৈতিক দলের হস্তক্ষেপের অভিযোগ উঠেছে । বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতিতে শাসকদলের নাম জড়িয়েছে এবং এই নিয়ে তৃণমূলকে বিরোধী দলগুলির আক্রমণের মুখে পড়তে হয়েছে বারবার । এবার তাই শুদ্ধিকরণের পথে হাঁটছে রাজ্যের শাসক দল । ভুল থেকে শিক্ষা নিয়ে সরকারি কাজে দলের হস্তক্ষেপ এড়িয়ে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (no interference in govt projects message from TMC) ।

দলের তরফ থেকে এক শীর্ষ নেতা জানিয়েছেন, দলের জনপ্রতিনিধিদের বলা হয়েছে কোনওভাবেই আবাস যোজনা-সহ কোনও সরকারি প্রকল্পে হস্তক্ষেপ না-করতে । এক্ষেত্রে জনপ্রতিনিধিদের দায়িত্ব যতটুকু তারা যেন ঠিক ততটাই পালন করেন। সেক্ষেত্রে তাঁদের কোনও সুপারিশ গৃহীত হবে না। বরং এক্ষেত্রে প্রশাসনের সিদ্ধান্তই চূড়ান্ত ।

আরও পড়ুন: শনিতে নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক, থাকবেন অমিত শাহ

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার । দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারের থেকে আবাস যোজনার অর্থ না-মেলার পর সম্প্রতি রাজ্যকে টাকা দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার । তাই এই যাত্রায় প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে প্রথম থেকেই সতর্ক রাজ্য সরকার । প্রকল্পের উপভোক্তাদের সনাক্ত করার জন্য সরকারি আধিকারিকদের নামিয়ে সমীক্ষা পর্যন্ত করছে রাজ্য সরকার । অথচ এই নিয়ে অভিযোগের শেষ নেই । সে কারণেই নতুন করে যাতে অভিযোগ না-আসে তা নিশ্চিত করতে চাইছে শাসকদল (TMC Message to Party Leaders) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.