কলকাতা, 9 মে: রবীন্দ্রজয়ন্তীর দিন বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাঁর কাছ থেকে পাঁচটি প্রশ্নের উত্তর খুঁজছে তৃণমূল। মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটনে অবস্থিত তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের দুই মন্ত্রী তথা শশী পাঁজা এবং পার্থ ভৌমিক। আর এই সাংবাদিক সম্মেলন থেকেই অমিত শাহের বঙ্গ সফর নিয়ে প্রশ্ন তুললেন তাঁরা।
এদিন শশী পাঁজা বলেন, "শেষবার বঙ্গ সফরে আসার সময় তাঁর কাছে পাঁচটি প্রশ্ন রেখেছিল তৃণমূল। সেই সময় তার উত্তর দেননি তিনি। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তারই জবাব চাইছে বাংলা।" একইসঙ্গে শশী পাঁজার সংযোজন, সামনেই পঞ্চায়েত ভোট কাজেই বারবার যাতায়াত করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু পঞ্চায়েতে রাজ্যের যে প্রাপ্য টাকা সেই টাকা নিয়ে কেন কিছু বলছেন না তিনি। এখনও পর্যন্ত 100 দিনের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের মানুষের 72 হাজার 500 কোটি টাকা পাওনা রয়েছে ৷ কিন্তু এই নিয়ে কোনও কথা কেন তিনি বলছেন না।
গতকাল নবান্ন থেকে নাম না-করে অমিত শাহকে বাংলায় না-এসে মণিপুরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এদিন শশী পাঁজা এবং পার্থ ভৌমিকের গলাতেও একই সুর শোনা গেল। এদিন তিনি অমিত শাহের আসাকে স্বাগত জানালেও প্রশ্ন তুললেন এখানে এসে বিএসএফের সঙ্গে মিটিং করছেন অথচ মণিপুরে গেলেন না অমিত শাহ ও প্রধানমন্ত্রী। এদিন পার্থ ভৌমিক স্পষ্ট করে দিয়েছেন, অমিত শাহ প্রত্যেক বছর রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় আসলে কিছু বলার ছিল না। কিন্তু তিনি আসেন বিশেষ বিশেষ সময়ে।
আরও পড়ুন: রাষ্ট্র গীতের রচয়িতাকে চেনেন না অমিত শাহ, কটাক্ষ মহুয়ার
তারপর রবীন্দ্রনাথ ঠাকুর ও অন্যান্য মনীষীদের বেছে নেন। আজকের দিনে একটা বিষয়ে আমরা নিশ্চিত আমাদের পাঁচটা প্রশ্নের উত্তর হয়তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেননি তবে একটা বিষয় নিশ্চিত হয়ে বাংলায় এসেছেন যে রবীন্দ্রনাথের জন্ম শান্তিনিকেতনে হয়নি, হয়েছিল জোড়াসাঁকোতে। আজ তাই জোড়াসাঁকোতে গিয়ে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় রবীন্দ্রনাথ খোলামেলা পরিবেশে যেভাবে বিশ্বভারতীর পরিবেশ চেয়েছিলেন সেটাই এখন তাঁদের নেতৃত্বে ইট-পাথরে পরিণত করা হচ্ছে। বিশ্বভারতীকে যারা উপাচার্যের মাধ্যমে বৈরিকীকরণ করার চেষ্টা করছে তারাই নাকি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান দেখানোর কথা বলছেন ভাবতে অবাক লাগছে।