ETV Bharat / state

Buddhadeb Bhattacharjee: বুদ্ধদেবের দ্রুত আরোগ্য কামনায় তৃণমূল নেতৃত্ব

author img

By

Published : Jul 30, 2023, 7:12 PM IST

শ্বাসকষ্ট জনিত সমস্যা-সহ একাধিক শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে তৃণমূল নেতৃত্ব ৷

ETV Bharat
বুদ্ধদেব ভট্টাচার্য

কলকাতা, 30 জুলাই: গুরুতর অসুস্থ অবস্থায় শনিবার বিকেলে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ৷ তৃণমূলের একাধিক নেতা বুদ্ধদেবের অসুস্থতার খবরে উদ্বিগ্ন ৷ তাঁরাও চান দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুন তিনি ৷

বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি হওয়ার পরেই তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছিলেন । কলকাতার মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা তাপস রায়ও বুদ্ধদেবের দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷ বিমান বন্দ্যোপাধ্যায়ের কথায়, "ব্যক্তিগতভাবে সশরীরে দেখতে যাওয়ার ইচ্ছা থাকলেও আমি যেতে পারছি না । তবে আমার মনে হয়, বর্তমানে তাঁর যা শারীরিক অবস্থা, এই মুহূর্তে হাসপাতালে ভিড় না করাই ভালো । আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি । তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন ।"

একইভাবে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, বুদ্ধবাবু অসুস্থ । মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর খোঁজ খবর নিচ্ছেন । তিনি নিজে চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন । প্রাক্তন মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এই কামনা করেছেন ফিরহাদ ৷ একইভাবে তাপস রায় বলেন,"বুদ্ধবাবু অসুস্থ আমি শুনেছি । হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেওয়ার ইচ্ছা রয়েছে । কিন্তু এখন তাঁর যে শারীরিক অবস্থা সে কথা চিন্তা করেই তাঁর যত দ্রুত সম্ভব আরোগ্য কামনা করছি ।"

আরও পড়ুন: ভেন্টিলেশনেই আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, তবে জ্ঞান ফিরেছে; খাওয়ানো হল রাইলস টিউবে

রবিবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন,"বুদ্ধবাবু অসুস্থ হয়েছেন শুনেছি । তাঁর শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল । তবে তাঁর পরিবার, দল কোনও ঝুঁকি নিতে চায়নি । দ্রুতই তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । আমরা চাই দ্রুত সুস্থ হয়ে উঠুন বুদ্ধবাবু । আবার সক্রিয় জীবনে ফিরুন তিনি ।"

রাজ্যপাল সিভি আনন্দ বোস শনিবার রাতেই হাসপাতালে গিয়ে দেখে এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ৷ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে গিয়েছেন ৷ শনিবার রাতেই শোনা গিয়েছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু তিনি যাননি ৷ রবিবার বিকেল চারটে পর্যন্ত তিনি সেখানে যাননি ৷ যতদূর জানা গিয়েছে, ইতিমধ্যেই ফোনে চিকিৎসকদের কাছ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন তিনি । হাসপাতালে কোনও তৃণমূল নেতাকে এখনও পর্যন্ত দেখা না গেলেও তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন দলের শীর্ষ নেতৃত্বের একাংশ ।

আরও পড়ুন: হার্টের অবস্থা ভালো বলেই ফুসফুস এতটা খারাপ হলেও লড়ে যাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য: চিকিৎসক

কলকাতা, 30 জুলাই: গুরুতর অসুস্থ অবস্থায় শনিবার বিকেলে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ৷ তৃণমূলের একাধিক নেতা বুদ্ধদেবের অসুস্থতার খবরে উদ্বিগ্ন ৷ তাঁরাও চান দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুন তিনি ৷

বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি হওয়ার পরেই তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছিলেন । কলকাতার মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা তাপস রায়ও বুদ্ধদেবের দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷ বিমান বন্দ্যোপাধ্যায়ের কথায়, "ব্যক্তিগতভাবে সশরীরে দেখতে যাওয়ার ইচ্ছা থাকলেও আমি যেতে পারছি না । তবে আমার মনে হয়, বর্তমানে তাঁর যা শারীরিক অবস্থা, এই মুহূর্তে হাসপাতালে ভিড় না করাই ভালো । আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি । তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন ।"

একইভাবে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, বুদ্ধবাবু অসুস্থ । মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর খোঁজ খবর নিচ্ছেন । তিনি নিজে চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন । প্রাক্তন মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এই কামনা করেছেন ফিরহাদ ৷ একইভাবে তাপস রায় বলেন,"বুদ্ধবাবু অসুস্থ আমি শুনেছি । হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেওয়ার ইচ্ছা রয়েছে । কিন্তু এখন তাঁর যে শারীরিক অবস্থা সে কথা চিন্তা করেই তাঁর যত দ্রুত সম্ভব আরোগ্য কামনা করছি ।"

আরও পড়ুন: ভেন্টিলেশনেই আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, তবে জ্ঞান ফিরেছে; খাওয়ানো হল রাইলস টিউবে

রবিবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন,"বুদ্ধবাবু অসুস্থ হয়েছেন শুনেছি । তাঁর শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল । তবে তাঁর পরিবার, দল কোনও ঝুঁকি নিতে চায়নি । দ্রুতই তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । আমরা চাই দ্রুত সুস্থ হয়ে উঠুন বুদ্ধবাবু । আবার সক্রিয় জীবনে ফিরুন তিনি ।"

রাজ্যপাল সিভি আনন্দ বোস শনিবার রাতেই হাসপাতালে গিয়ে দেখে এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ৷ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে গিয়েছেন ৷ শনিবার রাতেই শোনা গিয়েছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু তিনি যাননি ৷ রবিবার বিকেল চারটে পর্যন্ত তিনি সেখানে যাননি ৷ যতদূর জানা গিয়েছে, ইতিমধ্যেই ফোনে চিকিৎসকদের কাছ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন তিনি । হাসপাতালে কোনও তৃণমূল নেতাকে এখনও পর্যন্ত দেখা না গেলেও তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন দলের শীর্ষ নেতৃত্বের একাংশ ।

আরও পড়ুন: হার্টের অবস্থা ভালো বলেই ফুসফুস এতটা খারাপ হলেও লড়ে যাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য: চিকিৎসক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.