ETV Bharat / state

মদন মিত্রের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

72 ঘণ্টা পর নিজের ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেলেন তৃণমূল নেতা মদন মিত্র। গত শুক্রবার তাঁর অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় বলে অভিযোগ করেন মদন মিত্র।

TMC leader Madan Mitras facebook account hacked
TMC leader Madan Mitras facebook account hacked
author img

By

Published : Jun 15, 2020, 6:33 PM IST

কলকাতা, 15 জুন : হ্যাক হল মদন মিত্রের ফেসবুক অ্যাকাউন্ট। শুক্রবার তাঁর জনপ্রিয় ফেসবুক পেজ “সিটিজেন মদন মিত্র" হ্যাক হয়। এরপর একে একে সরিয়ে দেওয়া হয় অ্যাডমিন প্যানেল। ফলে এই ফেসবুক পেজটি বেদখল হয়ে যায় মদন মিত্রের। বিষয়টি বুঝতে পেরে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা। পুলিশের চেষ্টায় আজ ফের ওই পেজের দখল ফিরে পান মদন।

“সিটিজেন মদন মিত্র"- পেজের মাধ্যমে মূলত সোশাল মিডিয়ায় জনসংযোগের কাজ করেন তৃণমূল নেতা। এই পেজের মাধ্যমে তিনি মাঝেমধ্যে লাইভে আসেন। গত শুক্রবার তাঁর পেজটি হ্যাক হয়ে যায় বলে পুলিশের কাছে অভিযোগ জানান মদন। প্রায় 72 ঘণ্টা পর আজ সকালে কলকাতা পুলিশের সাইবার ক্রাইমের চেষ্টায় অ্যাকাউন্ট ফেরত পান তিনি।

এপ্রসঙ্গে তিনি বলেন, “ আমায় বদনাম করার জন্যই এই পেজটি হ্যাক করা হয়েছিল। বুঝে উঠতে পারছি না এই পেজের মাধ্যমে কাউকে কোনও কুরুচিকর মেসেজ পাঠানো হয়েছে কি না। কোনও অপরাধ করা হয়েছে কি না। গত শুক্রবারের পর থেকে এই পেজ থেকে যদি কেউ কোনও মেসেজ পেয়ে থাকেন, তাহলে সেটি আমার পাঠানো নয় বলে বুঝে নিতে হবে। কারণ ওই পেজটির অ্যাডমিন প্যানেলের সবাইকে সরিয়ে দেওয়া হয়েছিল।"

অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর তিনি কলকাতা পুলিশের সাইবার বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন।

কলকাতা, 15 জুন : হ্যাক হল মদন মিত্রের ফেসবুক অ্যাকাউন্ট। শুক্রবার তাঁর জনপ্রিয় ফেসবুক পেজ “সিটিজেন মদন মিত্র" হ্যাক হয়। এরপর একে একে সরিয়ে দেওয়া হয় অ্যাডমিন প্যানেল। ফলে এই ফেসবুক পেজটি বেদখল হয়ে যায় মদন মিত্রের। বিষয়টি বুঝতে পেরে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা। পুলিশের চেষ্টায় আজ ফের ওই পেজের দখল ফিরে পান মদন।

“সিটিজেন মদন মিত্র"- পেজের মাধ্যমে মূলত সোশাল মিডিয়ায় জনসংযোগের কাজ করেন তৃণমূল নেতা। এই পেজের মাধ্যমে তিনি মাঝেমধ্যে লাইভে আসেন। গত শুক্রবার তাঁর পেজটি হ্যাক হয়ে যায় বলে পুলিশের কাছে অভিযোগ জানান মদন। প্রায় 72 ঘণ্টা পর আজ সকালে কলকাতা পুলিশের সাইবার ক্রাইমের চেষ্টায় অ্যাকাউন্ট ফেরত পান তিনি।

এপ্রসঙ্গে তিনি বলেন, “ আমায় বদনাম করার জন্যই এই পেজটি হ্যাক করা হয়েছিল। বুঝে উঠতে পারছি না এই পেজের মাধ্যমে কাউকে কোনও কুরুচিকর মেসেজ পাঠানো হয়েছে কি না। কোনও অপরাধ করা হয়েছে কি না। গত শুক্রবারের পর থেকে এই পেজ থেকে যদি কেউ কোনও মেসেজ পেয়ে থাকেন, তাহলে সেটি আমার পাঠানো নয় বলে বুঝে নিতে হবে। কারণ ওই পেজটির অ্যাডমিন প্যানেলের সবাইকে সরিয়ে দেওয়া হয়েছিল।"

অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর তিনি কলকাতা পুলিশের সাইবার বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.