ETV Bharat / state

Madan Mitra: এসএসকেএম কাণ্ডে মদন মিত্রের বিরুদ্ধে ভবানীপুর থানায় দায়ের এফআইআর - তৃণমূল বিধায়ক মদন মিত্র

কলকাতার এসএসকেএম হাসপাতালে রোগী ভর্তি না নেওয়ার অভিযোগ তোলেন মদন মিত্র ৷ রাতে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ভবানীপুর থানায় এফআইআর দায়ের করল এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ ৷

Madan Mitra
Madan Mitra
author img

By

Published : May 20, 2023, 4:54 PM IST

Updated : May 20, 2023, 11:04 PM IST

কলকাতা, 20 মে: এসএসকেএম কাণ্ডে অনড় মদন মিত্র ৷ বরং তিনি আরও সুর চড়িয়েছেন শনিবার বিকেলে ৷ দলকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘‘তাড়িয়ে দিলে তাড়িয়ে দেবেন ৷ পদত্যাগ করব ৷’’

রাতে মদন মিত্রের বিরুদ্ধে ভবানীপুর থানায় এফআইআর দায়ের করল এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ ৷ কলকাতা পুলিশের ডিসি (সাউথ) প্রিয়ব্রত রায় জানিয়েছেন, কামারহাটির তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার রাতেই লিখিত অভিযোগ দায়ের করে ৷ সেই সঙ্গে, বিধায়কের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 509 (অশালীন অঙ্গভঙ্গি) ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, আগামিকাল রবিবার হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে ৷ তারপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে পুলিশের তরফে ৷

প্রসঙ্গত, যাবতীয় বিতর্কের সূত্রপাত শুক্রবার রাতে ৷ রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এ এক রোগীর বেড না পাওয়া নিয়ে অভিযোগ করেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের ৷ তার পালটা সাংবাদিক বৈঠক করেন হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় । তিনি স্বাস্থ্যক্ষেত্রে জিরো টলারেন্সের কথা বলেন ৷ এই নীতিতে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন রয়েছে, সেই কথাও বলেন ৷

তার পরই ফের সুর চড়ান মদন মিত্র ৷ সরাসরি দলের বিরুদ্ধেই হুঁশিয়ারি দেন তৃণমূলের এই নেতা ৷ তিনি সরাসরি বলেন, ‘‘তাড়িয়ে দিলে তাড়িয়ে দেবেন ৷ পদত্যাগ করব ৷ একটাই অনুরোধ একমাসের মধ্যে ভোট করতে হবে ৷’’

এখানেই থামেননি মদন মিত্র ৷ তিনি বলেন, ‘‘ছেড়ে দেব রাজনীতি ৷ কী দিয়েছে ? ওই তো বিধায়কের বেতন ? খালি আমার পরিবারের উপর কোনও প্রতিহিংসা নেবেন না ৷’’ একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, প্রয়োজনে তিনি টিউশনি করবেন ৷ তাঁর যা লেখাপড়া তাতে তিনি টিউশনি করলে তিনি মাসে প্রায় 50 হাজার টাকা রোজগার করতে পারেন ৷

তাঁর আরও হুঁশিয়ারি, প্রয়োজনে তিনি বই লিখবেন ৷ সেই বই কলকাতা বইমেলায় বেস্ট সেলার হবে ৷ কারণ, তিনি 23 মাসের অভিজ্ঞতা নিয়ে বই লিখবেন ৷ সেই বইয়ের 34টি সংস্করণ হবে ৷ তিনি কলকাতায় বসে লিখবেন ৷ আর আমেরিকায় সেই বই বিক্রি হবে ৷

উল্লেখ্য, শুক্রবার রোগী ভরতি করাতে না পেরে মদন মিত্র এসএসকেএমে দালালরাজের অভিযোগ তুলেছিলেন ৷ টাকা না দিলে ওই সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায় না বলে অভিযোগ করেন তিনি ৷ একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, সিপিএম আমল হলে তিনি এক মিনিটে রোগীকে ভরতি করিয়ে দিতেন ৷ এর পালটা মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে শুক্রবার রাতের ঘটনা নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷ কারণ, হাসপাতালে ঢুকে রোগীর আত্মীয় স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অভ্যবতা করেছেন ৷

আরও পড়ুন: মদন বনাম স্বাস্থ্য দফতর ! মমতা সাক্ষাতের পরই জিরো টলারেন্স নীতিতে এসএসকেএম

কলকাতা, 20 মে: এসএসকেএম কাণ্ডে অনড় মদন মিত্র ৷ বরং তিনি আরও সুর চড়িয়েছেন শনিবার বিকেলে ৷ দলকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘‘তাড়িয়ে দিলে তাড়িয়ে দেবেন ৷ পদত্যাগ করব ৷’’

রাতে মদন মিত্রের বিরুদ্ধে ভবানীপুর থানায় এফআইআর দায়ের করল এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ ৷ কলকাতা পুলিশের ডিসি (সাউথ) প্রিয়ব্রত রায় জানিয়েছেন, কামারহাটির তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার রাতেই লিখিত অভিযোগ দায়ের করে ৷ সেই সঙ্গে, বিধায়কের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 509 (অশালীন অঙ্গভঙ্গি) ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, আগামিকাল রবিবার হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে ৷ তারপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে পুলিশের তরফে ৷

প্রসঙ্গত, যাবতীয় বিতর্কের সূত্রপাত শুক্রবার রাতে ৷ রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এ এক রোগীর বেড না পাওয়া নিয়ে অভিযোগ করেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের ৷ তার পালটা সাংবাদিক বৈঠক করেন হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় । তিনি স্বাস্থ্যক্ষেত্রে জিরো টলারেন্সের কথা বলেন ৷ এই নীতিতে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন রয়েছে, সেই কথাও বলেন ৷

তার পরই ফের সুর চড়ান মদন মিত্র ৷ সরাসরি দলের বিরুদ্ধেই হুঁশিয়ারি দেন তৃণমূলের এই নেতা ৷ তিনি সরাসরি বলেন, ‘‘তাড়িয়ে দিলে তাড়িয়ে দেবেন ৷ পদত্যাগ করব ৷ একটাই অনুরোধ একমাসের মধ্যে ভোট করতে হবে ৷’’

এখানেই থামেননি মদন মিত্র ৷ তিনি বলেন, ‘‘ছেড়ে দেব রাজনীতি ৷ কী দিয়েছে ? ওই তো বিধায়কের বেতন ? খালি আমার পরিবারের উপর কোনও প্রতিহিংসা নেবেন না ৷’’ একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, প্রয়োজনে তিনি টিউশনি করবেন ৷ তাঁর যা লেখাপড়া তাতে তিনি টিউশনি করলে তিনি মাসে প্রায় 50 হাজার টাকা রোজগার করতে পারেন ৷

তাঁর আরও হুঁশিয়ারি, প্রয়োজনে তিনি বই লিখবেন ৷ সেই বই কলকাতা বইমেলায় বেস্ট সেলার হবে ৷ কারণ, তিনি 23 মাসের অভিজ্ঞতা নিয়ে বই লিখবেন ৷ সেই বইয়ের 34টি সংস্করণ হবে ৷ তিনি কলকাতায় বসে লিখবেন ৷ আর আমেরিকায় সেই বই বিক্রি হবে ৷

উল্লেখ্য, শুক্রবার রোগী ভরতি করাতে না পেরে মদন মিত্র এসএসকেএমে দালালরাজের অভিযোগ তুলেছিলেন ৷ টাকা না দিলে ওই সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায় না বলে অভিযোগ করেন তিনি ৷ একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, সিপিএম আমল হলে তিনি এক মিনিটে রোগীকে ভরতি করিয়ে দিতেন ৷ এর পালটা মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে শুক্রবার রাতের ঘটনা নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷ কারণ, হাসপাতালে ঢুকে রোগীর আত্মীয় স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অভ্যবতা করেছেন ৷

আরও পড়ুন: মদন বনাম স্বাস্থ্য দফতর ! মমতা সাক্ষাতের পরই জিরো টলারেন্স নীতিতে এসএসকেএম

Last Updated : May 20, 2023, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.