ETV Bharat / state

Kunal Ghosh: পেগাসাসের মাধ্যমেই কি শুভেন্দু কল রেকর্ড জোগাড় করেন, প্রশ্ন তুললেন কুণাল

ফোন ট্যাপিং ও কল রেকর্ড ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ তাঁর প্রশ্ন, পেগাসাসের মাধ্যমেই শুভেন্দু কল রেকর্ড জোগাড় করেন ?

Kunal Ghosh
Kunal Ghosh
author img

By

Published : Jun 6, 2023, 3:18 PM IST

কলকাতা, 6 জুন: ওড়িশার বালাসোরে রেল দুর্ঘটনার পর সময় যত এগোচ্ছে, ততই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক তরজার পারদ চড়ছে ৷ এবার এই ইস্যুতে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ একই সঙ্গে পেগাসাস প্রসঙ্গ তুলে কেন্দ্রের বিরুদ্ধে ফোন ট্যাপের অভিযোগও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই নেতা ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, যাবতীয় বিতর্কের সূত্রপাত গত শনিবার সন্ধ্যায় ৷ সেদিন কুণাল ঘোষ একটি অডিয়ো ক্লিপ টুইট করেন ৷ যেখানে দু’জনকে কথা বলতে শোনা গিয়েছে ৷ তাঁদের আলোচনার বিষয়বস্তু ছিল - মেন লাইনের সিগন্যাল দিয়েও লুপ লাইনের পয়েন্ট দেওয়া থাকায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে ৷ অডিয়োতে যে দু’জনের কণ্ঠস্বর শোনা গিয়েছে, তাঁরা নিজেদের রেলের আধিকারিক বলে দাবি করেন ৷

আরও পড়ুন: 'সাহস থাকলে নাম বলুক, মানহানি কাকে বলে দেখিয়ে দেব'- শুভেন্দুর অন্তর্ঘাত তত্ত্বে পালটা জবাব কুণালের

কুণাল ঘোষ অবশ্য ভিডিয়োর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে রেখেছিলেন ওই পোস্টেই ৷ কিন্তু সেই টুইট রিটুইট করে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রশ্ন তোলেন, অডিয়োটি কুণাল ঘোষ কোথা থেকে পেলেন ? তাহলে কি পশ্চিমবঙ্গ পুলিশ রেলের আধিকারিকদের ফোন ট্যাপ করে তৃণমূলের হাতে তুলে দিচ্ছে ? এই বিষয়টি তিনি সিবিআইয়ের দৃষ্টি আকর্ষণও করেন ৷

  • Would like to draw the attention of #CBI in coromandel mishap

    1.From where did TMC Spokesperson @KunalGhoshAgain get the audio of the conversation of railway officials?

    2. Is West Bengal police now tapping phone lines of railway officials and handing over the recordings toTMC? https://t.co/FMGDydDd7l

    — Agnimitra Paul BJP (@paulagnimitra1) June 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই নিয়ে মঙ্গলবার সকালে বেশ কয়েকটি টুইট করেন কুণাল ঘোষ ৷ অগ্নিমিত্রাকে মেনশন করে একটি টুইটে তিনি লেখেন, ‘‘একটি ভিডিও দিলাম । শুভেন্দু বলছে কেন্দ্রীয় সরকারের জোরে আপনারা সব কল রেকর্ড পান । এটা কি পেগাসাস দিয়ে ? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত চাই । রইল বাকি আমার টুইট। বেশ করেছি । তদন্ত হলে বুঝে নেব । শুভেন্দুর চিৎকারের ভাবসম্প্রসারণ করুন আগে ।’’

Kunal Ghosh
কুণাল ঘোষের টুইট

পরের টুইটটিতে আবার কুণাল নিজেই সিবিআইয়ের দৃষ্টি আকর্ষণ করেন ৷ তিনি লেখেন, ‘‘পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বলছেন যে তাঁর কাছে অন্যদের ফোন কল রেকর্ড রয়েছে ৷ এবং তিনি এটাও বলছেন যে কেন্দ্রীয় সরকারের সাহায্যে তিনি সেগুলি পাচ্ছেন । সুতরাং, যেহেতু এটি একটি অত্যন্ত গুরুতর সমস্যা, এবং পেগাসাস সম্পর্কিত মামলা ৷ তদন্ত প্রয়োজন ৷’’

  • Would like to draw kind attention of #CBI.
    LOP, West Bengal is saying that he has phone call records of others, and he is also saying that by the help of Central Govt, he is getting all those.
    So, as this is a very serious issue, and case related to Pegasus, probe is needed pic.twitter.com/luc0lEvqHE

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) June 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দ্বিতীয় টুইটের সঙ্গে একটি ভিডিয়ো দিয়েছেন কুণাল ঘোষ ৷ ওই ভিডিয়োটি আবার বছর দুয়েকের পুরনো ৷ সেই নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়েরও হয়েছিল ৷ সেই এফআইআর-এর ছবি পরের টুইটে পোস্ট করেছেন কুণাল ঘোষ ৷ একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, ‘‘শুভেন্দু বলেছিল সবার সব কল রেকর্ড ওর কাছে আছে কারণ কেন্দ্রের সরকার ওদের দলের । ইঙ্গিত কি পেগাসাসের দিকে ? আরও কিছু আপত্তিকর কথা ও বলেছিল । তাতে নিয়মমত ওর বিরুদ্ধে এফ আই আর হয় । কিন্তু সেই তদন্ত আটকে দিল কোন মহল ? এখানে কেন রক্ষাকবচ ?’’

  • শুভেন্দু বলেছিল সবার সব কল রেকর্ড ওর কাছে আছে কারণ কেন্দ্রের সরকার ওদের দলের।
    ইঙ্গিত কি পেগাসাসের দিকে?
    আরও কিছু আপত্তিকর কথা ও বলেছিল।
    তাতে নিয়মমত ওর বিরুদ্ধে এফ আই আর হয়।
    কিন্তু সেই তদন্ত আটকে দিল কোন্ মহল? এখানে কেন রক্ষাকবচ?
    কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছে শুভেন্দু। pic.twitter.com/wkFDnOu0RF

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) June 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সব শেষে নন্দীগ্রামের বিধায়ক বিজেপির শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের অভিযোগ, ‘‘কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছে শুভেন্দু ।’’

আরও পড়ুন: রেল দুর্ঘটনার পিছনে রহস্য কী, রেল আধিকারিকদের কল রেকর্ডিং দিয়ে তদন্তের দাবি কুণালের

কলকাতা, 6 জুন: ওড়িশার বালাসোরে রেল দুর্ঘটনার পর সময় যত এগোচ্ছে, ততই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক তরজার পারদ চড়ছে ৷ এবার এই ইস্যুতে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ একই সঙ্গে পেগাসাস প্রসঙ্গ তুলে কেন্দ্রের বিরুদ্ধে ফোন ট্যাপের অভিযোগও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই নেতা ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, যাবতীয় বিতর্কের সূত্রপাত গত শনিবার সন্ধ্যায় ৷ সেদিন কুণাল ঘোষ একটি অডিয়ো ক্লিপ টুইট করেন ৷ যেখানে দু’জনকে কথা বলতে শোনা গিয়েছে ৷ তাঁদের আলোচনার বিষয়বস্তু ছিল - মেন লাইনের সিগন্যাল দিয়েও লুপ লাইনের পয়েন্ট দেওয়া থাকায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে ৷ অডিয়োতে যে দু’জনের কণ্ঠস্বর শোনা গিয়েছে, তাঁরা নিজেদের রেলের আধিকারিক বলে দাবি করেন ৷

আরও পড়ুন: 'সাহস থাকলে নাম বলুক, মানহানি কাকে বলে দেখিয়ে দেব'- শুভেন্দুর অন্তর্ঘাত তত্ত্বে পালটা জবাব কুণালের

কুণাল ঘোষ অবশ্য ভিডিয়োর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে রেখেছিলেন ওই পোস্টেই ৷ কিন্তু সেই টুইট রিটুইট করে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রশ্ন তোলেন, অডিয়োটি কুণাল ঘোষ কোথা থেকে পেলেন ? তাহলে কি পশ্চিমবঙ্গ পুলিশ রেলের আধিকারিকদের ফোন ট্যাপ করে তৃণমূলের হাতে তুলে দিচ্ছে ? এই বিষয়টি তিনি সিবিআইয়ের দৃষ্টি আকর্ষণও করেন ৷

  • Would like to draw the attention of #CBI in coromandel mishap

    1.From where did TMC Spokesperson @KunalGhoshAgain get the audio of the conversation of railway officials?

    2. Is West Bengal police now tapping phone lines of railway officials and handing over the recordings toTMC? https://t.co/FMGDydDd7l

    — Agnimitra Paul BJP (@paulagnimitra1) June 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই নিয়ে মঙ্গলবার সকালে বেশ কয়েকটি টুইট করেন কুণাল ঘোষ ৷ অগ্নিমিত্রাকে মেনশন করে একটি টুইটে তিনি লেখেন, ‘‘একটি ভিডিও দিলাম । শুভেন্দু বলছে কেন্দ্রীয় সরকারের জোরে আপনারা সব কল রেকর্ড পান । এটা কি পেগাসাস দিয়ে ? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত চাই । রইল বাকি আমার টুইট। বেশ করেছি । তদন্ত হলে বুঝে নেব । শুভেন্দুর চিৎকারের ভাবসম্প্রসারণ করুন আগে ।’’

Kunal Ghosh
কুণাল ঘোষের টুইট

পরের টুইটটিতে আবার কুণাল নিজেই সিবিআইয়ের দৃষ্টি আকর্ষণ করেন ৷ তিনি লেখেন, ‘‘পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বলছেন যে তাঁর কাছে অন্যদের ফোন কল রেকর্ড রয়েছে ৷ এবং তিনি এটাও বলছেন যে কেন্দ্রীয় সরকারের সাহায্যে তিনি সেগুলি পাচ্ছেন । সুতরাং, যেহেতু এটি একটি অত্যন্ত গুরুতর সমস্যা, এবং পেগাসাস সম্পর্কিত মামলা ৷ তদন্ত প্রয়োজন ৷’’

  • Would like to draw kind attention of #CBI.
    LOP, West Bengal is saying that he has phone call records of others, and he is also saying that by the help of Central Govt, he is getting all those.
    So, as this is a very serious issue, and case related to Pegasus, probe is needed pic.twitter.com/luc0lEvqHE

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) June 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দ্বিতীয় টুইটের সঙ্গে একটি ভিডিয়ো দিয়েছেন কুণাল ঘোষ ৷ ওই ভিডিয়োটি আবার বছর দুয়েকের পুরনো ৷ সেই নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়েরও হয়েছিল ৷ সেই এফআইআর-এর ছবি পরের টুইটে পোস্ট করেছেন কুণাল ঘোষ ৷ একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, ‘‘শুভেন্দু বলেছিল সবার সব কল রেকর্ড ওর কাছে আছে কারণ কেন্দ্রের সরকার ওদের দলের । ইঙ্গিত কি পেগাসাসের দিকে ? আরও কিছু আপত্তিকর কথা ও বলেছিল । তাতে নিয়মমত ওর বিরুদ্ধে এফ আই আর হয় । কিন্তু সেই তদন্ত আটকে দিল কোন মহল ? এখানে কেন রক্ষাকবচ ?’’

  • শুভেন্দু বলেছিল সবার সব কল রেকর্ড ওর কাছে আছে কারণ কেন্দ্রের সরকার ওদের দলের।
    ইঙ্গিত কি পেগাসাসের দিকে?
    আরও কিছু আপত্তিকর কথা ও বলেছিল।
    তাতে নিয়মমত ওর বিরুদ্ধে এফ আই আর হয়।
    কিন্তু সেই তদন্ত আটকে দিল কোন্ মহল? এখানে কেন রক্ষাকবচ?
    কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছে শুভেন্দু। pic.twitter.com/wkFDnOu0RF

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) June 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সব শেষে নন্দীগ্রামের বিধায়ক বিজেপির শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের অভিযোগ, ‘‘কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছে শুভেন্দু ।’’

আরও পড়ুন: রেল দুর্ঘটনার পিছনে রহস্য কী, রেল আধিকারিকদের কল রেকর্ডিং দিয়ে তদন্তের দাবি কুণালের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.