ETV Bharat / state

শাহী-সভার অনুমতি মামলায় 21 জুলাই নিয়ে আদালতের মন্তব্য রাজনৈতিক, মত তৃণমূলের জয়প্রকাশের - অমিত শাহের সভা

TMC Leader Jayprakash Majumdar: আগামী 29 নভেম্বর ভিক্টোরিয়া হাউজের সামনে বিজেপির সভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ মানুষের ভোগান্তির কথা উল্লেখ করতে গিয়ে আদালত 21 জুলাইয়ের সভাও বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছে ৷ সেই মন্তব্য রাজনৈতিক বলে মনে করছেন তৃণমূলের জয়প্রকাশ মজুমদার ৷

Jayprakash Majumdar on Amit Shah Rally
Jayprakash Majumdar on Amit Shah Rally
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 1:26 PM IST

কলকাতা, 24 নভেম্বর: সিঙ্গল বেঞ্চের পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও অমিত শাহের সভার অনুমতি দিল ৷ শুক্রবার সেই অনুমতি দিতে গিয়ে 21 জুলাইয়ের সভার প্রসঙ্গ টেনে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের মন্তব্য, ‘‘সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত । সবকিছুতেই এখন রাজনীতি । এই ধরনের ঘটনা নতুন নয় । কেউ সাধারণ মানুষের কথা ভাবে না । আজ থেকে তাহলে একুশে জুলাই-এর সভা বাতিল করে দিন ।’’ আর প্রধান বিচারপতির এই মন্তব্যকে ‘অনাবশ্যক রাজনৈতিক উক্তি’ বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ।

তাঁর কথায়, ‘‘প্রধান বিচারপতি বাইরে থেকে এসেছেন । তিনি একুশে জুলাই-এর মাহাত্ম্য জানেন না । প্রত্যেক রাজ্যে এই ধরনের বিভিন্ন কর্মসূচি আছে । যারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার এই ডেমোক্রেসির অর্থাৎ মানুষ । মানুষকে বাদ দিয়ে না থাকবে ডেমোক্রেসি, না থাকবে বিচার ব্যবস্থা এবং এই ডেমোক্রেসিকে রক্ষা করার সবচেয়ে বড় দায়িত্ব বিচারপতিদের । সেই মানুষের কথা হয়তো তিনি জানেন না, সেই জন্য একুশে জুলাইয়ের কথা হয়তো উনি নিয়ে এসেছেন । এটা অনাবশ্যক রাজনৈতিক উক্তি বলেই আমি মনে করছি ।’’

তিনি আরও বলেন, ‘‘অনেক সময় কলকাতার অনেক বিচারপতি এই ধরনের মন্তব্য করে থাকছেন । হয়তো নিজেদের সামলাতে পারছেন না, তাই এ ধরনের রাজনৈতিক উক্তি করে ফেলছেন । তাঁর যদি মনে হয় সভার অনুমতি দেওয়ার তিনি নির্দেশ দেবেন । আমার তা নিয়ে কিছু বলার নেই, এই বিষয়ে যা বলার রাজ্য সরকারের মুখপাত্র বলবেন । আমি রাজ্য সরকারের মুখপাত্র না । তাই সরকারের কী বক্তব্য বলতে পারব না । কিন্তু নির্দেশ দেওয়ার সময় যে যে উক্তি করছেন, তাতে রাজনীতির গন্ধ পাওয়া যাচ্ছে ।’’

এ দিন প্রধান বিচারপতি সবাইকে সমান চোখে দেখার পরামর্শ দিয়েছেন সরকারকে । তা নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন জয়প্রকাশ মজুমদার । তিনি বলেছেন, ‘‘ঠিকই বলেছেন প্রধান বিচারপতি । সবাইকে সমান চোখে দেখা উচিত । যেভাবে ভারতীয় রেল শেষ মুহূর্তে তৃণমূল কংগ্রেসের জন্য বরাদ্দ ট্রেন বাতিল করেছিল, বিজেপির মিটিং-এর জন্য চারটে না আটটা ট্রেন বরাদ্দ করেছে, তা তো সমান চোখে দেখার উদাহরণ । এগুলিও তো পর্যালোচনা করা উচিত ।’’

তিনি আরও বলেন, ‘‘বিচারপতি কোন দিকে তাকাবেন ? সমান সুযোগ পাওয়া উচিত বলছেন, কেন্দ্র কী করছে সবাই দেখছে । সমান চোখে দেখার নিদর্শন, 100 দিনের টাকা শুধু পশ্চিমবঙ্গ পাচ্ছে না, বাকি সবাই পাচ্ছে । যেহেতু তারা নির্বাচনে হেরে গিয়েছে, তাই তারা রাজ্যকে টাকা দিচ্ছে না । সমান সুযোগের যে দৃষ্টান্ত সারা দেশজুড়ে চলছে, প্রধান বিচারপতিকে বলব সেই দিকে নজর ঘোরাতে ।’’

আরও পড়ুন:

  1. ভিক্টোরিয়া হাউজের সামনে অমিত শাহের সভার অনুমতি দিতে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের
  2. ভিক্টোরিয়া হাউজের সামনে অমিত শাহের সভার অনুমতি দিক রাজ্য, জানাল হাইকোর্ট
  3. হেনস্তার অভিযোগ তুলে কলকাতা ও রাজ্য পুলিশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী

কলকাতা, 24 নভেম্বর: সিঙ্গল বেঞ্চের পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও অমিত শাহের সভার অনুমতি দিল ৷ শুক্রবার সেই অনুমতি দিতে গিয়ে 21 জুলাইয়ের সভার প্রসঙ্গ টেনে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের মন্তব্য, ‘‘সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত । সবকিছুতেই এখন রাজনীতি । এই ধরনের ঘটনা নতুন নয় । কেউ সাধারণ মানুষের কথা ভাবে না । আজ থেকে তাহলে একুশে জুলাই-এর সভা বাতিল করে দিন ।’’ আর প্রধান বিচারপতির এই মন্তব্যকে ‘অনাবশ্যক রাজনৈতিক উক্তি’ বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ।

তাঁর কথায়, ‘‘প্রধান বিচারপতি বাইরে থেকে এসেছেন । তিনি একুশে জুলাই-এর মাহাত্ম্য জানেন না । প্রত্যেক রাজ্যে এই ধরনের বিভিন্ন কর্মসূচি আছে । যারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার এই ডেমোক্রেসির অর্থাৎ মানুষ । মানুষকে বাদ দিয়ে না থাকবে ডেমোক্রেসি, না থাকবে বিচার ব্যবস্থা এবং এই ডেমোক্রেসিকে রক্ষা করার সবচেয়ে বড় দায়িত্ব বিচারপতিদের । সেই মানুষের কথা হয়তো তিনি জানেন না, সেই জন্য একুশে জুলাইয়ের কথা হয়তো উনি নিয়ে এসেছেন । এটা অনাবশ্যক রাজনৈতিক উক্তি বলেই আমি মনে করছি ।’’

তিনি আরও বলেন, ‘‘অনেক সময় কলকাতার অনেক বিচারপতি এই ধরনের মন্তব্য করে থাকছেন । হয়তো নিজেদের সামলাতে পারছেন না, তাই এ ধরনের রাজনৈতিক উক্তি করে ফেলছেন । তাঁর যদি মনে হয় সভার অনুমতি দেওয়ার তিনি নির্দেশ দেবেন । আমার তা নিয়ে কিছু বলার নেই, এই বিষয়ে যা বলার রাজ্য সরকারের মুখপাত্র বলবেন । আমি রাজ্য সরকারের মুখপাত্র না । তাই সরকারের কী বক্তব্য বলতে পারব না । কিন্তু নির্দেশ দেওয়ার সময় যে যে উক্তি করছেন, তাতে রাজনীতির গন্ধ পাওয়া যাচ্ছে ।’’

এ দিন প্রধান বিচারপতি সবাইকে সমান চোখে দেখার পরামর্শ দিয়েছেন সরকারকে । তা নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন জয়প্রকাশ মজুমদার । তিনি বলেছেন, ‘‘ঠিকই বলেছেন প্রধান বিচারপতি । সবাইকে সমান চোখে দেখা উচিত । যেভাবে ভারতীয় রেল শেষ মুহূর্তে তৃণমূল কংগ্রেসের জন্য বরাদ্দ ট্রেন বাতিল করেছিল, বিজেপির মিটিং-এর জন্য চারটে না আটটা ট্রেন বরাদ্দ করেছে, তা তো সমান চোখে দেখার উদাহরণ । এগুলিও তো পর্যালোচনা করা উচিত ।’’

তিনি আরও বলেন, ‘‘বিচারপতি কোন দিকে তাকাবেন ? সমান সুযোগ পাওয়া উচিত বলছেন, কেন্দ্র কী করছে সবাই দেখছে । সমান চোখে দেখার নিদর্শন, 100 দিনের টাকা শুধু পশ্চিমবঙ্গ পাচ্ছে না, বাকি সবাই পাচ্ছে । যেহেতু তারা নির্বাচনে হেরে গিয়েছে, তাই তারা রাজ্যকে টাকা দিচ্ছে না । সমান সুযোগের যে দৃষ্টান্ত সারা দেশজুড়ে চলছে, প্রধান বিচারপতিকে বলব সেই দিকে নজর ঘোরাতে ।’’

আরও পড়ুন:

  1. ভিক্টোরিয়া হাউজের সামনে অমিত শাহের সভার অনুমতি দিতে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের
  2. ভিক্টোরিয়া হাউজের সামনে অমিত শাহের সভার অনুমতি দিক রাজ্য, জানাল হাইকোর্ট
  3. হেনস্তার অভিযোগ তুলে কলকাতা ও রাজ্য পুলিশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.