ETV Bharat / state

Sukanta Majumdar Slams TMC: 'আটা কেলেঙ্কারির পর তৃণমূল সরকার আর ফিরবে না', দাবি সুকান্তর - আটা কেলেঙ্কারি

কংগ্রেসের মতোই আটা কেলেঙ্কারির পর তৃণমূল সরকার আর ক্ষমতায় ফিরবে না-বলে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । কলেজস্ট্রিট থেকে রানি রাসমণি রোড পর্যন্ত অমৃত কলস যাত্রায় যোগ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে একাধিক অভিযোগ করলেন তিনি।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 9:51 PM IST

কলকাতা, 29 অক্টোবর: ভুসি কেলেঙ্কারির পর কংগ্রেস সরকার ফেরত আসেনি। এবার আটা কেলেঙ্কারির পর এই রাজ্য সরকারও ক্ষমতায় ফিরবে না। রবিবার কলেজস্ট্রিট থেকে রানি রাসমণি রোড পর্যন্ত অমৃত কলস যাত্রায় যোগ দিয়ে এই অভিযোগই করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি বলেন, "বাংলার মানুষ আর তৃণমূল কংগ্রেসের উদ্ধত্য সহ্য করবে না। এদের রাস্তায় দেখলে মানুষ জুতোপেটা করবে।"

পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, পশ্চিমবঙ্গে যে গণহারে দুর্নীতি হয়েছে তার তদন্ত করতে গিয়ে সিবিআই-ইডি হাঁপিয়ে যাচ্ছে। তিনি বলেন, "গোটা ভারতবর্ষে দুর্নীতি দমনে যে অফিসার আছে, বাংলাতেও সমপরিমাণ অফিসার নিয়োগ করতে হবে, দুর্নীতি খুঁজে বের করার জন্য। আপনি যেখানে ঢিল মারবেন সেখানেই দুর্নীতি। এমন কোনও জায়গা নেই, যেখানে দুর্নীতি হয়নি।" পাশাপাশি সুকান্ত মজুমদারের অভিযোগ, তৃণমূল পশ্চিমবঙ্গের সম্পদ লুঠ করছে, জনগণকে তাদের চাহিদা থেকে বঞ্চিত করছে। তাঁর কথায়, "একের পর এক তৃণমূল নেতা দুর্নীতির মামলায় জেলে যাচ্ছেন । এর শেষ কোথায় হবে তা কেউ জানে না।"

বালুরঘাটের সাংসদের অভিযোগ, "যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'মেরি মাটি, মেরা দেশ' কর্মসূচির মাধ্যমে দেশের মহান পুত্রদের শ্রদ্ধা জানাচ্ছেন, তখন তৃণমূল রাজ্যের সম্পদ লুঠ করছে । জনগণকে বঞ্চিত করছে ।" এদিন সুকান্ত মজুমদার জানিয়েছেন, তৃণমূল সরকারের 'স্মরণীয় দুর্নীতি' নিয়ে রাস্তায় নামবে বিজেপি । তৃণমূলের নেতারা লক্ষ লক্ষ সাধারণ মানুষকে প্রতারণা করেছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

এদিন সুকান্ত মজুমদার দাবি করেছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কার কার যোগাযোগ আছে তা যদি উদ্ধার হওয়া মোবাইল ঠিকমতো যাচাই করা যায় সব প্রকাশ্যে চলে আসবে। তাঁর কথায়, "একা জ্যোতিপ্রিয় মল্লিক তো এত কিছু করতে পারে না। তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্ব জড়িত আছে। এমনকি টপ মোস্ট নেতৃত্বও এর পিছনে আছে। রেশনের এই দুর্নীতি শিক্ষা দুর্নীতির থেকেও অনেক বড় স্ক্যাম। ভুসি কেলেঙ্কারির পর যেমন কংগ্রেস সরকার আর ফেরত আসেনি, একইভাবে এই আটা কেলেঙ্কারির পর তৃণমূলের সরকার আর ফিরবে না।"

আরও পড়ুন: কান দিয়ে দেখেন, ফলক বিতর্কের মাঝেই মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ বিশ্বভারতীর উপাচার্যের

এদিকে, বিজেপির বিরোধী নেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে বলেন, "পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিকের পরে, ইডি আর কোন তৃণমূল নেতা বিরুদ্ধে তদন্ত করা হবে তা দেখার বাকি রয়েছে।" তিনি বলেন, "কয়েক হাজার যোগ্যপ্রার্থীকে শিক্ষকের চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আছে ৷ এরপর পচা চাল-গম দিয়ে ছয় কোটি মানুষকে প্রতারণার দায়ে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। আমরা এখন কোটি কোটি টাকা আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় আছি।”

আরও পড়ুন: এখনই মন্ত্রী পদ হারাচ্ছেন না ইডি’র হাতে গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয়

অভিযোগ অবশ্য খারিজ করে তৃণমূল পালটা দাবি করেছে, কেন্দ্রীয় এজেন্সি বেছে বেছে তাদের দলের নেতাদেরই লক্ষ্য করছে । তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, "শুভেন্দু অধিকারী বারবার মিথ্যা এবং অযৌক্তিক অভিযোগ করছেন । নারদাকাণ্ডে এবং সারদা চিট ফান্ড কেলেঙ্কারিতে এফআইআর-এ তাঁর নাম থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সংস্থাগুলি তাঁকে স্পর্শ করছে না ।"

কলকাতা, 29 অক্টোবর: ভুসি কেলেঙ্কারির পর কংগ্রেস সরকার ফেরত আসেনি। এবার আটা কেলেঙ্কারির পর এই রাজ্য সরকারও ক্ষমতায় ফিরবে না। রবিবার কলেজস্ট্রিট থেকে রানি রাসমণি রোড পর্যন্ত অমৃত কলস যাত্রায় যোগ দিয়ে এই অভিযোগই করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি বলেন, "বাংলার মানুষ আর তৃণমূল কংগ্রেসের উদ্ধত্য সহ্য করবে না। এদের রাস্তায় দেখলে মানুষ জুতোপেটা করবে।"

পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, পশ্চিমবঙ্গে যে গণহারে দুর্নীতি হয়েছে তার তদন্ত করতে গিয়ে সিবিআই-ইডি হাঁপিয়ে যাচ্ছে। তিনি বলেন, "গোটা ভারতবর্ষে দুর্নীতি দমনে যে অফিসার আছে, বাংলাতেও সমপরিমাণ অফিসার নিয়োগ করতে হবে, দুর্নীতি খুঁজে বের করার জন্য। আপনি যেখানে ঢিল মারবেন সেখানেই দুর্নীতি। এমন কোনও জায়গা নেই, যেখানে দুর্নীতি হয়নি।" পাশাপাশি সুকান্ত মজুমদারের অভিযোগ, তৃণমূল পশ্চিমবঙ্গের সম্পদ লুঠ করছে, জনগণকে তাদের চাহিদা থেকে বঞ্চিত করছে। তাঁর কথায়, "একের পর এক তৃণমূল নেতা দুর্নীতির মামলায় জেলে যাচ্ছেন । এর শেষ কোথায় হবে তা কেউ জানে না।"

বালুরঘাটের সাংসদের অভিযোগ, "যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'মেরি মাটি, মেরা দেশ' কর্মসূচির মাধ্যমে দেশের মহান পুত্রদের শ্রদ্ধা জানাচ্ছেন, তখন তৃণমূল রাজ্যের সম্পদ লুঠ করছে । জনগণকে বঞ্চিত করছে ।" এদিন সুকান্ত মজুমদার জানিয়েছেন, তৃণমূল সরকারের 'স্মরণীয় দুর্নীতি' নিয়ে রাস্তায় নামবে বিজেপি । তৃণমূলের নেতারা লক্ষ লক্ষ সাধারণ মানুষকে প্রতারণা করেছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

এদিন সুকান্ত মজুমদার দাবি করেছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কার কার যোগাযোগ আছে তা যদি উদ্ধার হওয়া মোবাইল ঠিকমতো যাচাই করা যায় সব প্রকাশ্যে চলে আসবে। তাঁর কথায়, "একা জ্যোতিপ্রিয় মল্লিক তো এত কিছু করতে পারে না। তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্ব জড়িত আছে। এমনকি টপ মোস্ট নেতৃত্বও এর পিছনে আছে। রেশনের এই দুর্নীতি শিক্ষা দুর্নীতির থেকেও অনেক বড় স্ক্যাম। ভুসি কেলেঙ্কারির পর যেমন কংগ্রেস সরকার আর ফেরত আসেনি, একইভাবে এই আটা কেলেঙ্কারির পর তৃণমূলের সরকার আর ফিরবে না।"

আরও পড়ুন: কান দিয়ে দেখেন, ফলক বিতর্কের মাঝেই মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ বিশ্বভারতীর উপাচার্যের

এদিকে, বিজেপির বিরোধী নেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে বলেন, "পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিকের পরে, ইডি আর কোন তৃণমূল নেতা বিরুদ্ধে তদন্ত করা হবে তা দেখার বাকি রয়েছে।" তিনি বলেন, "কয়েক হাজার যোগ্যপ্রার্থীকে শিক্ষকের চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আছে ৷ এরপর পচা চাল-গম দিয়ে ছয় কোটি মানুষকে প্রতারণার দায়ে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। আমরা এখন কোটি কোটি টাকা আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় আছি।”

আরও পড়ুন: এখনই মন্ত্রী পদ হারাচ্ছেন না ইডি’র হাতে গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয়

অভিযোগ অবশ্য খারিজ করে তৃণমূল পালটা দাবি করেছে, কেন্দ্রীয় এজেন্সি বেছে বেছে তাদের দলের নেতাদেরই লক্ষ্য করছে । তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, "শুভেন্দু অধিকারী বারবার মিথ্যা এবং অযৌক্তিক অভিযোগ করছেন । নারদাকাণ্ডে এবং সারদা চিট ফান্ড কেলেঙ্কারিতে এফআইআর-এ তাঁর নাম থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সংস্থাগুলি তাঁকে স্পর্শ করছে না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.