ETV Bharat / state

KMC Illegal Construction: প্রোমোটার পুরীতে, বেআইনি বাড়ি ভাঙতে গেলে পৌরকর্মীদের বাধা স্বয়ং কাউন্সিলরের - বেআইনি বাড়ি

প্রোমোটার রয়েছেন পুরীতে ৷ তবে 102 নম্বর ওয়ার্ডে তাঁর বেআইনি বাড়ি ভাঙতে গেলে পৌরকর্মীদের বাধা দিলেন স্বয়ং তৃণমূল কাউন্সিলর সীমা ঘোষ ৷

Illegal Construction
Illegal Construction
author img

By

Published : Jun 27, 2023, 7:15 PM IST

কলকাতা, 27 জুন: প্রোমোটার আছেন পুরীতে । বেআইনি নির্মাণের অভিযোগ পেয়ে ভাঙতে গেলে পুলিশ ও পৌরনিগমের কর্মীদের বাধা দিলেন স্বয়ং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর । ঘটনাটি ঘটেছে কলকাতার 102 নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন কলোনিতে ।

বেআইনি নির্মাণ হচ্ছে কলকাতা পৌরনিগমের 102 নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন কলোনিতে । সেই অভিযোগ পেয়ে কলকাতা পৌরনিগমের বিল্ডিং বিভাগের তরফে ডেমোলিশন স্কোয়াড লোকজন নিয়ে যায় ঘটনাস্থলে । সঙ্গে ছিল যাদবপুর থানার বিরাট পুলিশ বাহিনী । এরপর পৌরনিগমের বিল্ডিং বিভাগের লোকজন পুলিশের সহায়তায় সংশ্লিষ্ট বেআইনি নির্মাণে গিয়ে ছাদ ভাঙতে শুরু করেন । তিনতলার ছাদে একটা বড় অংশ কেটেও ফেলেন ।

সেই সময় আচমকা দলবল নিয়ে এলাকায় গিয়ে ওই কাজ বন্ধ করতে হাজির হন তৃণমূল কাউন্সিলর সীমা ঘোষ । কাউন্সিলরের বাধার মুখে কাজ বন্ধ করতে নির্দেশ দেন পৌর আধিকারিকরা । বিল্ডিং ভাঙার কর্মীরা তাঁদের কাজ বন্ধ করে নীচে চলে আসেন । পরে গাড়িতে যন্ত্র তুলে নিয়ে চলে যান তাঁরা ।

কিন্তু বেআইনি নির্মাণ যে প্রোমোটার করছেন, তিনি বর্তমানে পুরীতে । আর তাঁর জায়গায় নজিরবিহীন ভাবে এলাকার কাউন্সিলর আইন মাফিক কাজ করতে কেন বাধা দিলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন । বেআইনি অংশ ভাঙতে পৌরকর্মীরা যাতে কোনও বাধা না পান, সেই জন্য উদ্যোগ না নিয়ে নিজেই সেই কাজে বাধা দিলেন কাউন্সিলার ৷

আরও পড়ুন: পৌর করের সঙ্গে এবার বিএলআরও খাজনা দিতে পারবেন নাগরিকরা, ঘোষণা পৌর কমিশনারের

কাউন্সিলর সীমা ঘোষ এ বিষয়ে বলেন, "একটা ভুল বোঝাবুঝি হয়েছে । আলোচনা করে নিয়েছি বিল্ডিং বিভাগের সঙ্গে । কাজ হবে । ভাঙা হবে না । যে এই বাড়ি বানাচ্ছেন, তিনি খুব নিডি ৷ তাঁর নিজের ফ্ল্যাট বানাচ্ছেন ।"

উল্লেখ্য, সম্প্রতি মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, বেআইনি নির্মাণ নিয়ে কোনও রেয়াত করা যাবে না । অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে । এমনকী তিনি বলেছিলেন, অনলাইনে নকশা অনুমোদন হলেই বরো চেয়ারম্যান থেকে কাউন্সিলর সকলের কাছে এসএমএস যাবে । অনলাইনে নকশা দেখা যাবে । নির্মাণ বেআইনি হলে কাউন্সিলর উদ্যোগ নিয়ে তা আটকাবেন । তবে এ দিন উলটো ছবিই দেখা গেল 102 নম্বর ওয়ার্ডে ৷

কলকাতা, 27 জুন: প্রোমোটার আছেন পুরীতে । বেআইনি নির্মাণের অভিযোগ পেয়ে ভাঙতে গেলে পুলিশ ও পৌরনিগমের কর্মীদের বাধা দিলেন স্বয়ং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর । ঘটনাটি ঘটেছে কলকাতার 102 নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন কলোনিতে ।

বেআইনি নির্মাণ হচ্ছে কলকাতা পৌরনিগমের 102 নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন কলোনিতে । সেই অভিযোগ পেয়ে কলকাতা পৌরনিগমের বিল্ডিং বিভাগের তরফে ডেমোলিশন স্কোয়াড লোকজন নিয়ে যায় ঘটনাস্থলে । সঙ্গে ছিল যাদবপুর থানার বিরাট পুলিশ বাহিনী । এরপর পৌরনিগমের বিল্ডিং বিভাগের লোকজন পুলিশের সহায়তায় সংশ্লিষ্ট বেআইনি নির্মাণে গিয়ে ছাদ ভাঙতে শুরু করেন । তিনতলার ছাদে একটা বড় অংশ কেটেও ফেলেন ।

সেই সময় আচমকা দলবল নিয়ে এলাকায় গিয়ে ওই কাজ বন্ধ করতে হাজির হন তৃণমূল কাউন্সিলর সীমা ঘোষ । কাউন্সিলরের বাধার মুখে কাজ বন্ধ করতে নির্দেশ দেন পৌর আধিকারিকরা । বিল্ডিং ভাঙার কর্মীরা তাঁদের কাজ বন্ধ করে নীচে চলে আসেন । পরে গাড়িতে যন্ত্র তুলে নিয়ে চলে যান তাঁরা ।

কিন্তু বেআইনি নির্মাণ যে প্রোমোটার করছেন, তিনি বর্তমানে পুরীতে । আর তাঁর জায়গায় নজিরবিহীন ভাবে এলাকার কাউন্সিলর আইন মাফিক কাজ করতে কেন বাধা দিলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন । বেআইনি অংশ ভাঙতে পৌরকর্মীরা যাতে কোনও বাধা না পান, সেই জন্য উদ্যোগ না নিয়ে নিজেই সেই কাজে বাধা দিলেন কাউন্সিলার ৷

আরও পড়ুন: পৌর করের সঙ্গে এবার বিএলআরও খাজনা দিতে পারবেন নাগরিকরা, ঘোষণা পৌর কমিশনারের

কাউন্সিলর সীমা ঘোষ এ বিষয়ে বলেন, "একটা ভুল বোঝাবুঝি হয়েছে । আলোচনা করে নিয়েছি বিল্ডিং বিভাগের সঙ্গে । কাজ হবে । ভাঙা হবে না । যে এই বাড়ি বানাচ্ছেন, তিনি খুব নিডি ৷ তাঁর নিজের ফ্ল্যাট বানাচ্ছেন ।"

উল্লেখ্য, সম্প্রতি মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, বেআইনি নির্মাণ নিয়ে কোনও রেয়াত করা যাবে না । অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে । এমনকী তিনি বলেছিলেন, অনলাইনে নকশা অনুমোদন হলেই বরো চেয়ারম্যান থেকে কাউন্সিলর সকলের কাছে এসএমএস যাবে । অনলাইনে নকশা দেখা যাবে । নির্মাণ বেআইনি হলে কাউন্সিলর উদ্যোগ নিয়ে তা আটকাবেন । তবে এ দিন উলটো ছবিই দেখা গেল 102 নম্বর ওয়ার্ডে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.