ETV Bharat / state

Kolkata Corporation: ম্যালেরিয়া আক্রান্ত তৃণমূল কাউন্সিলর, সরকারি পরীক্ষাগারের নেগেটিভ রিপোর্ট বেসরকারিতে পজেটিভ - ম্যালেরিয়া

ডেঙ্গির পর এবার ম্যালেরিয়া ৷ মশা বাহিত রোগে জেরবার তিলোত্তমা ৷ ম্যালেরিয়াতে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর ৷ কর্পোরেশনের পরীক্ষা রিপোর্ট নেগেটিভ হলেও বেসরকারি ক্ষেত্রে পজিটিভ রিপোর্ট এল ৷

Kolkata Corporation
ETV Bharat
author img

By

Published : Nov 12, 2022, 2:29 PM IST

Updated : Nov 12, 2022, 5:26 PM IST

কলকাতা, 12 নভেম্বর: চলতি বছরে বেলাগাম চেহারা নিয়েছে ডেঙ্গি এবং ম্যালেরিয়া। বিরোধীরাও অভিযোগ তুলেছেন তথ্য লুকনোর। 20নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিজয় উপাধ্যায় ৷ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন ৷ অবশেষে চিকিৎসকের পরামর্শে কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য কেন্দ্রে রক্ত পরীক্ষা করেন। সেখানে ডেঙ্গু, ম্যালেরিয়া রিপোর্ট আসে নেগেটিভ আসলেও, বেসরকারি সংস্থায় পরীক্ষা করতেই সেই রিপোর্ট পজিটিভ আসে। শেষে ভর্তি হলেন মারোয়ারি রিলিফ সোসাইটিতে।

আরও পড়ুন: বরানগরে ডেঙ্গি সংক্রমণ নিয়ে জরুরি বৈঠক অতিরিক্ত জেলাশাসকের

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, তৃণমূল কাউন্সিলর বিজয় উপাধ্যায় দু-এক দিন ধরেই জ্বরে ভুগছিলেন । তার ফলে তাঁর শরীর দূর্বল হয়ে যায়। তবে জ্বর না কমায় শেষে চিকিৎসকের কাছে যান। চিকিৎসকের পরামর্শে কলকাতা কর্পোরেশনের রক্তপরীক্ষা কেন্দ্র থেকে তিনি ডেঙ্গু ও ম্যালেরিয়া উভয় পরীক্ষা করেন। তবে রিপোর্টে যা আসে তাতে বলা হয়, তাঁর দুটির কোনও রোগই হয়নি। কিন্তু শারীরিক অবস্থার পরিবর্তন না হওয়াতে চিকিৎসকের নির্দেশে ফের বেসরকারি সংস্থা থেকে পরীক্ষা করতেই জানা যায় তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত । এর পর তাকে ভর্তি করা হয় মারোয়ারী রিলিফ সোসাইটিতে।

বিজেপি কাউন্সিলর সজল ঘোষের প্রতিক্রিয়া
কাউন্সিলর বিজয় উপাধ্যায় বলেন, ‘‘অমর জ্বর কিছুতেই কমছে না। তাই আমি কর্পোরেশন রক্ত পরীক্ষা করেছিলাম। রিপোর্টে কিছু ধরা পড়ল না। তবে বেসরকারি জায়গায় করতেই ম্যালেরিয়া ধরা পড়ল।’’এই ঘটনা জানা জানি হতেই বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, ‘‘তৃণমূলের রক্তে এখন মিথ্যা ঢুকে গেছে । ইচ্ছাকৃত ভাবেই নেগেটিভ রিপোর্ট দিতে পারে। এই সরকারকে আমরা সকলে এনেছিলাম। এখন আমাদের বুঝতে হবে।’’

কলকাতা, 12 নভেম্বর: চলতি বছরে বেলাগাম চেহারা নিয়েছে ডেঙ্গি এবং ম্যালেরিয়া। বিরোধীরাও অভিযোগ তুলেছেন তথ্য লুকনোর। 20নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিজয় উপাধ্যায় ৷ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন ৷ অবশেষে চিকিৎসকের পরামর্শে কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য কেন্দ্রে রক্ত পরীক্ষা করেন। সেখানে ডেঙ্গু, ম্যালেরিয়া রিপোর্ট আসে নেগেটিভ আসলেও, বেসরকারি সংস্থায় পরীক্ষা করতেই সেই রিপোর্ট পজিটিভ আসে। শেষে ভর্তি হলেন মারোয়ারি রিলিফ সোসাইটিতে।

আরও পড়ুন: বরানগরে ডেঙ্গি সংক্রমণ নিয়ে জরুরি বৈঠক অতিরিক্ত জেলাশাসকের

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, তৃণমূল কাউন্সিলর বিজয় উপাধ্যায় দু-এক দিন ধরেই জ্বরে ভুগছিলেন । তার ফলে তাঁর শরীর দূর্বল হয়ে যায়। তবে জ্বর না কমায় শেষে চিকিৎসকের কাছে যান। চিকিৎসকের পরামর্শে কলকাতা কর্পোরেশনের রক্তপরীক্ষা কেন্দ্র থেকে তিনি ডেঙ্গু ও ম্যালেরিয়া উভয় পরীক্ষা করেন। তবে রিপোর্টে যা আসে তাতে বলা হয়, তাঁর দুটির কোনও রোগই হয়নি। কিন্তু শারীরিক অবস্থার পরিবর্তন না হওয়াতে চিকিৎসকের নির্দেশে ফের বেসরকারি সংস্থা থেকে পরীক্ষা করতেই জানা যায় তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত । এর পর তাকে ভর্তি করা হয় মারোয়ারী রিলিফ সোসাইটিতে।

বিজেপি কাউন্সিলর সজল ঘোষের প্রতিক্রিয়া
কাউন্সিলর বিজয় উপাধ্যায় বলেন, ‘‘অমর জ্বর কিছুতেই কমছে না। তাই আমি কর্পোরেশন রক্ত পরীক্ষা করেছিলাম। রিপোর্টে কিছু ধরা পড়ল না। তবে বেসরকারি জায়গায় করতেই ম্যালেরিয়া ধরা পড়ল।’’এই ঘটনা জানা জানি হতেই বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, ‘‘তৃণমূলের রক্তে এখন মিথ্যা ঢুকে গেছে । ইচ্ছাকৃত ভাবেই নেগেটিভ রিপোর্ট দিতে পারে। এই সরকারকে আমরা সকলে এনেছিলাম। এখন আমাদের বুঝতে হবে।’’
Last Updated : Nov 12, 2022, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.